Dataset Preview
Full Screen
The full dataset viewer is not available (click to read why). Only showing a preview of the rows.
The dataset generation failed because of a cast error
Error code:   DatasetGenerationCastError
Exception:    DatasetGenerationCastError
Message:      An error occurred while generating the dataset

All the data files must have the same columns, but at some point there are 1 missing columns ({'Meta'})

This happened while the json dataset builder was generating data using

hf://datasets/Asif-Saad/Bangla_News_Article/BanglaTribune.jsonl (at revision ec8c8a25efc3371bdbb919220030fd53add8b644)

Please either edit the data files to have matching columns, or separate them into different configurations (see docs at https://hf.co/docs/hub/datasets-manual-configuration#multiple-configurations)
Traceback:    Traceback (most recent call last):
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 2011, in _prepare_split_single
                  writer.write_table(table)
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/arrow_writer.py", line 585, in write_table
                  pa_table = table_cast(pa_table, self._schema)
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/table.py", line 2302, in table_cast
                  return cast_table_to_schema(table, schema)
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/table.py", line 2256, in cast_table_to_schema
                  raise CastError(
              datasets.table.CastError: Couldn't cast
              Title: string
              Category: string
              Time: string
              Content: string
              Tags: string
              to
              {'Title': Value(dtype='string', id=None), 'Category': Value(dtype='string', id=None), 'Time': Value(dtype='string', id=None), 'Content': Value(dtype='string', id=None), 'Meta': Value(dtype='string', id=None), 'Tags': Value(dtype='string', id=None)}
              because column names don't match
              
              During handling of the above exception, another exception occurred:
              
              Traceback (most recent call last):
                File "/src/services/worker/src/worker/job_runners/config/parquet_and_info.py", line 1316, in compute_config_parquet_and_info_response
                  parquet_operations, partial = stream_convert_to_parquet(
                File "/src/services/worker/src/worker/job_runners/config/parquet_and_info.py", line 909, in stream_convert_to_parquet
                  builder._prepare_split(
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 1882, in _prepare_split
                  for job_id, done, content in self._prepare_split_single(
                File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 2013, in _prepare_split_single
                  raise DatasetGenerationCastError.from_cast_error(
              datasets.exceptions.DatasetGenerationCastError: An error occurred while generating the dataset
              
              All the data files must have the same columns, but at some point there are 1 missing columns ({'Meta'})
              
              This happened while the json dataset builder was generating data using
              
              hf://datasets/Asif-Saad/Bangla_News_Article/BanglaTribune.jsonl (at revision ec8c8a25efc3371bdbb919220030fd53add8b644)
              
              Please either edit the data files to have matching columns, or separate them into different configurations (see docs at https://hf.co/docs/hub/datasets-manual-configuration#multiple-configurations)

Need help to make the dataset viewer work? Make sure to review how to configure the dataset viewer, and open a discussion for direct support.

Title
string
Category
string
Time
string
Content
string
Meta
string
Tags
string
স্বপ্নের এপার্টমেন্ট খুঁজে দিচ্ছে টিকটক
বিশ্ব
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:৩৫
চলছে করোনাকাল। করোনা মহামারীতে নিউইয়র্কের বড় শহরগুলো ফাঁকা হয়েছে। লোকজন না থাকায় ফাঁকা পড়ে রয়েছে বড় বড় এপার্টমেন্ট। এই সময়ে এপার্টমেন্ট ভাড়া পেতে সহায়তা করছে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। যেখানে ২০ থেকে ২৯ বছর বয়সীরা খুঁজে পাচ্ছেন তাদের স্বপ্নের এপার্টমেন্ট।এখানকার নগরবাসী আগে এপার্টমেন্ট খোঁজার জন্য স্ট্রিট-ইজি, জিল্লোও, কম্পাস, ট্রুলিয়া এবং ক্রেগলিস্টের মতো ওয়েবসাইট ঘাঁটাঘাটি করতেন। সেখানে নিউইয়র্ক সিটির ফাঁকা এপার্টমেন্টগুলোর বিজ্ঞাপন থাকতো। কিন্তু মানুষ এখন স্বপ্নের এপার্টমেন্ট খুঁজতে ব্যবহার করছে টিকটক। যেখানে কয়েক সেকেন্ডের ভিডিওতে পুরো এপার্টমেন্ট দেখা যাচ্ছে, বিস্তারিত জানা যাচ্ছে। বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে অল্প সময়েই তারা পেয়ে যাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত এপার্টমেন্ট।এ বিষয়ে ইউনিয়ন স্কয়ার প্রোপার্টির ক্যাশ জর্ডান বলেন, স্বল্পদৈর্ঘ্য ভিডিও মানুষকে বেশ আকৃষ্ট করছে। যার কারণে খুব সহজেই তারা তাদের এপার্টমেন্ট খুঁজে পাচ্ছেন। টিকটকের ভিডিওতে মন্তব্যের সুযোগ থাকার কারণে সেখানে একটি নতুন কমিউনিটি তৈরি হচ্ছে বলে জানান জর্ডান। জর্ডান বলেন, টিকটকে ভিডিওর সাড়া অভূতপূর্ব। এরইমধ্যে গত এক বছরে জর্ডানের অ্যাকাউন্টে ৫ লাখ ৪০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছেন।জিজিবি রিয়েলিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার জাখারিন বলেন, গত ১২ বছরের মধ্যে ২০২০ সালের ডিসেম্বর মাস ছিল নিউইয়র্কে বাসা ভাড়ার জন্য ব্যস্ততম সময়। তিনি জানান, টুইটারে তার প্রায় ৭৮ হাজার ফলোয়ার রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগের বয়স ২০ বছর। যারা করোনাকালীন তাদের পরিবারের সঙ্গে বসবাস করছেন এবং শিগগিরই পরিবার ছাড়ার অপেক্ষায় আছেন।বিশেষ করে নিউইয়র্ক সিটিতে বাড়ি বদল করা বেশ খরচের ব্যাপার। এই সময়ে ভাড়াটিয়া পেতে এপার্টমেন্ট মালিকরা এক বা দুই মাসের ভাড়া মওকুফসহ নানা সুবিধা দিচ্ছেন। ম্যাডি হায়াট। ২৫ বছর বয়সী হায়াট একজন সামাজিক মাধ্যম সম্পাদক। তার এক সহযোগীর পরামর্শে তিনি টিকটকের ভিডিও স্ক্রল করে খুঁজে পেয়েছেন উন্নতমানের এপার্টমেন্ট।অন্যদিকে শিকাগোবাসীরাও টিকটকের মাধ্যমে তাদের এপার্টমেন্ট খুঁজে নিচ্ছেন। শিকাগোর বিলাসবহুল এপার্টমেন্ট খুঁজে দেয়ার এজেন্সিগুলো বিজ্ঞাপনের জন্য টিকটকের ওপর নির্ভর করছে।চিপ্যাডস নামের এপার্টমেন্ট ব্রোকার কোম্পানির মালিক মিশেল স্ক্যাভো বলেন, টিকটকে কোম্পানিগুলো নিজেদের মতো ভিডিও নির্মাণ করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছতে পারে। ফলে গ্রাহক অল্পসময়ে ভিডিওর মাধ্যমে সব তথ্য জেনে যাচ্ছে। এপার্টমেন্ট ভাড়ার ওয়েবসাইটগুলোতে সেসব সুবিধা নেই বললেই চলে।সূত্র : সিএনএন
নগরবাসী আগে এপার্টমেন্ট খোঁজার জন্য স্ট্রিট-ইজি, জিল্লোও, কম্পাস, ট্রুলিয়া এবং ক্রেগলিস্টের মতো ওয়েবসাইট ঘাঁটাঘাটি করতেন। সেখানে নিউইয়র্ক সিটির ফাঁকা এপার্টমেন্টগুলোর বিজ্ঞাপন থাকতো। কিন্তু মানুষ এখন স্বপ্নের এপার্টমেন্ট খুঁজতে ব্যবহার করছে টিকটক।
রাজধানীর কেন্দ্রগুলোয় সাড়ে ৮টার মধ্যে পৌঁছাতে হবে বিসিএস পরীক্ষার্থীদের
সারা দেশ
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:৪০
রাজধানী ঢাকার বিসিএস পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) চলাচলের জন্য আগামীকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এই অনুরোধ জানানো হয়।চলমান করোনা পরিস্থিতির মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এ সম্পর্কিত বিবৃতিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এমনকি কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে নিজ পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, যাতে তারা সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন। সাময়িক এ অসুবিধার জন্যে ডিএমপির ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
রাজধানী ঢাকার বিসিএস পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ
আইম্যাক প্রো তৈরি করবে না অ্যাপল
বিশ্ব
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:৪৩
বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি অ্যাপল আর আইম্যাক প্রো তৈরি করবে না। অবশ্য ম্যাকপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। বাজার থেকে বিদ্যমান সরবরাহগুলো তুলে নেওয়া হচ্ছে না। সিএনএন বিজনেসের প্রতিবেদনে বলা হয়, অল-ইন-অন ম্যাকের জন্য যারা আগ্রহী, তারা এখনও ৪৯৯৯ ডলারে স্ট্যান্ডার্ড মানের আইম্যাক প্রো অ্যাপল ওয়েবসাইটে পাবেন। কিন্তু এটিই তাদের শেষ সরবরাহ। এর পর এই মডেল আর বাজারে পাওয়া যাবে না।অ্যাপল ২০১৭ সালে আইম্যাক প্রো বাজারে ছেড়েছিল। এটি এখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী ম্যাক হিসেবে বিবেচিত হয়েছিল। সৃজনশীল ও পেশাদার গ্রাহকদের জন্য তৈরি করা এই ডিভাইস অল-ইন-অন হিসেবে কাজ করে। কিন্তু গত কয়েক বছরে এর কোনো আপডেট হয়নি।  গত আগস্টে অ্যাপল তাদের ২৭ ইঞ্চি ম্যাক বাজারে ছাড়ে, যেখানে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তি। নতুন এই ম্যাকে আরও বেশি পরিমাণে কাজ করা যাবে। ব্লুমবার্গ জানাচ্ছে, অ্যাপল ২১.৫ ও ২৭ ইঞ্চি ম্যাক এ বছেই বাজারে ছাড়ার জোর প্রস্তুতি নিচ্ছে।
নেদারল্যান্ডে অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত
বিশ্ব
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:৫০
ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, বুলগেরিয়া, আয়ারল্যান্ডের পর নেদারল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রয়োগ। রবিবার ইউরোপের এই দেশটি টিকা প্রদান প্রক্রিয়া সাময়িক স্থগিত করে।জানা গেছে, শরীরে টিকা প্রয়োগের পর রক্তে জমাট বাঁধার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুগো দ্য জঞ্জ জানিয়েছেন, নরওয়ে এবং ডেনমার্কে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা নিয়ে গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়াসহ বেশ কয়েকটি কারণে দেশটির মেডিসিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি বলেছেন, এই সাময়িক স্থগিত প্রক্রিয়া চলবে ২৯ মার্চ পর্যন্ত।ডেনমার্কে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে মারা যাওয়া মহিলার বিষয়ে ডেনিশ মেডিসিন এজেন্সি জানিয়েছে, তাঁর মারা যাওয়ার জন্য কিছু শারীরিক অসুস্থতার কারণ রয়েছে।অন্যদিকে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি বলছে, এই টিকার প্রভাবে রক্ত বাঁধার কোন প্রমাণ এখনও মেলেনি। তাঁদের মতে, ভ্যাকসিনটিতে ঝুঁকির মাত্রা কম।
নরওয়ে এবং ডেনমার্কে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা নিয়ে গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়াসহ বেশ কয়েকটি কারণে দেশটির মেডিসিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি বলেছেন, এই সাময়িক স্থগিত প্রক্রিয়া চলবে ২৯ মার্চ পর্যন্ত
ভ্যাকসিন রপ্তানি স্থগিত রাখতে পারে ইইউ
বিশ্ব
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২০:৫৫
ইউরোপীয় ইউনিয়ন কভিড ভ্যাকসিন রফতানি স্থগিত করে দিতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন।গত সপ্তাহে ইতালি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রফতানি স্থগিত  করে দিয়েছে। আর এই পদক্ষেপকেই সমর্থন দিল ইইউ।ভ্যাকসিন রফতানি স্থগিত রাখার বিষয়ে ‍ইউরোপীয় ইউনিয়ন বলছে, অ্যাস্ট্রাজেনেকার যে পরিমান ভ্যাকসিন ইইউকে দেওয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আগে ইউরোপকে প্রাধান্য দিতে হবে।   ইতালি থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ ডোজ টিকা অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু তা ইতালি সরকার আটকে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যে কোন দেশ এই সিদ্ধান্ত নিতে পারে। তবে তাদের ইইউ থেকে অনুমতি নিতে হবে। ইতালি যা করেছে ইউনিয়নভুক্ত অন্য দেশও এমন করতে পারে। এতে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট উরসুলা।  উরসুলা জানান, অ্যাস্ট্রাজেনেকার এপ্রিলের মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ১০০ মিলিয়ন ডোজ দেওয়ার কথা ছিল কিন্তু তারা এখনও ১০ শতাংশের বেশি দিতে পারেনি। তাই অ্যাস্ট্রাজেনেকার আগে ইউরোপীয় ইউনিয়নকে প্রাধান্য দিতে হবে।
অ্যাস্ট্রাজেনেকার যে পরিমান ভ্যাকসিন ইইউকে দেওয়ার কথা ছিল তা দিতে ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আগে ইউরোপকে প্রাধান্য দিতে হবে।  
এবার বাইডেনের বক্তব্য নিয়ে উপহাস পুতিনের
বিশ্ব
প্রকাশ : ১৮ মার্চ ২০২১, ২২:১৫
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কিত গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে দেওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য নিয়ে উপহাস করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার পুতিন এক অনুষ্ঠানে নির্বাচনে সংশ্লিষ্টতা প্রশ্নে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে বাইডেনকে একহাত নেন।সম্প্রতি মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে রাশিয়া। এই প্রতিবেদন প্রকাশের পর উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলে আখ্যায়িত করেছেন। বাইডেনের এই বক্তব্য নিয়ে উপহাস করেছেন পুতিন।রাশিয়ার ক্রিমিয়া দখলের সাতবছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময়ে বাইডেনের বক্তব্য নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব সময় আমাদের নিজেদের দোষ-গুণ আরেকজনের মধ্যে খুঁজি এবং ভাবি সে আমার মতোই।’পুতিন বলেন, ‘আমি এটা ব্যঙ্গাত্মক অর্থে বলছি না, এটা রসিকতা নয়।’গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনকে নিয়ে বাইডেন বলেন, ‘২০২০ সালের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করায় পুতিনকে মূল্য চোকাতে হবে। বাইডেনের এমন বক্তব্যের পর রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় পুতিন প্রশাসন।
ভালুকার খামারে বিক্রির জন্য প্রস্তুত ৫০০ কুমির, রপ্তানি হবে হাড়-মাংসও
সারা দেশ
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১১:৩৬
প্রয়াত লেখক মুশতাক আহমেদের প্রতিষ্ঠিত দেশের প্রথম সফল বাণিজ্যিক কুমির খামার ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’। ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামে প্রতিষ্ঠিত এই খামারে এখন ৫০০টি কুমির বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। কুমিরগুলো রপ্তানির জন্য জাপানি একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। এছাড়া কুমিরের মাংস, হাড় ও দাঁত রপ্তানির পরিকল্পনাও চলছে।রেপটাইলস ফার্মের ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ জানান, সর্বশেষ ২০১৯ সালের ২২ ডিসেম্বর জাপানের হরিউচি ট্রেডিং কোম্পানি নামে একটি ট্যানারিতে ৪৩০টি কুমিরের চামড়া দেড় কোটি টাকায় রপ্তানি করা হয়েছিল। কুমিরের মাংস, দাঁত ও হাড় সংরক্ষণ করে রাখা হয়েছে। রপ্তানির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কুমিরের মাংস শুকিয়ে প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হবে।২০১০ সালে এ ফার্ম থেকে জার্মানির হাইডেল বার্গ ইউনিভার্সিটিতে গবেষণার জন্য ছোট বড় ৬৭টি কুমির এক কোটি টাকায় বিক্রি করা হয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছোট বড় সাইজের ১ হাজার ৫০৭টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে। এছাড়াও ২০১৩ সালের আগস্ট মাসে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে উপহার হিসাবে ৫টি কুমির দেয়া হয়। রপ্তানিযোগ্য ৫০০ কুমির খামারে রয়েছে। জাপানের হরিউচি ট্রেডিং কোম্পানির লোকজন বেশ কয়েকবার ফার্মটি পরিদর্শন করেছেন। ডা. আবু সাইমের দেওয়া তথ্য অনুসারে, ২০০৪ সালের ২২ ডিসেম্বর ৭৪টি কুমির দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। মালয়েশিয়ার সারওয়াত থেকে সোয়া কোটি টাকা ব্যয়ে ১৫টি পুরুষ কুমিরসহ মোট ৭৫টি কুমির আনা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ৮টি কুমির মারা যায়। এসব কুমিরের বয়স ছিল ১০ থেকে ১৪ বছর। বর্তমানে খামারে ৪০টি পুকুর রয়েছে। ২০১৩ সালে মালয়েশিয়ার সারওয়াত কুমির ফার্ম থেকে দেড় কোটি টাকা দিয়ে আরও ৪০টি ব্রিডার কুমির কেনা হয়। সব মিলিয়ে এ খামারে ১০০টি ব্রিডার কুমির রয়েছে। ফার্মে ১ থেকে ৩০ বছর বয়সের প্রায় ৩ হাজার কুমির রয়েছে। রেপটাইলস ফার্মে কুমিরের আবাসস্থল হিসেবে পুকুর রয়েছে ৪০টি। পুকুরের চারপাশে নেপিয়ার ঘাস রোপণ করা হয়েছে যাতে প্রজননের সময় কুমিরগুলো বাসা বানিয়ে সেখানে ডিম পাড়তে পারে। খামারে ৬/৭ বছর বয়সের একটি স্ত্রী কুমির বছরে একবার (জুন, জুলাই ও আগস্ট) মাসে গড়ে ৫০টি করে ডিম দিয়ে থাকে। এ খামারে এখন পর্যন্ত একটি কুমির সর্বোচ্চ ৭২টি ডিম দিয়েছে। প্রথম দিকে আনা কুমিরগুলো এ পর্যন্ত ৮ থেকে ১০ বার ডিম দিয়েছে। ইনকিউবেটরে ডিম ফুটাতে সময় লাগে ৭০ থেকে ৮০ দিন। ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ ডিম হতে বাচ্চা পাওয়া যায়। ছোট বাচ্চা রাখার জন্য ১০টি হ্যাচারি রয়েছে। রপ্তানি প্রক্রিয়ার জন্য ৫ ফুট প্রস্থ, ৭ ফুট দৈর্ঘের ৫৬০টি একক পুকুর বা খাল রয়েছে। ডিম ফুটানোর জন্য দুটি ইনকিউবেটর মেশিন, চামড়া মজুদ রাখার জন্য দুটি কক্ষ রয়েছে। কুমিরের খাবারের জন্য নিজস্ব পুকুরের মাছ ও ব্রয়লার মুরগীর পোলট্রি খামার রয়েছে। কুমিরকে এসব মুরগী খাওয়ানো হয়। ১ দিন থেকে ১ বছর পর্যন্ত বাচ্চা কুমিরকে প্রতিদিন মুরগীর মাংস কিমা করে খাওয়াতে হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি চার মাস সাধারণত কুমির খাবার গ্রহণ করে না। কুমিরের আয়ুষ্কাল ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত হয়ে থাকে।  প্রতি মাসে এদের বয়স অনুসারে ওজনের ১৫% খাবার দেয়া হয়। এখানে কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এ ফার্মের নিজস্ব উৎপাদিত ছোট বড় মিলেয়ে ১২শ-১৩শ কুমির রয়েছে যেগুলোর দৈর্ঘ্য ৫ ফুট থেকে সাড়ে ৮ ফুট। বাণিজ্যিকভাবে রপ্তানির লক্ষ্যে লালন-পালনের জন্য তৈরি করা হয়েছে ‘কুমিরবেড়’। ফার্ম পরিচালনার দায়িত্বে রয়েছেন কর্মকর্তাসহ ৩২ জন কর্মী।আরও পড়ুনঃ এবার বাইডেনের বক্তব্য নিয়ে উপহাস পুতিনের
ডা. আবু সাইমের দেওয়া তথ্য অনুসারে, ২০০৪ সালের ২২ ডিসেম্বর ৭৪টি কুমির দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। মালয়েশিয়ার সারওয়াত থেকে সোয়া কোটি টাকা ব্যয়ে ১৫টি পুরুষ কুমিরসহ মোট ৭৫টি কুমির আনা হয়। এর মধ্যে বিভিন্ন সময়ে ৮টি কুমির মারা যায়। এসব কুমিরের বয়স ছিল ১০ থেকে ১৪ বছর। বর্তমানে খামারে ৪০টি পুকুর রয়েছে। ২০১৩ সালে মালয়েশিয়ার সারওয়াত কুমির ফার্ম থেকে দেড় কোটি টাকা দিয়ে আরও ৪০টি ব্রিডার কুমির কেনা হয়। সব মিলিয়ে এ খামারে ১০০টি ব্রিডার কুমির রয়েছে। ফার্মে ১ থেকে ৩০ বছর বয়সের প্রায় ৩ হাজার কুমির রয়েছে। 
যে কারণে বিমানবন্দর এলাকার বাসিন্দাদের হৃদরোগে মৃত্যুঝুঁকি বেশি
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১২:৩৩
শব্দ দূষণের কারণে মানুষের শ্রবণশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়- এ তথ্য প্রমাণিত। এতে হৃদযন্ত্রেরও যে ক্ষতি হতে পারে সেটি বহু বিশেষজ্ঞই বলেছেন। তবে এ নিয়ে ব্যাপকভিত্তিক কোনো গবেষণা হয়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘস্থায়ী বেশি মাত্রার শব্দের মধ্যে বসবাসে হৃদযন্ত্রের ক্ষতি হয়। সেই সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতাও সৃষ্টি হতে পারে।  শব্দ কীভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে সেটি নিয়ে গভীর গবেষণা করছেন বিজ্ঞানীরা। তারা দেখিয়েছেন, তীব্র শব্দ কীভাবে পরোক্ষভাবে হৃদযন্ত্রের ক্ষতি করে এবং এখানে শ্রবণযন্ত্র ও মস্তিষ্কের ভূমিকাটা কেমন।জার্মানির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে ২০১১ সালে চতুর্থ রানওয়ে চালু করা হয়েছে। এরপর থেকেই স্থানীয়রা শব্দ দূষণের অভিযোগে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন।  হৃদরোগ বিশেষজ্ঞ থমাস মনজেল। তার ঘরের ঠিক উপর দিয়ে দৈনিক ডজনখানেক উড়োজাহাজ উড়ে যায়।  শুধু তাই নয়, তার বাড়ির পাশ দিয়ে গেছে জার্মানির বিখ্যাত অটোবান, দৈনিক প্রচুর মালবাহী ট্রাকও যায় পাশের আরেকটি রাস্তা দিয়েছে। ২০০৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘নয়েজ টু হার্ট প্রবলেম’ প্রতিবেদন পড়ার পরে ২০১১ সালে থমাস মনজেল বিষয়টি নিয়ে গবেষণার জন্য উঠেপড়ে লাগেন। ২০১৯ সালে আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে একটি ব্যাপকভিত্তিক গবেষণা করেন তিনি। উচ্চশব্দ আমাদের শ্রবণশক্তি কমিয়ে দেয়। টানা যানবাহন চলাচলের শব্দ মানসিক পীড়ন তৈরি করে সেটি ভুক্তভোগী মাত্রই উপলব্ধি করতে পারেন। এছাড়াও কালো ধোঁয়ায় বায়ু দূষণের সমান তালে তেজস্ক্রীয় পদার্থও ছড়িয়ে পড়ছে। এতে হৃৎদরোগ ও শ্বাসযন্ত্রের নানা সমস্যা তৈরি হয়। অনেক গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ স্থূলতা ও ডায়াবেটিসের জন্যও দায়ী। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উড়োজাহাজ ও যানবাহন চলাচলের উচ্চশব্দ গত দশকে হৃদরোগ সংক্রান্ত নানা অসুস্থতার ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে।   সাধারণ কথাবার্তায় সৃষ্ট ৬০ ডেসিবল মাত্রার শব্দ ক্ষতিকর নয়। কিন্তু জরিপে দেখা যায়, ইউরোপ, আমেরিকার এক তৃতীয়াংশ মানুষ নিয়মিত অস্বাস্থ্যকর মাত্রার শব্দ দূষণের মধ্যে থাকেন। সাধারণত এই ক্ষতিকর শব্দের মাত্রা ৭০-৮০ ডেসিবল হয়। বাস ও ট্রাকের শব্দের মাত্রা ৭০-৯০ ডেসিবল। উড়োজাহাজের ক্ষেত্রে শব্দের মাত্রা ১২০ ডেসিবল পর্যন্ত পৌঁছায়। একাধিক গবেষণায়ই হৃদযন্ত্রের নানা জটিলতার সঙ্গে শব্দদূষণের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে এক গবেষণায় দেখা গেছে, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কাছাকাছি এলাকার লোকদের স্ট্রোকের ঝুঁকি দেশটির অন্য অপেক্ষাকৃত শান্ত এলাকার বাসিন্দাদের চেয়ে ৭ শতাংশ বেশি। ২০১৮ সালে ১০ লাখ লোকের মধ্যে জরিপ চালিয়ে এ ফল পাওয়া যায়। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর এলাকায় ২০০০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে হৃদরোগে মারা যাওয়া ২৫ হাজার লোকের ইতিহাস ঘেঁটে দেখা গেছে তাদের বেশিরভাগই মারা গেছেন রাতের বেলা যখন বাড়ির উপর দিয়ে উড়োজাহাজ উড়ে গেছে। তাদের মধ্যে বেশিরভাগ আবার নারী। শব্দ দূষণের কারণে হৃদযন্ত্রের সমস্যার কারণ বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তীব্র শব্দে এন্ডোথেলিয়ামে (ধমনী এবং রক্তকলার অভ্যন্তর ভাগ) নাটকীয় পরিবর্তন আসতে পারে। এই অভ্যন্তরণভাগে অস্বাভাবিক পরিবর্তন আসতে পারে, গুরুতর ক্ষেত্রে শুরু হতে পারে প্রদাহ। শব্দের প্রভাব রক্তকলায় পৌঁছনোর প্রক্রিয়াটি হলো: শব্দ যখন মস্তিষ্কে পৌঁছে, সেটি মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সক্রিয় করে তোলে। এর মধ্যে একটি হলো শ্রবণ কর্টেক্স, যা শব্দের অর্থ উদ্ধারে সহায়তা করে। অপরটি অ্যামিগডালা, এটি আবেগীয় সাড়া দেয়। শব্দের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রতিক্রিয়াও তীব্র হয়। বিশেষ করে ঘুমের মধ্যে অ্যামিগডালা শরীরের সাড়াদান প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। এমনকি ব্যক্তি সজাগ না থাকলেও এটি ঘটে। এই প্রক্রিয়া একবার শুরু হলে শরীরে অ্যাড্রেনালিন এবং কর্টিসল জাতীয় স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। কিছু ধমনী সংকুচিত হয়, কিছু ধমনী শিথিল হয়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, হজমশক্তি কমে, পেশীতে ব্যাপক শক্তি জোগান দিতে রক্তপ্রবাহে শর্করা আর চর্বিতে সয়লাব হয়ে যায়। এই বহুমুখি পীড়নমূলক প্রতিক্রিয়ার কারণে কিছু ক্ষতিকর অণু তৈরি হয় যা রক্তকলায় জারণ চাপ এবং প্রদাহের সৃষ্টি করতে পারে। এন্ডোথেলিয়ামের এই বিকার রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে ফলে উচ্চ রক্তচাপ, ধমনীতে প্লাক সৃষ্টি, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসসহ বহু হৃদরোগের কারণ হতে পারে।  মানুষ ও ইঁদুরের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, উড়োজাহাজের তীব্র শব্দ পাওয়া যায় এমন এলাকায় অল্প কয়েক রাতে অবস্থান করলেই এন্ডোথেলিয়ামে সমস্যা শুরু হয়। এর অর্থ হলো- যারা এরই মধ্যে হৃদযন্ত্র ও বিপাকীয় সমস্যার মধ্যে আছেন শুধু তাদের ক্ষেত্রে উচ্চশব্দ বড় ঝুঁকি  তৈরি করে এমন নয়। উচ্চগ্রামের শব্দের কারণে সুস্থ সবল মানুষের রক্তকলাতেও সমস্যা তৈরি হতে পারে। ২০১৯ সালে মুনজেল এবং তার সহকর্মীদের পরিচালিত গবেষণায় এমনটিই উঠে এসেছ। শুধু তা-ই নয়, লন্ডন কিংস কলেজের স্বাস্থ্যবিজ্ঞানী এন্ড্রেস জিরিসিস বলেন, হাসপাতাল কিংবা বাসায় টেলিফোনের শব্দও রোগীর শারীরিক অবস্থা ভেদে ক্ষতির কারণ হতে পারে। শব্দদূষণ এবং শারীরিক অসুস্থতার মধ্যে সম্পর্ক যে ঘনিষ্ঠ ২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায়ও তা উঠে এসেছে। দেখা গেছে সড়কে যানবাহনের শব্দে প্রতি বছর পশ্চিম ইউরোপের ১৬ লাখের বেশি মানুষ অসুস্থ হন। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলছে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডেসিবল। পরিবেশ অধিদফতরের গত বছরের জরিপে দেখা যায় দেশের বিভাগীয় শহরগুলোয় শব্দের মানমাত্রা ১৩০ ডেসিবল ছাড়িয়ে গেছে। যা স্বাভাবিক মাত্রার চাইতে আড়াই থেকে তিনগুন বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ১২০ ডেসিবেল শব্দ সঙ্গে সঙ্গে কান নষ্ট করে দিতে পারে। প্রতিদিন দুই ঘণ্টা করে ৮৫ ডেসিবেল শব্দ যদি কোনো ব্যক্তির কানে প্রবেশ করে তাহলে তাহলে ধীরে ধীরে শ্রবণশক্তি নষ্ট হবে। টানা বহুদিন উচ্চ শব্দের এলাকায় বাস করলে পরে একে স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু মানসিকভাবে অভ্যস্ত হয়ে গেলেও উচ্চশব্দ শরীরের জন্য ক্ষতিকরই। বছর কয়েক আগে বাংলাদেশের পরিবেশ অধিদফতরের করা এক জরিপে উঠে এসেছে, মাত্রাতিরিক্ত শব্দের কারণে এরই মধ্যেই দেশের প্রায় ১২ শতাংশ মানুষের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। তবে কিছু দেশের সরকার রাতে ফ্লাইট বন্ধ করে, শব্দহীন প্রযুক্তিকে উত্সাহ দিয়ে এবং উচ্চ শব্দের জন্য জরিমানার বিধান  চালু করে শব্দ দূষণ রোধের চেষ্টা করছে। ঘরের দরজা জানালায় শব্দরোধী পর্দা ব্যবহার করেও কিছুটা সমাধান মিলতে পারে। রাতে এয়ারপ্লাগ লাগিয়ে ঘুমানো এবং তুলনামূলক কম শব্দ আসে এমন কক্ষে ঘুমানোর পরামর্শ দিয়েছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোঃরোগ বিশেষজ্ঞ ম্যাথিয়াস বাসনার। বিবিসি অবলম্বনে
মেক্সিকোতে ১৩ পুলিশ সহস্যকে গুলি করে হত্যা
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১২:৫৯
মধ্য মেক্সিকোতে দুষ্কৃতকারীদের গুলিতে ১৩ পুলিশ সহস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানী মেক্সিকো সিটি থেকে অল্প কিছু দূরে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সংঘটিত সহিংস ঘটনাগুলোর মধ্যে নিরাপত্তা বাহিনীর উপর এই হামলার ঘটনাটি ছিল সবচেয়ে মারাত্মক।  সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ছড়িয়ে পড়েছে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের মৃতদেহের ভয়ানক দৃশ্য।প্রকাশ্য দিবালোকে নিরাপত্তা বাহিনীর বহরের উপর এ হামলা হয়। কোতপেক হরিনাস পৌরসভার লানো গ্রান্দে এলাকায় টহল দেওয়ার সময় তাদের উপর এই হামলা হয় বলে জানান মেক্সিকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রী রদ্রিগো মার্তিনেস-সেলিস। নিহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আটজন ছিলেন রাজ্য পুলিশ এবং অন্য পাঁচজন রাজ্য কৌঁসুলির কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।মেক্সিকোর ন্যাশনাল গার্ড পুলিশ, সশস্ত্র বাহিনী, স্থল ও বিমান বাহিনী যৌথভাবে দুষ্কৃতকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা এবং কতজন জড়িত তা এখনও পরিষ্কার নয়। সূত্র: রয়টার্স
নিয়ন্ত্রণের বাইরে সংক্রমণ, ফের লকডাউনে প্যারিস
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৩:৪১
প্যারিস এবং এর উত্তরাংশে নতুন করে এক মাসের জন্য লকডাউন ঘোষণা করেছে ফ্রান্স। করোনার গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে ত্রুটি এবং উচ্চ সংক্রমণ সক্ষমতার করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তার বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। আজ শুক্রবার মধ্যরাত থেকে লকডাউন কার্যকর হবে। খবর রয়টার্স। এ ব্যাপারে প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেকস বলেন, ফ্রান্সে এখন করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। শনাক্তকৃত সংক্রমণের ৭৫ ভাগের মধ্যেই বিট্রেনের ধরনটি পাওয়া গেছে।  প্যারিসে আইসিইউ ওয়ার্ডগুলোতে রোগী চাপ বেড়েছে মারাত্মক। রাজধানীতে বসবাসরত প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ৪০০ জন করে সংক্রমিত হচ্ছেন।  লকডাউনে সেলুন, কাপডের দোকান এবং আসবাবপত্রের দোকান বন্ধ থাকবে। তবে বইয়ের দোকান এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। স্কুলও খোলা থাকবে তবে মানুষ তাদের বাড়ির বাইরে ১০ কিলোমিটারের বেশি দূর যেতে পারবেন না।প্রধানমন্ত্রী আরো বলেন, মহামারী আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এখন আমাদের উচিত এটিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করা। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাইরে যান, তবে বন্ধুদের সঙ্গে পার্টি করতে নয়।  সূত্র: রয়টার্স
মাঠের বাইরের ইনজুরি ডুবিয়েছিল অজিদের
খেলা
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৪:০৩
টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারি পেসারের তালিকায় দ্বিতীয়স্থানে গ্লেন ম্যাকগ্রার নাম। দলকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর সময়েই ম্যাকগ্রার মাঝে কার্টলি অ্যামব্রোসের ছায়া দেখেছিলেন ইংলিশ ধারাভাষ্যকার মাইক আথারটন। সময়টা ২০০৫ সাল। দুর্দান্ত ফর্মে ম্যাকগ্রা। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই আলো কাড়েন তিনি। ম্যাচে ৯ উইকেট শিকার করে নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’। সেই ম্যাচেই টেস্টে ৫০০ উইকেট শিকারির ক্লাবে জায়গা করে নেন। ম্যাকগ্রার নৈপুণ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। অজিরা যখন ইংলিশদের মাটিতে ম্যাকগ্রার উপর ভর করে ইংলিশদের ধরাশায়ী করার স্বপ্ন বুনছে ঠিক তখনই ঘটে বিপত্তি। নিজেরই ভুলে ইনজুরির শিকার হন ম্যাকগ্রা। সিরিজের দ্বিতীয় টেস্টে ছিটকে পড়েন দল থেকে। তাকে ছাড়াই মাঠে নামতে হয় অজিদের। আর ফলাফল ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। ঐতিহাসিক সেই এজবাস্টন টেস্টে মাত্র ২ রানে হেরে বসে ফর্মের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়া। ক্রিকেট সমালোচকদের মতে, সেদিন ম্যাকগ্রার অনুপস্থিতিই ডুবিয়েছে দলকে। এমনকি অজিদের সেই হারের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেয় ইংলিশরা।   প্রফেশনাল ক্রিকেটে আহত হয়ে মাঠ ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। পেসারদের বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া কিংবা ফিল্ডিংয়ের সময় মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়ার ঘটনা আছে অনেক। কিন্তু ক্রিকেটে এমন বেশ কয়েকটি ইনজুরির ঘটনা রয়েছে যা জানলে অবাক হতে হয়। ম্যাকগ্রার ইনজুরিটি ছিল তেমনই। লর্ডস টেস্ট জিতে ফুরফুরে মেজাজে পুরো দল।এজবাস্টন টেস্টের আগে তাই চলছিল রাগবি প্র্যাকটিস। সেটিই কাল হয়ে দাঁড়ায়। খেলার সময় একটি ভুল শটে ডান পায়ের গোড়ালিতে চোট পান ম্যাকগ্রা। এজবাস্টন টেস্টের আগে ছিটকে যান দল থেকে। এই টেস্টের ধাক্কা বহুদিন ভুগিয়েছে দলকে। কেননা পুরো সিরিজই হেরে বসে রিকি পন্টিংয়ের দল। ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাইকেল ভনের ইংল্যান্ড। ম্যাকগ্রার মতো এমন আরও বেশ কয়েকটি ইনজুরির ঘটনা আছে ক্রিকেট ইতিহাসে। ম্যাকগ্রার সতীর্থ ম্যাথু হেইডেন একবার ইনজুরিতে পড়েছিলেন কুকুরের কামড়ে। ২০০৬-০৭ সালের দিকে সময়টা ভালো যাচ্ছিল না হেইডেনের। পরপর দু’বার ইনজুরিতে পড়ে মনোবল একদম তলানিতে। ভাঙা আঙুলের চোটে দিন কাটছিল এই ক্রিকেটারের। সেই সময় তিনি ছুটি কাটাতে যান নিজ বাড়িতে। সেখানে গিয়ে পড়েন আরেক বিপাকে। বাড়ির বাইরে হাঁটতে বের হয়ে  কুকুরের আক্রমণের শিকার হন তিনি। এছাড়া ভারতের বিপক্ষে অদ্ভুত এক ইনজুরির শিকার হয়ে প্রথম দুই টেস্ট খেলে দল থেকে বাদ পড়েন ডানহাতি ইংলিশ ব্যাটসম্যান জাক ক্রাউলি। তিন নম্বর পজিশনে খেলা ২৩ বছর বয়সী ক্রাউলি ড্রেসিংরুম ছাড়ার সময় পাথরের ওপর পিছলে পড়ে হাতের কবজিতে আঘাত পেয়ে আহত হন। এই আঘাত সারতে সময় লেগেছিল কয়েক সপ্তাহ। এই সময় ক্রাউলির পরিবর্তে দলে ডাক পান ররি বার্নস। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিফটি হাঁকান বার্নস। ১৯৯৮-৯৯ সালের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সময় বিমানে রুটি কাটতে গিয়ে ডানহাতের আঙুল কেটে যায় জ্যামাইকান বাঁহাতি ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার জিমি অ্যাডামসের। ভাগ্যভালো একই ফ্লাইটে উড়োজাহাজে ছিলেন ডা. আলী বাকের। তিনি তৎক্ষণাত রক্ত পড়া বন্ধ করেন। পুরো দক্ষিণ আফ্রিকা টুরে সাইডলাইনে বসেই কাটাতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪ টেস্ট ও ১২৭ ওয়ানডে খেলা এই ক্রিকেটারকে।এছাড়া ২০১৮ সালে অজি ক্রিকেটার ডার্সি শর্ট নিজের পোষ্য কুকুরের সঙ্গে খেলতে গিয়ে আহত হন। এই দুর্ঘটনায় তাকে সেলাই এবং অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। খুব বাজে ভাবে তার বাঁহাত এতে আঘাতপ্রাপ্ত হয়। অস্ট্রেলিয়ার হয়ে ৮টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছিলেন এই ক্রিকেটার।
বাইডেন প্রশাসনের সঙ্গে চীনের প্রথম বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময়
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৫:২৯
প্রথমবারের মতো বাইডেন প্রশাসনের সঙ্গে উচ্চস্তরের বৈঠকে বসেছে চীন। বেইজিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্র তার মিত্রদের চীনের বিরুদ্ধে উসকে দিচ্ছে। আর এই বৈঠক ফলপ্রসূ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে ওয়াশিংটন চীনের এই দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়াকে ‘লোকদেখানো’ বলে অভিহিত করছে।  স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকরেজ শহরে চলমান বৈঠকের শুরুতেই উভয়পক্ষ একে অন্যের নীতির কঠোর সমালোচনা করেছেন। খুবই আক্রমণাত্মক ভাষায় পরস্পরের অবস্থানের বিরোধিতা করেছেন তারা।সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই সিনো-মার্কিন বাণিজ্য ও কূটনৈতিক বিরোধ চলছে। তবে ডেমোক্র্যাটিক বাইডেন প্রশাসনে সম্পর্কের উত্তাপ খুব একটা প্রশমিত হবে বলে ইঙ্গিত মিলছে না।  এর আগেও আলাস্কার অ্যাংকরেজে জাপান ও দক্ষিণ কোরিয়ায় সঙ্গে মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এর পরপরই  চীনের সঙ্গে বৈঠকটি আর সৌহার্দ্যপূর্ণ থাকলো না। বৈঠকে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, জিনজিয়াং, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্রে সাইবার হামলা ও আমাদের মিত্রদের ওপর অর্থনৈতিক জবরদস্তিসহ চীনের নানা পদক্ষেপ নিয়ে আমাদের গভীর উদ্বেগের বিষয়ে আমরা আলোচনা করব। চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার মুখ দিয়ে সাধারণত প্রকাশ্যে এমন কড়া বার্তা দিতে দেখা যায় না।  অ্যান্টনি আরো বলেন, চীনের প্রতিটি পদক্ষেপই বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তবে চীনা কূটনীতিকরাও বাইডেন প্রশাসনকে ছেড়ে কথা বলেননি। চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন। টানা ১৫ মিনিট বক্তৃতা করেন তিনি। যুক্তরাষ্ট্রের ধুঁকতে থাকা গণতন্ত্র, সংখ্যালঘুদের প্রতি উপেক্ষামূলক আচরণ, পররাষ্ট্র ও বাণিজ্যনীতির সমালোচনা করেন জিয়েচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে আধিপত্য এবং সামরিক শক্তি বিস্তারের জন্য তাদের সামরিক বাহিনী এবং অর্থনৈতিক একাধিপত্য ব্যবহার করে। তথাকথিত জাতীয় নিরাপত্তা নিশ্চিতের নীতির অপব্যবহার করে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে বাধা প্রদান করে তারা। এছাড়া চীনকে আক্রমণ করতে কিছু দেশকে উসকানিও দেয়। অবশ্য বাইডেন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, চীন কেন তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে তা তারা খতিয়ে দেখছেন। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় তলানিতে নেমে যাওয়া চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের আশাও প্রকাশ করা হয়েছে। সূত্র: রয়টার্স
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সারা দেশ
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৬:০৩
বাংলাদেশে সফর আসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে। বুধবার সকাল ১১টায় তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছে এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপন করেন। পরে তিনি আবারও সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওনা করেন। এসব তথ্য নিশ্চিত করে জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ ও সৌধ কর্তৃপক্ষ পৃথকভাবে সৌধের বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনা করেছে । এছাড়া আগামী ২৬শে মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় পুলিশের কঠোর নজরদারী থাকবে বলেও জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা।ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, ২৬ মার্চ পর্যন্ত তারা জাতীয় স্মৃতিসৌধ এলাকাসহ পুরো সাভার এলাকাকে বিশেষ নজরদারীতে রাখবেন। ওয়াচ টাওয়ার বানানোসহ নিরাপত্তা চৌকি তৈরী করে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে তিনি আরো জানান, জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
এসময় তিনি সৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপন করেন। পরে তিনি আবারও সড়ক পথেই ঢাকার উদ্দেশে রওনা করেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন ব্যাকটেরিয়া নিয়ে আশা ও আতঙ্ক
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৬:৫৮
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিললো চার ধরনের  ব্যাকটেরিয়া পাওয়া গেছে যার মধ্যে তিনটি ধরন সম্পূর্ণ নতুন প্রজাতির ।  এই আবিষ্কারের কারণে দীর্ঘ  মিশনে নভোচারীরা ভবিষ্যতে মহাকাশে ফসল উৎপাদন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।  কারণ এগুলোর সমগুণ সম্পন্ন প্রজাতিগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। পাশপাশি রোগজীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়।কিন্তু কীভাবে এগুলো সেখানে পৌঁছেছে এবং বেঁচে থাকছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।এর আগে গবেষণায় দেখা গেছে যে, ব্যাকটেরিয়ার কিছু শক্তিশালী ধরন  মহাকাশে অনুপযোগী পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে। এদের মধ্যে রয়েছে ডিনোকোকাস যেটি তিন বছর ধরে মহাকাশে বেঁচে আছে। এর জন্য এটি শক্তিশালী ব্যাকটেরিয়া হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।  প্যান্সপারমিয়া তত্ত্বটির ওপর পরীক্ষা চালানোর জন্য এই ব্যাকটেরিয়াগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাকাশে রাখা হয়েছিল । ঐ তত্ত্বে  প্রাণের উৎপত্তি পৃথিবীতে নয়, বরং অন্য কোথাও থেকে হয়েছে বলে জোর দেওয়া হয়।সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে  মানবদেহের সাথে যুক্ত বিভিন্ন ব্যাকটিরিয়া এবং ছত্রাক পাওয়া গেছে ।  সেখানে সোয়াব পরীক্ষায় ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি মিলেছে। এর মধ্যে প্রথমটি মিলেছে খাবারের টেবিলে, দ্বিতীয়টি মিলেছে গবেষণাগারে, তৃতীয়টি মিলেছে কুপোলা পর্যবেক্ষণাগার এবং চতুর্থটি মিলেছে একটি বাতাস শোধানাগারে যেটিকে পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছিল।জানা গেছে, মহাকাশে পাওয়া নতুন ধরনের ব্যাকটেরিয়াগুলো রড আকৃতির এবং এগুলো মেথাইলোব্যাক্টেরিস জাতের। এসকল ব্যাক্টেরিয়া সাধারণত মাটি এবং পরিষ্কার পানিতে পাওয়া যায়।  এগুলো গাছের বৃদ্ধিতে সহায়তা করে।ধারণা করা হচ্ছে, এই ব্যাক্টেরিয়াগুলো মহাশূন্য থেকে নয় বরং পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে।এ প্রসঙ্গে অস্ট্রিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি অব গ্র্যাজের মাইক্রোবায়োলজিস্ট ক্রিস্টিন মোসেল-আইশিংগার বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাওয়া সকল জীবানু পৃথিবী থেকে এসেছে। সেখানে নভোচারীরা রয়েছে এবং কার্গো রয়েছে যেগুলোর মধ্যে সবসময়  অদলবদল চলতে থাকে।বিশেষজ্ঞরা বলছেন , মহাকাশে পরিবেশে  ধরনে জীবাণু  বেঁচে থাকতে পারে এবং বংশ বিস্তার  করতে পারে তাদের প্রজাতিগুলো বোঝা গুরুত্বপূর্ণ। কারণ এটি ক্রু এবং মহাকাশযানের কাঠামোর  ক্ষতি করতে পারে। পাশপাশি নভোচারীরা যে গ্রহে ভ্রমণ করছে সেটিকেও দূষিত করতে পারে।
উইঘুর শিশুদের অনাথাশ্রমে পাঠাচ্ছে চীন: অ্যামেনেস্টি
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৮:০৩
মিহরিবান কাদের এবং আবলিকিম মেমতিনিন দম্পতি। পুলিশের নির্যাতনের শিকার হয়ে  ২০১৬ সালে  জিনজিয়াং থেকে পালিয়ে তারা ইতালিতে যান। দাদা-দাদীর খেয়াল রাখার জন্য  মিহরিবান কাদের এবং আবলিকিম মেমতিনিন তাদের   চারজন সন্তানকে দেশেই রেখে যান। কিন্তু পরে  মিহরিবান কাদেরের বাবাকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় এবং তার মাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় । ২০১৯ সালের নভেম্বরে সন্তানদের ইতালি নেওয়ার অনুমতি পায়  মিহরিবান কাদের এবং আবলিকিম মেমতিনিন দম্পতি। তবে তখন তারা জানতে পারেন যে , তাদের চার সন্তানকে সরকারি  অনাথাশ্রমে পাঠানো হয়েছে।এমন ঘটনা শুধু  মিহরিবান কাদের এবং আবলিকিম মেমতিনিন দম্পতির ক্ষেত্রেই  ঘটছে তা নয়। বাবা-মায়ের সম্মতি ছাড়াই  জোরপূর্বক অসংখ্য উইঘুর শিশুদের সরকারি  অনাথাশ্রমে পাঠাচ্ছে চীন সরকার। নতুন প্রকাশিত একটি প্রতিবেদনে  এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। ঐ প্রতিবেদনে  অনাথাশ্রমে পাঠানো শিশুদের মুক্ত করে দিতে চীন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে অ্যামেনেস্টি।২০১৬ সালে জিনজিয়াং থেকে পালিয়েয়ে তুরস্ক চলে যায় ওমার এবং মেরেমে ফারুহ। পালানোর সময় তারা তাদের পাঁচ এবং ছয় বছর বয়সী সন্তান এবং তাদের  বাবা-মাকে দেশেই রেখে আসেন । কারণ তারা অবৈধভাবে চীন ছেড়েছিল। এই দম্পতিও পরে জানতে পারেন যে, তাদের সন্তানদের  অনাথাশ্রমে পাঠানো হয়েছে এবং তাদের বাবা-মাকে আটক করা হয়েছে।অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের চীনা গবেষক আলকান আকাদ বলেন, চীন জিনজিয়াংয়ে নির্মম  ডিটেনশন ক্যাম্প তৈরি করে বিচ্ছিন্ন পরিবারগুলোকে একটি অসহ্য পরিস্থিতিতে ফেলে দিয়েছে। শিশুরা সেখান থেকে বের হতে পারছে না । আর তাদের বাবা-মায়েরা দেশে আসার চেষ্টা করলেও তাদের নির্বিচারে আটক করা হচ্ছে।মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, সংশোধনের নামে প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে আটক করে ডিটেনশন ক্যাম্পে রেখে নির্যাতন চালানো হচ্ছে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে   চীন সরকার।
মিয়ানমারে বিবিসির সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
খেলা
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৮:২৫
মিয়ানমারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক  তুলে নিয়ে যাওয়ার অভিযোগ  পাওয়া গেছে। শুক্রবার(১৯ মার্চ) ঐ সাংবাদিককে অজ্ঞাত কিছু ব্যক্তি তুলে নিয়ে যায় বলে বিবিসির পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়েছে।বিবিসির পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হওয়া অং থুরা  বিবিসির নিউজের বার্মিজ প্রতিবেদক ছিলেন। তাকে দিনে দুপুরে মিয়ানমারের রাজধানী  নাইপিদো থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে একটি টুইট বার্তা বিবিসি প্রেস টিমের পক্ষ থেকে বলা হয়,   ‘বার্মিজ প্রতিবেদক অং থুরাকে নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তাকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে। আমরা কর্তৃপক্ষ সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি । ’এদিকে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম মিজ্জিমা জানিয়েছে, বিবিসির প্রতিবেদক অং থুরার সঙ্গে তাদের প্রতিবেদক থান টাইক অংকেও গ্রেফতার করা হইয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সুচি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে  দেশটির  সেনাবাহিনী।এরপর থেকেই মিয়ানমারে শুরু হয় সেনাবিরোধি আন্দোলন।  মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক গ্রুপের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি জানায়, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এ পর্যন্ত ৩০ জনের বেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৮ জন এখনো আটক রয়েছে।
নিখোঁজ হওয়া অং থুরা  বিবিসির নিউজের বার্মিজ প্রতিবেদক ছিলেন। তাকে দিনে দুপুরে মিয়ানমারের রাজধানী  নাইপিদো থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
আন্দোলনে নারীশক্তি: আলোচিত যত ছবি
ছবি
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৮:৪৫
১) ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ ২) চিলিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভ চলাকালে এক দাঙ্গা পুলিশ সদস্যের চোখে চোখ রেখে দাঁড়িয়েছেন এক প্রতিবাদী ৩) নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের সময় এক ফিলিস্তিনি নারী পাথর ছুঁড়ছেন ৪) চরম বিপর্যয়ে ব্রাজিলের স্বাস্থ্যখাত। উন্নত ভবিষ্যতের দাবিতে আয়োজিত এক র‍্যালীর সম্মুখভাগে এক অন্ত:সত্ত্বা নারী ৫) চিলির সান্টিয়াগোতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দাঙ্গা পুলিশ সদস্যের সঙ্গে তর্ক করছেন এক নারী। ৬) চিলিতে যৌন সহিংসতা বিরোধী শান্তিপূর্ণ পদযাত্রায় সহিংসতার নির্মমতা তুলে ধরছেন এক বিক্ষোভকারী। ৭) দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ ম্যাসিডোনিয়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের ঢালকে আয়না বানিয়ে ঠোঁটপালিশ লাগাচ্ছেন এক নারী। ৮) সমকামী পিতামাতার বিরুদ্ধে চলমান বিক্ষোভের মাঝে দুই নারী চুম্বন করেন। ৯) নিউ ব্রান্সউইক-এ অপ্রচলিত গ্যাস এবং তেল নিষ্কাশনের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদকারীদের গ্রেফতারের জন্য পুলিশ এগিয়ে যেতে শুরু করলে একজন নারী হাঁটু গেড়ে পুলিশের মুখোমুখি বসে একটি পালক উঁচিয়ে ধরেন। ১০) অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সর্বাধিক শক্তিশালী চিত্র এটি। সশস্ত্র রাশিয়ান দাঙ্গা পুলিশ দ্বারা ঘেরাও থাকা অবস্থায় দেশের সংবিধান পড়ছেন রাশিয়ান কিশোরী ওলগা মিসিক। ১১) বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে একের পর এক টিয়ারশেল নিক্ষেপ আর পুলিশি হুমকির মুখেও রাজপথ ছাড়েননি লুৎফুন্নাহার লুমা।
অতীত ভুলে যাওয়ার সময় এসেছে: পাক সেনাপ্রধান
বিশ্ব
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ১৯:৪৫
অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক স্থাপনের জন্য ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন পাক সেনাপ্রধান   জেনারেল কামার জাভেদ বাজওয়া।  বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা ইস্যুতে আয়োজিত একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সেমিনারে পাক সেনা প্রধান বলেন, ‘আমাদের মনে হয় অতীত কবর দেওয়ার সময় এখনই। তবে আমাদের প্রতিবেশী ভারতেরও এজন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে।’যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানের এই সম্পর্ক স্বাভাবিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে  জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাশ্মীরের সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া উপমহাদেশের পুনর্মিলন  লাইনচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকবে।’এর আগে গত বুধবার (১৭ মার্চ) দেশের প্রতিরক্ষা নীতি নির্ধারণে ‘ইসলামাবাদ সিকিউরিটি ডায়লগ’-এ ইমরান খান  বলেছেন,  ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিন্তু প্রথম পা’টা ভারতকেই বাড়াতে হবে।’তবে ভারতের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।গত ২৫ ফেব্রুয়ারি কাশ্মীরের বিতর্কিত সীমান্তে গোলাগুলি বন্ধে অস্ত্রবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তখন এই যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়।১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা বেশিরভাগ সময়ই ছিল সেনাবাহিনীর হাতে।   এর আগে নয়াদিল্লি পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে শান্তিপ্রতিষ্ঠার জন্য কথা বললেও সে দেশের সেনারা সেই প্রচেষ্টা বানচাল করেছে। এ বার পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী এক সুরে কথা বলায় বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।সূত্র: আলজাজিরা, আনন্দবাজার।
ইমরান খান  বলেছেন,  ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিন্তু প্রথম পা’টা ভারতকেই বাড়াতে হবে।’
‘তাতে আমার কিছু যায় আসে না’
সাক্ষাৎকার
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২০:০৯
মঞ্চ ও টিভিপর্দার অভিনেত্রী সাদিকা স্বর্ণা কাজ করেছেন ‘অলাতচক্র’-তে। কিন্তু এ চলচ্চিত্রে অভিনয় করে মোটেই খুশি নন তিনি।আহমদ ছফার যে উপন্যাস থেকে ‘অলাতচক্র’ নির্মিত হয়েছে, তাতে অর্চনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। অর্চনার পরিচয় দিতে গিয়ে আহমদ ছফা ওই উপন্যাসে লিখেছেন, ‘অর্চনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই খোলামেলা। আমরা পরস্পরকে তুমি সম্বোধন করি। মাঝে মাঝে আমার অবস্থা যখন খুবই অসহ্য হয়ে ওঠে, কয়েক ঘণ্টা ওদের ওখানে কাটিয়ে মনটাকে ঝরঝরে করে তুলি।’সাদিকা স্বর্ণার অভিযোগ, এ চরিত্রের কথা বলেই তাকে অলাতচক্র চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। স্ক্রিপ্টেও এ চরিত্রের গল্প ছিল। কিন্তু একপর্যায়ে এসে ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে।অলাতচক্রে আপনাকে দেখলাম…তাই? ধন্যবাদ। কেমন হলো ছবিটা? ভালো লেগেছে আপনার?খারাপ লাগেনি। পরিচ্ছন্ন আছে…ভালো হলেই ভালো। শুভকামনা ছবিটির জন্য।প্রিমিয়ার শো-তে আপনাকে খুঁজেছিলাম। যাননি?যাইনি আমি। এভাবে ছবিটিতে উপস্থিত হতে চাইনি আমি। অলাতচক্রে আপনার উপস্থিতি মাত্র একটি দৃশ্যে। সেখানেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনার যে চরিত্র, অর্চনা, তার কোন গল্প নেই ছবিতে। অভিনয় করার আগে এটা জানতেন?গল্পটা ছিল। আমাকে যে চরিত্র দেখিয়ে রাজি করিয়েছিল, সেটা ছিল খুব শক্তিশালী চরিত্র। নইলে কেন করবো আমি? প্রথমদিন শুটিংয়ে গিয়ে মাত্র একটি দৃশ্যে কাজ করেছি। তারপর কোন অজানা কারণে আর অর্চনা চরিত্রের শুটিং হয়নি। উল্টো আমাকে বলা হয়েছে- জয়া আপার ডেট পাওয়া যাচ্ছে না। অথচ আমি তাদের কলের অপেক্ষায় ছিলাম। তারা আমার ডেট ক্যান্সেল করেছে।এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি?না। এমনকি প্রিমিয়ার শো-এর আমন্ত্রণও জানানো হয়নি আমাকে। পরিচালক দায়সারাভাবে একটি মেসেজ পাঠিয়েছিল। আমাকে একটিবারের জন্য কলও করেনি। প্রিমিয়ার শোতে যেতেও বলেনি।ছবিটির পোস্টারে, প্রোমোশনে কোথাও আপনার নামও নেই। খারাপ লাগেনি?তাতে কিছু যায় আসে না। সত্যি বলতে আমার কোন আক্ষেপও নেই। তবে আমি বলবো- এটা নিশ্চয়ই একজন আর্টিস্টের প্রতি অবিচার। যে প্রতিশ্রুতি আমাকে দেয়া হয়েছিল, সেটা তারা ভঙ্গ করেছে।
অর্চনার পরিচয় দিতে গিয়ে আহমদ ছফা ওই উপন্যাসে লিখেছেন, ‘অর্চনার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছিল। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই খোলামেলা। আমরা পরস্পরকে তুমি সম্বোধন করি। মাঝে মাঝে আমার অবস্থা যখন খুবই অসহ্য হয়ে ওঠে, কয়েক ঘণ্টা ওদের ওখানে কাটিয়ে মনটাকে ঝরঝরে করে তুলি
বাংলাদেশ, বিনোদন
শুভ সংবাদ
সাক্ষাৎকার
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২০:১৫
মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ে আরিফিন শুভ। সেই ব্যস্ততার সঙ্গে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’ নিয়েও আছে উচ্ছ্বাসা। তাঁর সঙ্গে কথা বলে লিখেছেন মীর রাকিব হাসান।  মুম্বাইয়ে ভীষণ ব্যস্ত। কথা বলার অনুরোধ উপেক্ষা না করে কিছুটা সময় দিলেন। সারতে হবে ৫ মিনিটে। শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং চলছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। নিখুঁতভাবে উঠে আসছে মুজিবের জীবনের নানা ঘটনা। জাতির পিতার চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। শুটিংয়ে তাই তার প্রতি অন্যরকম ফোঁকাস। গুরু দায়িত্ব তাঁর কাধে। নিজেকে শুটিংয়ে তাই শতভাগ সপে দিয়েছেন। কেমন কাটছে দিন? ‘ধানমন্ডির সেই বাড়ি। খাওয়ার টেবিলে বঙ্গবন্ধু মানে আমি। ১৯৭০-এর গোড়ার কথা। বঙ্গমাতা ভাত বেড়ে দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না। তাঁর মনখারাপ। তাঁর মনে পড়ে যাচ্ছে, ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা। তাই তিনি উদাস। এমন একটা দৃশ্য করলাম গতকাল। একটার পর একটা দৃশ্য শেষ করছি আর আমি যেন আরো নিজেকে সেই দিনগুলোতে নিয়ে যেতে পারছি।’ মুম্বাইয়ের ফিল্ম সিটির সেটে এভাবেই উঠে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের টুকরো ছবি। কখনো ধানমন্ডির বাড়ি, কখনো টুঙ্গিপাড়ার ঘাট, কখনো বা কলকাতার দৃশ্য। শেখ মুজিবের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই বায়োপিক। বাংলা ছাড়াও যা হিন্দি ও ইংরাজিতেও হবে। শুটিং শুরুর কথা ছিল অনেক আগে। কিন্তু বাদ সেধেছিল করোনা। পরিস্থিতি একটু ভাল হতেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শ্যাম বেনেগাল। তাই শুভও ভীষণ ব্যস্ত। শুভ বলেন, পরিচালককে কে বলবে তার বয়স ৮৬ বছর। শুটিং ফ্লোরে আগের মতোই সক্রিয়। প্রতিদিন বেশ কয়েক ঘণ্টা সময় দিচ্ছেন। বিশাল সেটের প্রতিটি খুঁটিনাটি তাঁর নজরে। প্রচুর মানুষ কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর শুটিং যাতে নিখুঁত হয় তা নিশ্চিত করতে। মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জীবনের প্রথম দিকের ঘটনা এবং ঘরোয়া বিষয়গুলি ক্যামেরায় ধরে রাখতে চাইছেন তিনি।’শুভ জানান,‘যুদ্ধের দৃশ্য. জনসমাবেশের ছবি তোলা হবে বাংলাদেশে। সেখানকার কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু যে বিশাল ও ঐতিহাসিক জনসভাগুলি করেছেন, সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ছবিতে ফুটিয়ে তোলার কাজটা মোটেই সহজ নয়। তবে বেনেগাল স্যার এর আগে গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন। তাই তাঁর কাছে প্রত্যাশাও অসীম।’বঙ্গবন্ধুকে জানার, চেনার চেষ্টা চলছে শুভর। বলা যেতে পারে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছেন। জানালেন আরও কিছুদিন বিলম্ব হবে শুটিং শেষ হতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তথা ২৬ মার্চের মধ্যেই ভারতীয় অংশের শুটিং শেষ করতে চেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ ছবির পরিচালক শ্যাম বেনেগাল। তবে আপাতত সেটি হচ্ছে না। বহুল কাঙ্ক্ষিত এ ছবিটির জন্য আরও একটু সময় দরকার। তাই আগামী ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এর শুটিং শিডিউল। ৮ এপ্রিল পর্যন্ত ছবির প্যাচওয়ার্কসহ মুম্বাই ফিল্ম সিটির পুরো কাজ শেষ হবে।  অন্যদিকে গত ১৮ মার্চ জি ফাইভে প্রকাশ পেল ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজ। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন। রাজি হলেন কেন? ‘আমি নাক উঁচু স্বভাবের। প্রতিদিন কাজ করতে চাই না। তবে যেটা করব সেটা যেন সবার নজরে পড়ে, প্রশংসিত হয় সেদিকে খেয়াল রাখি। এই প্রস্তাব হাতে আসার পর প্রথমেই গল্পটি দারুণ লেগেছিল। নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তামিম নূরের পরিকল্পনা শুনে রোমাঞ্চিত হই। সর্বশেষে জি ফাইভ বড় প্ল্যাটফর্ম। সব বিবেচনা করে মনে হয়েছে কাজটি করলে খারাপ হবে না।’ শুভর মতে বাংলাদেশে সিনেমা নয়, ওয়েবেই ভবিষ্যৎ। তিনি বলেন,‘শুধু বাংলাদেশ কেন, অন্যান্য ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতারাও কিন্তু ওয়েবে ঝুঁকছেন। তার মানে এখানে দর্শক আছে। সুযোগ আছে ভালো কাজ করার। করোনা মানুষকে ঘরমুখী করেছে। এখন ঘরে বসেই মানুষ বিনোদন খোঁজে। আর ওটিটি প্ল্যাটফর্ম সেই সুযোগ কাজে লাগাচ্ছে। ওয়েব সময়ের চাহিদা, মেনে না নিয়ে উপায় নেই।’সারা দুনিয়ায় সত্য ঘটনা নিয়ে ওয়েব সিরিজ হচ্ছে। শুভর মতে,‘ প্রতিদিনকার কত কত ঘটনা ঘটে, সেই সব ঘটনা রিসার্চ করে আরো ভালো কিছু নির্মাণ করা সম্ভব। আমাদের সিনেমা কিংবা ওয়েবে প্রচুর গল্পের রসদ দরকার। আর সেই রসদ পাওয়া যাবে এই সত্য ঘটনা অবলম্বনে। মাঝে এমন একটি চরিত্র এসেছিল। তবে শিডিউল মেলাতে পারিনি। বাংলাদেশে প্রতিদিনই কত না ঘটনা ঘটে যাচ্ছে। কোনটা রেখে কোনটা বলব! তবে কেউ যদি সত্য ঘটনা অবলম্বনে কোনো সিরিজে আমাকে নিয়ে কাজ করতে চান সময় মিলে গেলে ‘না’ বলব না।’‘কন্ট্রাক্ট’ তো উপন্যাস অবলম্বনে। নিজের পড়া কোনো উপন্যাস অবলম্বনে কাজ করতে চান? ‘সবারই তো একটা স্বপ্নের চরিত্র থাকে। ছোটবেলা থেকে যেটাকে ধারণ করে বড় হয়। আমার সেই চরিত্রটির নাম ‘মাসুদ রানা’। কেউ যদি ‘মাসুদ রানা’ অবলম্বনে ওয়েব কনটেন্ট বানাতে আগ্রহী হন তাতেই আমি খুশি। আমাকে না নিলেও আমি সিরিজ দেখার জন্য মুখিয়ে থাকব।’ বললেন শুভ।
যুদ্ধের দৃশ্য. জনসমাবেশের ছবি তোলা হবে বাংলাদেশে। সেখানকার কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু যে বিশাল ও ঐতিহাসিক জনসভাগুলি করেছেন, সেটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ছবিতে ফুটিয়ে তোলার কাজটা মোটেই সহজ নয়। তবে বেনেগাল স্যার এর আগে গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন। তাই তাঁর কাছে প্রত্যাশাও অসীম
বিনোদন
ক্রেতা নেই বইমেলার স্টলে, ফ্রি কফি বুথে ভিড়
সারা দেশ
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২০:৫৭
করোনা সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেই শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় প্রবেশে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য সতর্কতার কারণে শিশু প্রহরের বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবারের মেলায় বইয়ের ক্রেতাশূন্যতার কথাও জানাচ্ছে প্রকাশনীগুলো। মেলার দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ প্রকাশনীর স্টল এবং প্যাভিলিয়নের কাজ শেষ হয়েছে। নতুন বইও সাজিয়ে রাখা হয়েছে। তবে স্টলগুলোতে ক্রেতা নেই বললেই চলে। তবে বেসরকারি একটি প্রতিষ্ঠানের করা 'ফ্রি কফি বুথ' এ লম্বা লাইন দেখা গেছে।  মেলায় শুক্রবার দুটো বইয়ের মোড়ক উন্মোচন হবে বলে জানা গেছে। বই দুটো হলো- রাফিয়া খন্দকারের 'তৃষ্ণা জেগে রয়' এবং মিল্টন বিশ্বাসের 'সাব অল্টার্ন তত্ত্ব'।মেলায় বইয়ের ক্রেতা এবার কম কিনা এ প্রসঙ্গে অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়নে থাকা মিজান আহমেদ বলেন, 'ক্রেতা কম না, নেই বললেই চলে। মানুষই তো নেই। মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের চেয়ে বিভিন্ন স্টলের কর্মচারীর সংখ্যাই বেশি।'গল্পকার প্রকাশনীর বদরুল ইসলাম বলেন, 'এবার করোনা পরিস্থিতির কারণে মানুষ কম। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকায় বইয়ের ক্রেতা নেই বললেই চলে। তারপরও আমরা আশা করছি আর কয়েকটা দিন গেলে জনসমাগম একটু বাড়বে।'এবারের মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে কফি বুথ করেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান "বিকাশ"। এই বুথ থেকে বিনামূল্যে কফি সরবরাহ করা হচ্ছে। বইয়ের স্টলগুলোতে ক্রেতা না থাকলেও এই কফি বুথে ব্যাপক জনসমাগম লক্ষ করা গেছে।  # প্রবেশে কঠোর সতর্কতা# মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ # শিশু প্রহর নেইএ প্রসংগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকাশক বললেন, মানুষের মধ্যে এখন 'শো অফ' করার প্রবণতা খুব বেশি। মেলায় এসে বই কেনার থেকে ছবি তোলার লোকেরসংখ্যাই বেশি। সাথে 'ফ্রি' কফি পেলে তো কথাই নেই। কিন্তু টাকা খরচ করে বই কিনতে আগ্রহী মানুষ তুলনামূলকভাবে কম। অনেকে আবার একটা বই কিনে কয়েক ধরনের পোজ দিয়ে ছবি তুলছেন। বইটা তাদের কাছে মুখ্য বিষয় নয়, ছবি তোলাটাই যেন আসল কাজ।'এছাড়াও এবার করোনা বিবেচনায় রেখে এবার মেলার শুরুতেই শিশু প্রহর থাকছে না। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। এ কারণে মেলায় আগত শিশুদের আক্ষেপ নিয়েই বাড়ি ফিরতে দেখা গেছে।মা বাবার হাত ধরে মেলায় এসেছিল ছোট্ট দুই বোন আনিকা আর ইশিকা। দু'জন দু'টি রূপকথার বইও কিনেছে। তবুও তাদের মন খারাপ। মন খারাপের কারণ জানতে চাইলে তাদের মা জানালো দু’বোনই শিশু প্রহরে মজা করে সময় কাটাবে বলে সাত সকালে ঘুম থেকে উঠে সেজেগুজে মেলায় এসেছে। কিন্তু এসে জানতে পারলো শিশু প্রহর নেই। সেই থেকে তাদের মন খারাপ। দু'টো বই কিনে দিয়েও তাদের মুখে হাসি ফোটানো গেল না। আনিকা আর ইশিকার মতোই দূর দূরান্ত থেকে এ রকম আরও শিশুরা বই মেলায় আসছে ‘শিশু প্রহর' এর আশায়। কিন্তু আক্ষেপ নিয়েই তাদের ফিরে যেতে হচ্ছে।মীরপুর রুপনগর থেকে মেয়েকে নিয়ে মেলায় আসা সাইফুল ইসলাম বললেন, 'বাচ্চারা তো বড়দের মতো বই পড়তে পারে না। শিশু প্রহরে এসেই ওরা আনন্দ পেত। এবার সেটা না থাকায় বাচ্চারা মন খারাপ করছে। তবে যেহেতু স্বাস্থ্য সতর্কতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটা নিয়ে অভিভাবকদের অভিযোগ থাকার কথা না।'  প্রসঙ্গত, প্রতিবছর পহেলা ফেব্রুয়ারিতে 'অমর একুশে গ্রন্থমেলা' শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যদিও করোনা মহামারির কারণে বইমেলা উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন না করে অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তবে পরে তা প্রকাশকদের বিরোধিতার কারণে আর হয়নি। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বাংলা একাডেমি প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ গ্রন্থ-উন্মোচন করেন।    বিগত বছরগুলোর মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ১'শ ৭টি প্রতিষ্ঠানের ১'শ ৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪'শ ৩৩টি প্রতিষ্ঠানের ৬'শ ৮০টি ইউনিট সহ মোট ৫'শ ৪০টি প্রতিষ্ঠানের ৮'শ ৩৪টি ইউনিট থাকছে।এছাড়াও প্রত্যেকদিন বিকেল চারটায় মেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বইমেলায় ক্রেতা না থাকলেও ফ্রি কফি বুথে জনসমাগম বেশি। এতে প্রকাশনীরা দ্বিমত পোষণ করছেন। পাশাপাশি এবার বইমেলায় শিশু প্রহর না থাকায় শিশুরা আক্ষেপ প্রকাশ করছেন।
রঙিন বাঁধাকপি চাষে অল্প খরচে অধিক লাভ
সারা দেশ
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২১:১১
সারাদেশে ফুলকপি আর বাঁধাকপি বেশ পরিচিত। তবে প্রথমবারের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রঙিন জাতের বাঁধাকপির চাষ করা হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি দেখতে সাধারণ কপির মতোই। কিন্তু রঙিন বাঁধাকপির ভেতরে টুকটুকে লাল ও স্বাদে কিছুটা মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদা অনেক বেশি। তাছাড়াও নতুন জাতের কপি দেখে ক্রেতা-বিক্রেতা সবাইকে আকৃষ্ট করছেও বেশি।   উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের কৃষক ওমর আলী বলেন, 'প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। পাঁচ শতক জমিতে প্রায় ২৫০-২৭০টি কপি হয়েছে। বাজারে প্রতিটি কপি ৫০-৬০ টাকা দরে বিক্রি করেছি। যা সাধারণ কপির চেয়ে অনেক বেশি। লোকজন রঙিন জাতের কপি কিনতে বেশ আগ্রহী। অল্প টাকা খরচ করে আমি বেশ লাভ পেয়েছি। আগামিতে আরো বেশি জমিতে এ জাতের কপির চাষ করবো।'তিনি আর বলেন, উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.মোশারফ হোসেনের পরামর্শে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে এই কপি চাষ শুরু করেছি। পরবর্তী ৭০-৭৫ দিনে কপিগুলো পরিপক্ক হয়ে বিক্রয়ের উপযোগী হয়। এ জাতের কপি দেখতে সুন্দর এবং স্বাদ হালকা মিষ্টি। পুষ্টিমানও অধিক এবং সালাদ হিসেবেও খাওয়ার উপযোগী। চাষ করতে অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় না। এছাড়াও কপিটি স্বাভাবিক পরিবেশে কয়েক দিন সংরক্ষণ করা যায়। বাজারে ও লোকজনের কাছে রঙিন বাঁধাকপির চাহিদা অনেক বেশি। তাই উৎসুক লোকজন সাধারণ কপির চেয়ে কয়েকগুণ বেশি দরে রঙিন জাতের কপি কিনতে আগ্রহী হচ্ছে। স্থানীয় কৃষকরাও এ জাতের কপি চাষাবাদে আগ্রহ প্রকাশ করছেন।      এ বিষয়ে এগারসিন্দুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.মোশারফ হোসেন জানিয়েছেন, 'উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। প্রথমবার চাষ করেই সফলতা পেয়েছেন ওই কৃষক। অন্যান্য কৃষকরাও এ জাতের কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। এ জাতের কপির বাজারে বেশ চাহিদা থাকায় আগামিতে উপজেলায় এর চাষ বাড়বে বলে আশা করছি।'
পাঁচ শতক জমিতে ২৫০-২৭০টি কপি চাষ হয়। মাত্র ৭০-৭৫ দিনে কপিগুলো পরিপক্ক হয় এবং প্রত্যেকটি কপি  ৫০-৬০ টাকা দরে বিক্রি হওয়ায় অধিক লাভ হচ্ছে
'আওয়ামী লীগের বর্তমান শাসন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত'
রাজনীতি
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২১:২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।   জোনায়েদ সাকি বর্তমান সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘সমস্ত ক্ষমতা এখন প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রীর জায়গায় যেই প্রধানমন্ত্রীই বসুক না কেন ক্ষমতার অপপ্রয়োগ তিনিও করবেন। তাহলে মুক্তি কোন পথে? এই রাষ্ট্রকে সংস্কার না করে একটা নির্বাচনও হবে না। ফলে এই সরকারের পতন আর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর; এই দুইয়ে মিলে আজকে এক দফা তৈরি হয়েছে। এই এক দফা সংগ্রাম বাংলাদেশে তৈরি করতে হবে। এটাই হোক বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে নতুন শপথ।’  জোনায়েদ সাকি আরও বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ একাত্তর সালকে নিজেদের পকেটে রাখতে চায়। তারা ছাড়া যেন কেউ যুদ্ধ করেনি। তারা ছাড়া যেন এই মুক্তির সংগ্রামে আর কারও অবদান ছিল না। এই রকম একটা ইতিহাস তারা তৈরি করতে চায়। বর্তমান সময় নিয়ে আওয়ামী লীগ কথা বলে না, তারা ’৭১ সালেই ঘুরপাক খায়। পরবর্তীকালের রাজনীতি দিয়ে মুক্তিযুদ্ধের ভূমিকা নির্ধারণ করা যায় না। ৫০ বছরে আওয়ামী লীগের রাজনীতি আর ’৭১ এর ভূমিকা এক নয়।’সাকি বলেন,‘বাংলাদেশের সংবিধান সাম্য ও মানবিক মর্যাদার কথা বলে। অথচ এখন চাকরি পেতে হলে ছাত্রলীগের সাবেক নেতা হতে হয় নতুবা আওয়ামী লীগ করতে হয়। এটা সমতা নয়। দেশের মধ্যে চুরি, দুর্নীতি লুটের বিরুদ্ধে কথা বলতে গেলে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে নিয়ে নির্যাতন করা হয়। বর্তমানে আওয়ামী লীগ সরকার যে শাসন কায়েম করেছে তা মুক্তিযুদ্ধের আকাংখার বিপরীত। জনগণের ন্যূনতম মর্যাদা নেই। আদালতও দখল করে রাখা হয়েছে।’সমাবেশে আরও বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলন জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, শিক্ষা ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান রিচার্ড। সভাপতিত্ব করেন জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ একাত্তর সালকে নিজেদের পকেটে রাখতে চায়। তারা ছাড়া যেন কেউ যুদ্ধ করেনি। তারা ছাড়া যেন এই মুক্তির সংগ্রামে আর কারও অবদান ছিল না। এই রকম একটা ইতিহাস তারা তৈরি করতে চায়। বর্তমান সময় নিয়ে আওয়ামী লীগ কথা বলে না, তারা ’৭১ সালেই ঘুরপাক খায়।
বাংলাদেশ, আওয়ামী লীগ, গণসংহতি আন্দোলন
‘ভাঙার মতো রেকর্ড করতে চাইনি’
খেলা
প্রকাশ : ১৯ মার্চ ২০২১, ২১:৪৩
প্রশস্ত ও শিথিল হাসি, ঢিলেঢালা স্টাইলে দৌড়াতে দেখে প্রায়ই মনে হতো বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে প্রতিযোগিতায় নয়, পার্কে দৌড়াচ্ছেন উসাইন বোল্ট। দৌড়ের মাঝেও ক্যামেরায় তাকিয়ে হাসি দেওয়ার মতো সময় খুব কম স্প্রিন্টারই পায়। এ ক্ষেত্রেও বোল্ট অনন্য।২০১৬ সালের রিও অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে লাইনের কাছে পৌঁছানোর সময়ের এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবার ট্র্যাকে পা রাখতেই এমন দ্যুতি ছড়িয়েছেন এ জ্যামাইকান।অন্যরা যেখানে রেকর্ড ছোঁন, সেখানে বোল্ট আলাদাই বলা যায়। রেকর্ডগুলোই যেন বোল্টের পায়ে এসে লুটিয়েছে। স্প্রিন্টার বোল্টের সাফল্যের তালিকা বেশ লম্বা। অলিম্পিকে রয়েছে তাঁর আটটি স্বর্ণপদক। অলিম্পিকের ইতিহাসে বিশ্বের প্রথম দৌড়বিদ হিসেবে টানা তিন আসরে ১০০ মিটার ও ২০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন এ গতিদানব। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে দৌড় বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর স্বর্ণ ১১টি। তাঁর এই রেকর্ডের ধারেকাছেও কেউ নেই।বোল্ট যেন জেনেবুঝেই এমন রেকর্ড করেছেন, যা কেউ ভাঙতে পারবে না। তাঁর বয়ানে, ‘এমন রেকর্ড আমি করতে চাইনি, যা যে কেউ ভেঙে ফেলতে পারবে।’২০১৭ সালে ৩১ বছর বয়সে অবসরে যান বোল্ট। সিএনএন স্পোর্টসকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘স্প্রিন্টে আমি বছরজুড়ে আধিপত্য দেখিয়েছি। বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে আমি গর্বিত। পরপর তিনটি অলিম্পিকে সাফল্য ধরে রাখার পেছেনে আমার অনেক ত্যাগ আছে। তবে স্বর্ণপদক পেয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত।’বোল্ট আরও বলেন, ‘অনেকেই বলতে পারেন- আমি একজন প্রাক্তন বিশ্ব রেকর্ডধারী। তবে এমন লোক খুব বেশি নেই, যারা বলতে পারেন-“আমি টানা তিনটি অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছি।”’ফাস্টফুডে আগ্রহএত স্বর্ণপদক ও রেকর্ডের অধিকারী হলেও কখনো ফাস্টফুড ছাড়েননি উসাইন বোল্ট। ২০১৩ সালে নিজের আত্মজীবনী ‘ফাস্টার দ্যান লাইটনিং’ এ তিনি লিখেছেন ২০০৮ সালের অলিম্পিকে বেইজিং থাকাকালে ১০ দিনে তিনি ম্যাকডোনাল্ডের ১০০০ মুরগির নাগেট খেয়েছেন। প্রতিদিন এই ৫,০০০ক্যালোরি এবং ৩০০ গ্রাম ফ্যাট তাকে তিনটি স্বর্ণপদক এবং তিনটি বিশ্ব রেকর্ড করার শক্তি জুগিয়েছে।ফাস্টফুড খেলেও অবসর নেওয়ার তিন-সাড়ে তিন বছর পরেও বোল্ট তাঁর স্বাস্থ্য ধরে রেখেছেন। ক্রীড়াবিদরা অনেক সময়ই ফিটনেস ধরে রাখার চিন্তায় পছন্দের খাবার বর্জন করেন। চাইলেও পরিমিত পরিমাণে খেতে হয়। বিশেষ করে, প্রতিদিন কয়েক ঘন্টা অনুশীলন না করলে ফিটনেস হারানোর আশঙ্কা থাকে। নিজেকে সুস্থ রাখতেও হাঁটাচলার মতো কিছু ব্যায়াম করা দরকার। সুস্থ থাকতে তিনিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।অবসরে কেমন আছেন বোল্ট?অবসরে যাওয়ার পর গত ৪ বছরে বোল্টের জীবন অনেকটাই বদলে গেছে। ২০২০ সালের মে মাসে তাঁর সঙ্গী কাসি বেনেটের কোলজুড়ে কন্যা সন্তান আগমনের মাধ্যমে প্রথমবারের মতো বাবা হন বোল্ট। অলিম্পিক বোল্টের জীবনকে বদলে দিয়েছে বলে নিজের সন্তানের নামও দিয়েছেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট। বোল্ট এখন দিনের বেশিরভাগ সময় অলিম্পিয়া এবং কাসির সাথেই কাটান। একই সাথে শরীরচর্চা, নতুন স্পনসরদের সাথে কাজও চালিয়ে যাচ্ছেন। সবমিলে অবসর বেশ উপভোগ করছেন বলেও জানান বোল্ট। ২০০০ সালে সিডনি অলিম্পিকের দুই দশক পরে এবারই প্রথম ট্র্যাকে দেখা যাবেনা এ দৌড়বিদকে। ভবিষ্যতে দর্শক হিসেবে অলিম্পিক দেখবেন বলে তিনি বেশ উচ্ছ্বসিত। এ পর্যন্ত অলিম্পিক গেমসে সাঁতার, সকারসহ তেমন কোন ইভেন্টই তৃপ্তিমত দেখতে না পারার আক্ষেপ আছে তাঁর। তাই ভবিষ্যতে সত্যিকার ভক্তের মতো অলিম্পিকের ইভেন্টগুলো দেখার সুযোগ পাবেন বলে আনন্দ প্রকাশ করেন।বোল্ট অ্যাথলেটিকস থেকে সরে এসেছেন, এখন কে হবেন নতুন প্রজন্মের সবচেয়ে দ্রুতগতির স্প্রিন্টার? করোনার কারণে টোকিও অলিম্পিক স্থগিত না হলে এতদিনে এই প্রশ্নের উত্তর পাওয়া যেত। ২০২১ সালে এ অলিম্পিক অনুষ্ঠিত হলে এ অমীমাংসিত প্রশ্নের সমাধান মিলবে।তবে, নতুন করে অলিম্পিকসহ প্রতিযোগিতামূলক খেলাধুলা শুরুর আগে ক্রীড়াবিদদের দীর্ঘকালীন প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ, করোনার মাঝে অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। এর মাঝেও যে যত কঠোর পরিশ্রম করেছে তাঁর সাফল্য তেমন হবে বলেও বিশ্বাস করেন উসাইন বোল্ট।
ড্রোন হামলার পর সৌদি তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ড
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১০:৫১
রাজধানী রিয়াদে গতকাল শুক্রবার ড্রোন হামলার পর জ্বালানি তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি কর্মকর্তারা জ্বালানি মন্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, হামলায় অবকাঠামোর ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তেল সরবরাহে কোনো প্রভাবও পড়বে না। জ্বালানি মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াদের তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়ার পরপরই স্থাপনাটিতে আগুন ধরে যায়, তবে তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা গেছে।  এই হামলাকে সন্ত্রাসী এবং বিধ্বংসী আগ্রাসন উল্লেখ করে এর পেছনে যারা সমর্থন দিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শুক্রবার সকালের দিকে ইয়েমেনের ইরান সমর্থিক হুতি বিদ্রোহীরা সৌদি আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালায় বলে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়। রাজ পরিবারের মালিকানাধীন এই তেল কোম্পানি এখন বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান। তবে কর্তৃপক্ষ হামলার স্থানটি নির্দিষ্ট করে বলেনি। আরামকোর পরিশোধনাগারটি রাজধানী রিয়াদের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থিত। এই পরিশোধনাগারে গ্যাসোলিন, ডিজেল, জেট ইঞ্জিনের জ্বালানি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়।  উৎপাদিত পেট্রোলিয়াম মূলত সৌদি আরবের রাজধানী ও আশেপাশের এলাকাতেই ব্যবহার করা হয়। সূত্র: আল জাজিরা
ট্রাম্পের বিলাসবহুল রিসোর্টে করোনার হানা
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১১:৪৪
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল অবকাশকেন্দ্র মার-এ-লাগো রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে । কয়েকজন কর্মকর্তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় রিসোর্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।  মার্কিন সংবাদ মাধ্যমে ওয়াশিংটন পোস্টকে রিসোর্টটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে জানায়, যেহেতু কয়েকজন কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে, তাই আমরা সাময়িকভাবে সব কার্যক্রম স্থগিত রেখেছি। তবে কতজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, সেটির সঠিক তথ্য এখনও জানা যায়নি।  গত জানুয়ারিতে ট্রাম্প হোটাইট হাউজ ত্যাগ করার পর রিসোর্টটি তার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ভোজ এবং বিভিন্ন ইভেন্টের বিষয়গুলো শুধু উন্মুক্ত ছিল এবং যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী রিসোর্ট জীবাণুমুতক্তও করা হয়েছিল। এদিকে রিসোর্টে আয়োজিত ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে আগত অতিথিদের কারো মুখে মাস্ক না থাকার কিছু ছবি প্রকাশ হওয়ার পর পাম বিচ কাউন্টি গত জানুয়ারিতেই রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক সতর্কতা পাঠায়। সেই চিঠিতে বলা হয়, রিসোর্টে কাউন্টির আচরণবিধি মানা হচ্ছে না। এর জন্য তাদের জরিমানা করা হতে পারে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসে ফ্লোরিডায় রিপাবলিকান ন্যাশনাল কমিটির সম্মেলন এই রিসোর্টেই অনুষ্ঠিত হবে।
বিপ্লব ঘটাবে ন্যানো স্যাটেলাইট
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১২:২৩
ন্যানো স্যাটেলাইট যে এক সময় বিপ্লব ঘটাবে তা অনেক মহাকাশবিজ্ঞানীর লেখনী আর বক্তব্যে উঠে এসেছে। বিশাল আকারের শক্তিশালী কৃত্রিম উপগ্রহের পাশাপাশি ক্ষুদ্র অথচ দক্ষ স্যাটেলাইট একাধিক ক্ষেত্রে বিপ্লব আনতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। সে কথা বিবেচনায় রেখে নেওয়া হচ্ছে পদক্ষেপ।মহাকাশপ্রযুক্তি নতুন ও ভবিষ্যৎ প্রযুক্তির চাবিকাঠি। ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১০ শতাংশ অর্থনৈতিক কার্যকলাপ ইতিমধ্যেই স্যাটেলাইট ন্যাভিগেশনের ওপর নির্ভর করে।ইইউ কোপার্নিকাস কর্মসূচি চালু করেছে বেশ আগেই। জনগণের অর্থে চালিত এই উদ্যোগের আওতায় একাধিক স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করছে। তাদের পাঠানো তথ্য নতুন অ্যাপ্লিকেশন সৃষ্টির কাজে লাগানো হচ্ছে। যেমন; জাহাজে জ্বালানির সাশ্রয় বাড়ানোর সফটওয়্যার তৈরি করা হচ্ছে। এই প্রযুক্তির বদৌলতে বাড়ছে কর্মসংস্থানও।তবে কোপার্নিকাস প্রকল্পের স্যাটেলাইটগুলো খুব বড় ও ভারী। ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। তৈরি করতে অনেক বছর সময় লাগে। প্রত্যেকটি স্যাটেলাইট অনবদ্য। অনেক যন্ত্রাংশ বা উপাদান বিশেষভাবে তৈরি করতে হয়। সে কারণে এমন স্যাটেলাইট বেশ দামি হয়। একটি স্যাটেলাইটের মূল্য কয়েক কোটি ইউরো হতে পারে। সে তুলনায় মিনি স্যাটেলাইটের দাম অনেক কম। আকারে ওয়াইনের বোতলের মতো ছোট হতে পারে।ছোট আকারের স্যাটেলাইটের আবির্ভাবের ফলে নতুন এক যুগের সূচনা হয়েছে। দাম অনেক কম হলেও সেগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা দিতে পারে। গোটা ইউরোপে ছাত্রছাত্রীরা এমন ছোট ডিভাইস তৈরির কাজ শিখছেন। ন্যানো স্যাটেলাইট এক ধরনের ছোট স্যাটেলাইট। বার্লিনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক টিম বেশি পরিমাণ ডেটা ট্রান্সফার সম্ভব করতে চারটি এমন স্যাটেলাইট কাজে লাগাচ্ছে।দুই বছর আগে সেগুলো কক্ষপথে পাঠানো হয়। পৃথিবীর ওপর নজর রাখার কাজে ও বিশ্বজুড়ে যোগাযোগের ক্ষেত্রে ছোট স্যাটেলাইট বিপ্লব আনতে পারে। এমনিতে পুরোনো স্যাটেলাইটের জঞ্জালে ভরে গেছে পৃথিবীর উপরিভাগের অনেকটাই। এ কারণে দেখা দিয়েছে শঙ্কা। সে ক্ষেত্রে খুদে স্যাটেলাইট নতুন যুগে নিয়ে যাবে ভবিষ্যৎ প্রযুক্তিকে। ফলে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এই ন্যানো স্যাটেলাইট প্রযুক্তি।
অবশেষে অবসরই নিলেন হালের সেরা মার্শাল আর্টিস্ট
খেলা
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১২:২৫
খাবিব নুরমাগোমেদভ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিশ্র মার্শাল আর্টিস্ট বলা হয় তাকে।  লাইটওয়েট চ্যাম্পিয়নশিপ থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন তিনি। গত বৃহস্পতিবার আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) সভাপতি ডানা হোয়াইট এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন।  গত বছর খাবিব নিজেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে অক্টাগনে তার মঞ্চে ফেরার গুঞ্জন চলছিল। হোয়াইটের ঘোষণার পরে সে সুযোগ আর রইল না। মার্শাল আর্টের ইতিহাসে সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যাকে পরাজয় স্পর্শ করেনি। যেন তার আগমনই হয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই মার্শাল আর্টিস্টের রেকর্ডগুলো অন্তত তাই বলে।  ৩২ বছর বয়সী খাবিব ক্যারিয়ারে ২৯টি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিবারই হয়েছেন চ্যাম্পিয়ন। এর মধ্যে আটটিতে নকআউট বিজয়। তিনি ইউএফসির লাইটওয়েট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন ১৩ বার। সেখানেও তার জয়ের রেকর্ড ১৩-০। এই কিংবদন্তির অবসর ঘোষণার টুইটে ডানা হোয়াইট লিখেছেন, ২৯-০, তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেয়া ১০০তম মার্শাল আর্টিস্ট। তোমার লড়াই দেখে অবিশ্বাস্য মনে হয়েছে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ এবং পরবর্তী জীবন উপভোগ করো বন্ধু। হোয়াইট আরও উল্লেখ করেন, খাবিব অবসরপ্রাপ্ত এবং তিনি এটি আর চালিয়ে যেতে চান না। আজ রাতেই আমাদের চূড়ান্ত সভা হয়েছে এবং তিনি এখন আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত। ২০২০ সালের জুলাইয়ে খাবিবের কোচ বাবা আবদুল মানাপ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। এর পরেও অক্টোবরে ইউএসএফ২৫৪-এ জাস্টিন গাথজেকে হারিয়ে চ্যাম্পিয়ন হন খাবিব। এই মঞ্চে আসার জন্য মনস্থির করতে মায়ের সঙ্গে তিন দিন কথা বলেছিলেন খাবিব। এই জয়ের পরে মঞ্চেই খাবিব ঘোষণা দেন, এটি ছিল আমার শেষ লড়াই। বাবাকে ছাড়া আমার মার্শাল আর্টে আসার উপায় নেই। তার এমন ঘোষণায় স্তম্ভিত হয় গোটা বিশ্ব।
ছয় মিনিটেই সব রেকর্ড ছাড়াল বিলির সোনালী কেশ
বিনোদন
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৩:১০
টিনেজ ক্রেজ বিলি এইলিশ ঝড় তুলেছেন ইনস্টাগ্রামে। মাত্র ছয় মিনিটে এযাবতকালের সব রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। বিষয়টি আর কিছুই নয়। বিলির বিখ্যাত কালো শেডের সবুজ চুল আর নেই। তিনি এখন স্বর্ণকেশী। এই ছবিটিতেই মাত্র ছয় মিনিটে ১০ লাখ মানুষ লাইক দিয়েছেন। এই প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে তখন ছবিটিতে লাইক সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।  ১৯ বছর বয়সী একাধিক গ্র্যামি জয়ী বিলি তার নতুন স্টাইলের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আমারে একটা চিমটি কাটো’।  বিলি তার রেকর্ডভাঙা এ ছবি পোস্ট করার আগেই অবশ্য একটি ভিডিও পোস্ট করেছিলেন যেটিতে তার চুলের রঙ পরিবর্তনের বিষয়টি ধরা পড়ে। সেটি এখন পর্যন্ত আড়াই কোটির বেশিবার দেখা হয়েছে।অবশ্য ইনস্টাগ্রামে কোনো একক পোস্টে লাইক পাওয়ার সংখ্যায় এখনো বেশ পিছিয়ে আছেন বিলি। এযাবতকালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট থেকে যদিও মাত্র ৩ লাখ পিছিয়ে আছেন তিনি। সেই পোস্টটি ছিল ব্যাল ডি অর জয়ী পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ফুটবল কিংবদন্তী দিয়েগো মারাদোনা স্মরণে একটি পোস্ট দিয়েছিলেন।  এর আগে দ্রুততম সময়ে ১০ লাখ লাইক পাওয়া পোস্টটি ছিল এক সময়ের আরেক টিনেজ ক্রেজ সেলেনা গোমেজের ‘কাম অ্যান্ড গেট ইট’ গানের মিউজিক ভিডিও। ২০১৮ সালে ২৬তম জন্মদিনে ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। অবশ্য এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টটি অতিতুচ্ছ জিনিস, একটি মুরগীর ডিম! এই পোস্ট সাড়ে ৫ কোটি লাইক পেয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন বিলি এইলিশ। এ নিয়ে তিনি সাতটি গ্র্যামি জিতলেন। গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনবার। ইনস্টাগ্রামে মাত্র তিন দিনে ১ কোটি ১০ লাখ লাইক পাওয়ার রেকর্ডও করে ফেলেছেন জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার থিম সং গাওয়া বিলি। সূত্র: ডন
টেসলার গাড়ি নিষিদ্ধ করলো চীনা সেনাবাহিনী
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৫:১৭
টেসলার বৈদ্যুতিক কারের বৃহত্তম বাজার হতে যাচ্ছে চীন। চীনা বাজারের সম্ভাবনা নিয়ে বেশ উচ্ছ্বসিত টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও। কিন্তু দেশটির সেনাবাহিনী এই বৈদ্যুতিক এসইউভির স্বয়ংক্রিয় ব্যবস্থার নিরাপত্তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে। এ কারণে গোটা চীনে চললেও সেনাবাহিনীর বিভিন্ন কমপ্লেক্স ও আবাসিক এলাকায় এই গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। চীনা সেনাবাহিনীর আশঙ্কা, টেসলা গাড়ির ক্যামেরা এবং অন্যান্য সেন্সর সংবেদনশীল ডাটা সংগ্রহ করতে পারে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আবাসিক এলাকার বাসিন্দাদের চীনা সেনাবাহিনী জানিয়েছে, টেসলা বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান। তাদের গাড়ির ক্যামেরার মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। এটি চীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে টেসলা গাড়ির মালিকদের সামরিক এলাকার বাইরে তাদের যানবাহন পার্ক করতে অনুরোধ জানানো হয়েছে। টেসলার গাড়ি বিষয়ক নিষেধাজ্ঞার একটি নোটিশ চীনা সোস্যাল মিডিয়ায় ঘুরছে। নোটিশে বলা হয়েছে, টেসলা গাড়ির মাল্টি-ডিরেকশন ক্যামেরা এবং আলট্রাসনিক সেন্সর মানুষ, বস্তু ও স্থাপনার অবস্থান সনাক্ত করতে পারে। এটি চীনের জন্য শঙ্কার বিষয়। এ কারণেই সামরিক গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে টেসলার গাড়ি সামরিক আবাসনে নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
কাতারে শ্রমিকদের ভাতাসহ ন্যূনতম বেতন ১৮০০ রিয়াল  
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৭:৩০
শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর করল কাতার।আজ  শনিবার কয়েক হাজার অভিবাসী শ্রমিকদের জন্য নতুন এই আইন কার্যকর করা হয়। এটা উপসাগরীয় অঞ্চলে প্রথম বৈষম্যহীন মজুরি আইন।   নতুন আইন অনুযায়ী, একজন শ্রমিক মাসিক সর্বনিম্ন ১০০০ কাতারি রিয়াল পাবেন। পাশাপাশি পাবেন খাবার ভাতা বাবদ ৩০০ কাতারি রিয়াল ও আবাসান ভাতা ৫০০ কাতারি রিয়াল।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) হিসাবে, এই আইনের ফলে বেসরকারি সংস্থার চার লাখ বা ২০ শতাংশ শ্রমিক উপকৃত হবে।কাতারের মোট ২৭ লাখ জনসংখ্যার মধ্যে নাগরিক মাত্র তিন লাখ।  কাতারের সরকারি যোগাযোগ কার্যালয়ের সূত্র মতে, এরই মধ্যে দেশটির পাঁচ হাজার বেশি বেসরকারি প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো নতুন আইন অনুযায়ী হালনাগাদ করেছে।মধ্যেপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসী শ্রমিকেরা নানা সমস্যার মধ্যে থাকেন।  প্রতিষ্ঠান পরিবর্তন করতে গেলে মালিকের (কফিল) হাতে নিপীড়নের শিকার হওয়ারঘটনাও ঘটে। মানবাধিকার সংস্থাগুলোর অব্যাহত সমালোচনার মুখে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কাফালা পদ্ধতি সংস্কারে উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কাতারই প্রথম দেশ যারা এই পদ্ধতি বাতিল করেছে।  কাতার সরকারের মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, ২০২০ সাল থেকে প্রায় ৭৮ হাজার শ্রমিকের চাকরি সফলভাবে পরিবর্তন করতে পেরেছে।সূত্র- আল জাজিরা
আজ শনিবার কয়েক হাজার অভিবাসী শ্রমিকদের জন্য নতুন এই আইন কার্যকর করা হয়। এটা উপসাগরীয় অঞ্চলে প্রথম বৈষম্যহীন মজুরি আইন।  
টিকা নেওয়া সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ ৭জন করোনায় আক্রান্ত
স্বাস্থ্য
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৭:৪২
করোনা টিকা নেওয়ার দুই সপ্তাহ পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম ও লাইন ডিরেক্টর (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান সহ অন্তত সাত জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এতে অধিদপ্তরে একধরনের আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।  এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনেকবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। তিনি জানান, 'গত ৭ মার্চ ডিজি মহোদয় ও এমআইএস পরিচালক টিকা নেন। কিন্তু তাদের শরীরে এখনো এন্টিবডি তৈরি হয় নি। তাই আক্রান্ত হওয়াটা স্বাভাবিক। শারীরিকভাবে মিজানুর রহমান একটু জটিল অবস্থায় থাকলেও ডিজি স্যার ভাল আছেন। গত রাতেও মিজান স্যারের সঙ্গে কথা হয়েছে। দু'জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নিব হাসপাতালে ভর্তি করানো লাগবে কিনা।' শুধু তারা নন, ডিজি স্যারের পিএস ও তার পরিবারও আক্রান্ত হয়েছে।   এখন পর্যন্ত অধিদপ্তরের কতজন করোনায় আক্রান্ত হয়েছে- এমন পশ্নের জবাবে ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে জানান, এখন পর্যন্ত চার-পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। দু'একদিন পরেই তাদের অবস্থা সম্পর্কে জানা যাবে।এমআইএস পরিচালক অধ্যাপক মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, 'টিকা নেওয়ার পর উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি স্যার নমুনা দেই। পরীক্ষায় আমাদের করোনা শনাক্ত হয়েছে। তবে শারীরিকভাবে আমরা ভাল আছি। দু'জনই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছি। আমরা যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।'প্রসঙ্গত, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা, নাসিমা সুলতানা সহ অন্তত ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ফলে তারাও এখন  করোনার ঝুঁকিতে রয়েছেন।
টিকা নেওয়ার হলেও শরীরে এন্টিবডি তৈরি না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ ৭জন করোনায় আক্রান্ত
বাংলাদেশ, করোনা, করোনাভাইরাস
ভ্যাকসিন নেওয়ার দুদিন পরই করোনায় আক্রান্ত ইমরান খান
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৭:৫৬
টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তা ফয়সাল সুলতান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে এং  তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।গত বৃহস্পতিবার চীনের তৈরি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। সম্প্রতি পাকিস্তানে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত ছয় লাখ ১৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। পাকিস্তানে এ  পর্যন্ত করোনায় ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশে। এটি পাকিস্তানের সবচেয়ে বড় এবং সম্পদশালী প্রদেশ। পাকিস্তানের করোনা রোগী বৃদ্ধির বিষয়ে দেশটির পরিকল্পনা মন্ত্রী আসাদ উমর একটি টুইট বার্তায় বলেছেন, নতুন ধরন খুব দ্রুত ছড়াচ্ছে এবং এটি আরো মারাত্বক।পাকিস্তানে করোনার সংক্রমণ থামাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির পরিকল্পনা মন্ত্রী আসাদ উমর । তা না হলে পাকিস্তান সরকার আরো কঠোর হবেন বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
গাঁজা সেবন করে চাকরি হারালেন হোয়াইট হাউসের ৫ কর্মী
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৮:১১
গাঁজা এবং মাদক সেবনের দায়ে হোয়াইট হাউসের পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার(২০মার্চ) সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি।সংবাদ সম্মেলনে সাকি বলেন,    প্রত্যেকের ঘটনার বিস্তারিততে যাচ্ছি না তবে কিছু ব্যক্তি ছিল যাদের বরখাস্ত হওয়ার পেছনে মাদক সেবন ছাড়াও অতিরিক্ত অনেক কারণ ছিলো।  স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট প্রথম হোয়াইট হাউসের এই পাঁচ কর্মীর বরখাস্ত হওয়ার খবর প্রকাশ করে।  প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসের কয়েকশ কর্মী এরইমধ্যে নিজেদেরকে উপযুক্ত প্রমাণ করতে পেরেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্মীদের বরখাস্ত হওয়ার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটি হচ্ছে কড়া মাদকের ব্যবহার।   মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের গাঁজা নীতি দুর্বল হয়েছে। ফেডারেল নিষেধাজ্ঞা সত্ত্বেও বর্তমানে মার্কিন রাজধানী ওয়শিংটনসহ  যুক্তরাষ্ট্রেr ১৫টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, হোয়াইট হাউসে যেসব কর্মী এক বছরে ১৫ বার গাঁজা সেবন করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়নি।
অলিম্পিক দেখতে জাপান যেতে পারবেন না বিদেশি দর্শকরা
বিশ্ব
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৮:২৪
করোনা সংক্রমণের শঙ্কায় টোকিও অলিম্পিক-২০২০ ও প্যারাঅলিম্পিক  দেখতে যেতে পারবেন না বিদেশি দর্শকরা।  শনিবার আয়োজকদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।  আয়োজকরা বলছেন, জাপানের জনগণ এবং সকল অংশগ্রহণকারীদের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত গেমস আয়োজনের  জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে টোকিও  অলিম্পিক আয়োজকদের পক্ষ থেকে বলা হয়,  টিকিটধারীদের বিষয়টি পরিষ্কার করার জন্য এই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে। যারা টিকিট কিনেছে তাদেরকে মূল্য ফেরত দেওয়া হবে। গত বছরের মার্চে করোনা মহারমারির কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হয় অলিম্পিক গেমস। এই আয়োজনে ২২০ দেশের প্রায় ১১ হাজার প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল। চলতি বছর ২৩ জুলাই থেকে জাপানেই স্থগিত হওয়া অলিম্পিক টোকিও-২০২০  শুরু হওয়ার কথা রয়েছে।  এর এক মাস পর অর্থাৎ ২৪ আগস্ট থেকে জাপানেই শুরু হবে প্যারাঅলিম্পিক।
অনলাইনে কেনাকাটা এখন প্রতারণার ফাঁদ
সারা দেশ
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৮:৫৫
বর্তমানে কেনাকাটা একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অনলাইন। বিশেষ করে করোনাকালীন সময়ে মানুষ অনলাইন কেনাকাটায় অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনে তাদের প্রতারণার জাল বিছিয়েছে এবং নানা কৌশলে ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা। তাদের খপ্পরে পড়ে অনেকে হয়ে যাচ্ছে নিঃস্ব। এমনি এক প্রতারণার শিকার হয়েছেন ময়মনসিংহ গৌরীপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রায় এক মাস আগে ‘ইন্ডিয়ান বাজার’ এক ফেসবুক আইডির মাধ্যমে চট্রগ্রামের আগ্রাবাদ এলাকার শাহীন নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় গৌরীপুর পৌর শহরের ইলমা লেডিস কর্নারের মালিক মিলন মিয়ার (৪৫)। ফেইসবুকে বিভিন্ন ইন্ডিয়ান প্রসাধনী সামগ্রীর বিজ্ঞাপন দেখেপ্রথমে অল্প পণ্য সামগ্রীর অর্ডার করেন তিনি। চাহিদা অনুয়ায়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মিলন মিয়ার কাছে যথারীতি পার্সেল পাঠান শাহীন মিয়া। পরে আরও দু’দফায় পণ্য সামগ্রীর অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সঠিক পণ্য সামগ্রী বুঝে পান তিনি।স্থানীয়দের কাছে যেহেতু ইন্ডিয়ান প্রসাধনী সামগ্রীর চাহিদা অনেক বেশি। তাই অধিক লাভের আশায় ধারদেনা করে ১৩ মার্চ আবারো ৯০ হাজার টাকার পণ্য সামগ্রীর অর্ডার করেন তিনি। পরবর্তীতে ১৮ মার্চ  টাকা পরিশোধ করে সেই পার্সেল নিয়ে আসেন তিনি। পার্সেল বাড়িতে এনে দেখেন ৩টি কার্টুন ভর্তি  শুধুমাত্র মেয়াদ উর্ত্তীণ ফেসওয়াস। তা দেখে মাটিতে লুটিয়ে পড়েন মিলন।পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেড়ে তাৎক্ষণিক চট্রগ্রামের প্রতারক শাহীনের মোবাইল নম্বরে বারবার কল দিলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ‘ইন্ডিয়ান বাজার’  নামে ফেইসবুক আইডি থেকে মিলনকে আনফ্রেন্ড করে দেওয়ায় লক করা প্রোফাইলে ঢুকতে পারছেন না তিনি।  প্রতারক শাহীনের ঠিকানা বা পরিচয় না জানার কারণে আজ নিঃস্ব মিলন।এভাবেই প্রতিনিয়ত হাজারো জনসাধারণ, ক্ষুদ্র ব্যবসায়ীরা অনলাইনে প্রতারণার শিকার হচ্ছে। তাই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে।
করোনাকালীন সময়ে মানুষ অনলাইন কেনাকাটায় অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনে তাদের প্রতারণার জাল বিছিয়েছে। নানা কৌশলে ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের টাকা। তাদের খপ্পরে পড়ে অনেকে হয়ে যাচ্ছে নিঃস্ব। 
গণতন্ত্র পুনরুদ্ধারে বড় মূল্য দিতে হবে : ফখরুল
রাজনীতি
প্রকাশ : ২০ মার্চ ২০২১, ১৯:২৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা কখনও হতাশ হইনি, নিরাশ হইনি। আমরা সংগঠিত হচ্ছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এ লড়াইয়ে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি। মূল্য এখনও দিয়ে যাচ্ছি। গণতন্ত্র পূণরুদ্ধারের লড়াইয়ে আমাদেরকে আরও মূল্য দিতে হবে। এজন্য সংগঠিত হতে হবে। মূল্য দিয়েই এ সরকারকে সরে যেতে বাধ্য করা হবে। এজন্য দলীয় নেতাকর্মীদেরকে সংগঠিত হতে হবে।'বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বিএনপি মহাসচিব বলেন, হতাশাই শেষ কথা নয়। হতাশার পরেই সূর্যদয় আসবে। সংগঠিত হতে পারলে জনগনের মালিকানা প্রতিষ্ঠা করতে পারব।  এই সরকার ভীতি ভয় ছড়িয়ে দিয়ে দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়েছে । সুনামগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার সব জায়গায় বিএনপিকেই দেখে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে আওয়ামী লীগের সময়ে। সংখ্যা লঘুদের দখলকৃত সব সম্পত্তি আওয়ামী লীগ নেতাদের দখলে। সভাপতির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কে এম ওবায়দুর রহমান সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন গণতন্ত্র নেই বলে দেশে এমন কোন অপকর্ম নেই যা  হচ্ছে না। এখন বিদেশিদের দিয়ে উন্নয়নের সার্টিফিকেট নিতে হচ্ছে। ধনী গরীবের ব্যাবধান বেড়েছে ভয়াবহ ভাবে। যেখানে বৈষম্য প্রকট সেখানে উন্নয়ন অর্থহীন জনগণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারছে না।  জনগণকে ঘরে বন্দী করে বিদেশিদের এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার।অনুষ্ঠানে অন্যদের মধ্যে নাগরিক ঐক্য'র আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির  ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু,  উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল,  খায়রুল কবির খোকন,  কে এম ওবায়দুর রহমানের কন্যা বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।
আমরা কখনও হতাশ হইনি, নিরাশ হইনি। আমরা সংগঠিত হচ্ছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এ লড়াইয়ে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়েছি। মূল্য এখনও দিয়ে যাচ্ছি
বাংলাদেশ, বিএনপি
End of preview.
README.md exists but content is empty.
Downloads last month
231