audio
audioduration (s) 0
346
| transcription
stringlengths 1
2.9k
⌀ |
---|---|
এরাজ্যে কর্মসংস্থান বাড়াতে বণিকসভাগুলি রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন |
|
রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে |
|
দ্বিতীয় ধাপে রাজ্যের চল্লিশ লক্ষ কৃষককে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে |
|
মন্ত্রিসভায় অনুমােদনের পরে রাজ্য সরকার উত্তরবঙ্গের চা পর্যটন সংক্রান্ত টিট্যুরিজম এন্ড অ্যালায়েড বিজনেস পলিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে |
|
ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের জারি করা এই নির্দেশিকা অনুযায়ী এখন থেকে চা বাগান এলাকার বাইরে থাকা ফাঁকা বা অতিরিক্ত জমির সর্বাধিক পনেরাে শতাংশ কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে |
|
যার মধ্যে চল্লিশ শতাংশ জমিতে একক ভাবে বা যৌথ উদ্যোগে পরিবেশ বান্ধব নির্মাণ কাজ করা যাবে |
|
নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আগামী বিশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের তৃতীয় সংস্করণে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন |
|
সারা দেশের ২০০০এর বেশি ছাত্রছাত্রী বাবামা এবং শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে যােগ দেবেন |
|
পরীক্ষার চাপ কিভাবে কমানাে যায় তা নিয়ে আলােচনা ছাড়াও প্রধানমন্ত্রী বাছাইও করা কয়েকজন ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন ও তাঁদের প্রশ্নের উত্তর দেবেন |
|
তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মামুদ গতকাল নতুন দিল্লিতে আকাশবাণী মৈত্রী এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিনিময়ের সূচনা করেন |
|
বীরভূমের কেন্দ্রগুলিতে শুরু হয়েছে বিখ্যাত জয়দেব মেলা |
|
এই উপলক্ষ্যে দুদেশের বেতারেই পারস্পরিক অনুষ্ঠান প্রচারিত হয় |
|
এবার থেকে প্রতিদিন ভারতীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত |
|
আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান ও বাংলাদেশ বেতারের এক শো চার মেগাহাজে এবং একই সময় বাংলাদেশ বেতারের অনুষ্ঠান আকাশবাণীর গােল্ডএ শােনা যাবে |
|
আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রার প্রবাদপ্রতিম প্রযােজক উপেন তরফদারের জীবনাবসান হয়েছে |
|
কলকাতার এসএসকেএম হাসপাতাল গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন |
|
সেখানেই কদিন ধরে তাঁর চিকিসা চলছিল |
|
বয়স হয়েছিল চুরাশি বছর |
|
বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় উপেন তরফদারের প্রযােজনায় সংবাদ বিচিত্রা বিশেষ জনপ্রিয়তা অর্জন করে |
|
মুক্তিযুদ্ধের সময় সীমান্তের ওপারে গিয়েও সংবাদ বিচিত্রার জন্য তিনি শব্দ চিত্র তুলে এনেছেন |
|
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখা বই ৭১এর উত্তাল দিনগুলি বাংলাদেশ থেকে প্রকাশিত হয় |
|
দুই এরাজ্যে কর্মসংস্থান বাড়াতে বণিক সভাগুলি রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন |
|
দুরদর্শনেও তিনি কিছুদিন কাজ করেছেন |
|
তিনি দেহ দান করে গেছেন |
|
আজ তা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে |
|
বাগুইআটি থানা এলাকার কেষ্টপুরে গােবর্ধন মাঠে একটি মেলায় গতরাতে আগুন লেগে গেলে |
|
২০টি দোকাল ভস্মীভূত হয়ে যায় |
|
দমকলের ৫টি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে |
|
এক বর্ধমান সাইবার থানা আজাদি শেকে নামে এক প্রতারককে দক্ষিণ চব্বিশ পরগণার সােনারপুরের এক শপিংমল থেকে গ্রেপ্তার করেছে |
|
ফোনে ব্যাঙ্ক অফিসার পরিচয় দিয়ে বর্ধমান শহরের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ওই প্রতারক চুয়ান্ন হাজার টাকা তুলে নেয় বলে অভিযােগ |
|
এদিকে মােবাইল টাওয়ার বসানাের নাম করে প্রতারণার অভিযােগে শ্রাবন্তী সাহা নামে এক মহিলাকে পুরুলিয়া জেলা পুলিশ গ্রেপ্তার করে |
|
গতকাল তাকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠানাে হয় |
|
তিন আকাশবাণী মৈত্রী এবং বাংলাদেশ বেতারের মধ্যে অনুষ্ঠান বিনিময় কর্মসূচি গতকাল শুরু হয়েছে |
|
নদীয়ার শান্তিপুরে এক তৃণমূল কংগ্রেস নেতাকে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে |
|
শান্তনু মহাতাে নামে ওই ব্যক্তির বাড়ির কাছেই গতকাল দুপুরে মুখােশধারী দুষ্কৃতীরা হামলা চালায় |
|
তাঁকে লক্ষ্য করে বােমা ছোঁড়া হয় |
|
শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে আততায়ীরা |
|
মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ধারালাে অস্ত্র দিয়ে কোপানাে হয় |
|
পরিবারের দাবী তৃণমূল কংগ্রেসের গােষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন |
|
অন্যদিকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা দুই করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন |
|
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের নিউ সেটলমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত রেলকর্মী খুনের ঘটনায় পুলিশ এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে |
|
জেবিসুব্রামনিয়ম নামে অকৃতদার ঐ বৃদ্ধের দেহ তাঁর কোয়ার্টারেই গতকাল হাতপা বাঁধা অবস্থায় পাওয়া যায় |
|
লুটপাঠ করতে আসা দুষ্কৃতীরা তাঁকে শ্বাসরােধ করে খুন করে বলে পুলিশের প্রাথমিক অনুমান |
|
চার আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রার প্রবাদপ্রতিম প্রযােজক উপেন তরফদারের জীবনাবসান হয়েছে |
|
ইস্টবেঙ্গল আজ আইলীগ ফুটবলে গােকুলাম র বিরুদ্ধে খেলবে |
|
নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায় |
|
পাঁচ আইলীগ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গােকুলাম র মুখােমুখি হবে |
|
গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে |
|
এক দিল্লিতে কৃষক আন্দোলনে গতকালের হিংসার ঘটনায় পুলিশ ২৪টিরও বেশি মামলা দায়ের করেছে |
|
শূন্য কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে গতকাল কৃষক আন্দোলনে হিংসার ঘটনায় দিল্লী পুলিশ প্রায় ২৪টিরও বেশি মামলা দায়ের করেছে |
|
নিয়ম লঙ্ঘন দাঙ্গা সরকারী সম্পত্তি নষ্ট পুলিশ কর্মীদের ওপর নির্যাতন সহ বিভিন্ন অভিযােগ দায়ের করা হয় |
|
ওই ঘটনার প্রেক্ষিতে আজও রাজধানীর একাধিক মেট্রো স্টেশনে ঢােকা বেরােনাে বন্ধ |
|
জামা মসজিদ স্টেশনেও প্রবেশ বন্ধ রাখা হয়েছে |
|
গতকালের ট্রাক্টর রালিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লীর একাধিক এলাকা মুকারবা চক গাজিপুর আইটিও সিমাপুরী নাঙ্গলই টি পয়েন্ট টিকরি সীমান্ত ও লালকেল্লা এলাকায় পরিস্থিতি হিংসার আকার নেয় |
|
প্রচুর সরকারী ও বেসরকারী সম্পত্তি নষ্ট করা হয় |
|
হামলায় ছিয়াশি জন পুলিশ কর্মী আহত হয়েছেন |
|
দিল্লী পুলিশ কমিশনার শ্ৰী বাস্তব শান্তি বজায় রাখার আবেদন জানান |
|
তিনি বলেন একাধিকবার বৈঠকের পর কৃষকদের ট্রাক্টর রালির সময় ও রুট ঠিক করা হয়েছিল |
|
আন্দোলনকারীদের সেই শর্ত লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই তাদের রালি শুরু হয়ে যায় |
|
দুই চলতি খরিফ মরশুমে সরকার এখনাে পর্যন্ত চুরাশি লক্ষেরও বেশি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কিনেছে |
|
শূন্য তিন নয় কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে গতকাল কৃষক আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এক উচ্চপর্যায়ের বৈঠক করেন |
|
দিল্লি পুলিশ ও রবিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ওই বৈঠকে পরিস্থিতি পর্যালােচনার পর আধাসামরিক বাহিনীর সংখ্যা বাড়ানাের সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
|
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন লালকেল্লা ভারতীয় গণতন্ত্রের মর্যাদার প্রতীক |
|
এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন |
|
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এই ঘটনার নিন্দা করে কৃষকদের দিল্লী থেকে সরে গিয়ে তারা সেখানে আন্দোলন করছিলেন সেখানে ফিরে যাওয়ার অনুরােধ জানান |
|
রাজ্যের জারি করা হয়েছে হাই অ্যালার্ট |
|
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনােহরলাল খট্টর যে কোন মূল্যে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকতে বলেছেন |
|
রাজ্যে হাই অ্যালার্ট জারির নির্দেশও দেওয়া হয়েছে |
|
সােনিপথ পালওয়াল এবং ঝঝড় জেলায় আজ বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকছে ইন্টারনেট ও পরিষেবা |
|
শূন্য আসন্ন বাজেট অধিবেশনের প্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু আগামী ৩১শে জানুয়ারী রাজ্যসভায় সর্ব দলের চার নয় নেতাদের নিয়ে এক বৈঠক ডেকেছেন |
|
তিন দেশে করােনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক নয় এক শতাংশ |
|
লােকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামী ঊনত্রিশ তারিখ এই বৈঠক ডেকেছেন |
|
বাজেট অধিবেশনে সংসদে কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্যই সব দলকে নিয়ে বৈঠক ডাকা হচ্ছে |
|
এর আগে সরকারের পক্ষ থেকে জানানাে হয় এমাসের ত্রিশ তারিখ রাজ্যসভা ও লােকসভায় সুষ্ঠুভাবে অধিবেশনের কাজকর্ম পরিচালনার উদ্দেশ্যে সব দলের কাছ থেকে সমর্থন চাওয়া হবে |
|
উল্লেখ্য আগামী ২৯শে জানুয়ারী সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হচ্ছে |
|
কেন্দ্রীয় বাজেট পেশ হবে পয়লা ফেব্রুয়ারী |
|
কোভিড অতিমারীর জন্য রাজ্যসভার অধিবেশন বসবে সকাল ৯টা থেকে দুপুর ২টো এবং লােকসভার অধিবেশন বসবে বিকেল চারটে থেকে রাত ৯টা পর্যন্ত অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে ১৫ই ফেব্রুয়ারী |
|
দ্বিতীয় পর্বের অধিবেশন চলবে ৮ই মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত |
|
শূন্য চলতি খরিফ মরসুমে চুরাশি লক্ষের বেশি কৃষক উপকৃত হয়েছেন বলে সরকার জানিয়েছে |
|
ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি খাতে এক লক্ষ দশ হাজার কোটি টাকার বেশি ধান সংগ্রহ হয়েছে |
|
পাঞ্জাব হরিয়ানা ছত্রিশগড় পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় পাঁচ শো সাতাশি লক্ষ টন সংগৃহীত হয়েছে |
|
চার ইউরােপীয় দেশ হিসেবে ব্রিটেনে প্রথম কোভিড19এ এক লক্ষের বেশী মানুষের মৃত্যু হয়েছে |
|
গত বছরের তুলনায় এই পরিমাণ কুড়ি দশমিক আঠাশ শতাংশ বেশি |
|
শূন্য পাঁচ নয় আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ দুই হাজার একুশ সালে ভারতের বৃদ্ধির হার এগার দশমিক৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে |
|
ভারত বিশ্বে একমাত্র বৃহ অর্থনীতি দুই যারা করােনা অতিমারির মধ্যেও দুই অঙ্কের বৃদ্ধির হার অর্জন করতে পারে |
|
এর ফলে ভারত বিশ্বে সবথেকে দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রাখলাে |
|
তবে দুই হাজার বিশ সালে ভারতের বৃদ্ধির হারে সংশােধন করে জানিয়েছে ভারতীয় অর্থনীতি আট শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে |
|
চীনের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার দুই হাজার একুশ সালে আট দশমিক এক শতাংশ |
|
এর পরে রয়েছেস্পেন |
|
সেখানে বৃদ্ধির হার ৫দশমিক নয় শতাংশ |
|
ফ্রান্সে আর্থিক বৃদ্ধির হার ৫দশমিক পাঁচ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস |
|
শূন্য রেলমন্ত্রী পীযূষ গােয়েল উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযােগ প্রকল্প বিষয়ে পর্যালােচনা করেছেন |
|
পাঁচ করােনা ভাইরাস প্রতিরােধে সমালােচনার প্রেক্ষিতে ইতালীর প্রধানমন্ত্রী গিওসেপ কোন্তে পদত্যাগ করেছেন |
|
জাতীয় এই প্রকল্পটির অধীনে থাকা দুই শো বাহাত্তর কিলােমিটার দীর্ঘ রেলপথ উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় কাশ্মীর উপত্যকাকে সারাদেশের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে |
|
দুই শো বাহাত্তর কিলােমিটার দীর্ঘ এই রেল পথের মধ্যে এক শো একষট্টি কিলােমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে |
|
কাটরা বানিহাল অংশে এই শাখাটি সম্প্রসারণের কাজ চলছে |
|
এই শাখাটির মধ্যে সুরঙ্গ পথই প্রধান |
|
এই প্রকল্পের উন্নয়নে সন্তোষ ব্যক্ত করে শ্রী গােয়েল জানিয়েছেন জম্মুকাশ্মীরের অধিবাসীদের এরপর থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে ছয় নয় সারা বছর ব্যাপী উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হওয়ার আকাক্ষা পুরণ হতে চলেছে |
|
শ্রী গােয়েল এই প্রকল্পের সকল কৌশলী ইঞ্জিনিয়ারদের কাজটি দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন |
|
তিনি আরও নির্দেশ দিয়েছেন যাতে প্রকল্পটির জন্য প্রয়ােজনীয় উপাদান সামগ্রী সংগ্রহ ও অনুমতি সংক্রান্ত প্রক্রিয়া যথা সময়ে সম্পন্ন হয় ও তার ফলে গঠনমূলক এই প্রক্রিয়াটিতে কোনওরূপ বিলম্ব যাতে না হয় |