Unnamed: 0
int64 1
158k
| text
stringlengths 1
255
| label
int64 0
2
|
---|---|---|
63,961 | বইটির প্রতিটি অংশ বা ব্লগ যেটিই বলি আমার খুব ভালো লেগেছে। 'Sunk Cost' বা ডুবে যাওয়া খরচ বিষয়টির ধারনাটি আমার ভালো লেগেছে।😍 | 1 |
136,065 | আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস এবং বই দুটোই আমার ভালো লেগেছে, আল্লাহ তায়ালা যদি বাচিয়ে রাখেন তাহলে পরে আরও বই নেওয়ার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ | 1 |
23,163 | আমার খুবই ভালো লেগেছে বইটি। প্রতিটি চরিত্র অসাধারণ। | 1 |
6,832 | এই বইটি রাতুল খানের লেখা একটি বই। এই বইটির নাম অ পদার্থবিজ্ঞান। এই বইটি রাতুল খানের পড়া আমার প্রথম বই। তাই তার বই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। তবুও বিজ্ঞানের শিক্ষার্থীদের এই বইটি পড়া উচিত। কেননা এই বইটি পড়ে বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান | 1 |
39,597 | পূর্ব পুরুষ পড়ে যেমনটা মুগ্ধ হয়েছিলাম চন্দ্রমুখী পড়ে ততটাই হতাশ হলাম। উনার লেখনী সুন্দর তাই পড়া যায় স্বচ্ছন্দে কিন্তু দূর্বন কাহিনী, মেলোড্রামাটিক প্লট। | 2 |
19,071 | আবার পড়া একটি ভালো বোয়ার মত্থ এটি অন্নরক এটি থাকে আমি অনেক কিছু শিখাস যা আগে জানতাম না সো আমি সবাই কে রিকোয়েস্ট করবো বইটি কিনার জন্য | 1 |
69,986 | খুব সুন্দর। | 1 |
31,899 | প্রসঙ্গ: রহস্যলীনা‘রহস্যলীনা’ পাওয়ার আগ থেকেই বেশ আগ্রহ ছিলো। তাবাসসুম নাজ, শারমীন সুলতানা চৌধুরী এবং মৌলী আখন্দ আপুর লেখা কিছু পড়া ছিলো- ফলে জানতাম বইয়ের মলাটের ভেতরে যা থাকবে সেটা ভালোই হবে। আমার প্রত্যাশা পূরণ হয়েছে 😊প্রথম গল্প ‘দ্বৈতসত্তা’ অনেকদিন | 1 |
68,609 | চিকিত্সা প্রস্তুতির জন্য সেরা বই | 1 |
27,958 | গনিতের প্রতি চরম ভালোবাসা থেকেই ওনার বই কেনা।আশা করি আমার মতো সবাই উপকৃত হবেন। | 1 |
147,473 | Jara freelancer hote chai tader jonno boi ti onek kaje dibe.Pratomik porjaye jevabe suru korte hobe tar shob kichui boi tite ottonto sundor vabe deya ache.Asha kori boiti shongrohe rakhben. | 1 |
30,706 | এটা সহায়ক | 1 |
129,318 | খুব দরকারী | 1 |
71,052 | বাংলার শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে একজন হলেন শরৎচন্দ্র । দেবদাস হল তার শ্রেষ্ঠ কীর্তির মধ্যে একটি। বইটিতে প্রকাশ পায় পারু ও দেবদাসের এক ভালোবাসার গল্প। সেই সাথে প্রকাশ হয় সেই সময়কার বাংলার রূপ। দেবদাসের পরিণতি সবাইকেই কান্না পাইয়ে দেয়। এক কথায় প্রকাশ পায় এ | 2 |
41,289 | এ বইটিতে তাজিমি সিজদা এবং কদম বুসির বিষয়টি খোলাসা করা হয়েছে। দেশে বর্তমানে অনেক জায়গায় তাজিমি সিজদা দিতে দেখা যায়। এ সম্পর্কে হাদিসের ভাষ্য, ফকিহদের অভিমত ইত্যাদি তুলে ধরা হয়েছে। এছাড়া কদমবুসিকে অনেকেই অস্বীকার করেন। এ বিষয়ে যতগুলো নির্ভরযোগ্য হাদিস পাওয়া | 1 |
48,143 | মাশাআল্লাহ ভালো একটি বই। | 1 |
151,403 | ওয়াও... মাস্টারপিচ একটা বই। জীবনঘনিষ্ট বিষয়গুলো এত সহজ ও সুন্দরভাবে নিয়ে এসেছে তা অনাবদ্য। বিশেষকরে যৌনতার ইস্যুগুলো। | 1 |
59,940 | চমৎকার একটি বই | 1 |
151,961 | ''প্যারা নিরাময়ের সু সময় এইতো এসেছে আজ প্রাতে,'প্যারাময় লাইফের প্যারাসিটামল' বইটি তুলে নাও হাতে। ছাত্রজীবন থেমে গেছো পাচ্ছো না খুজেঁ কোন মুক্তি'প্যারাময় লাইফের প্যারাসিটামল' বইটি খুলোপেয়ে যাবে তুমি শত শত বুদ্ধি । প্যারাময় লাইফের ছ্যাড়াব্যাড়া স্বপ্ন গুল | 1 |
1,586 | যেরকম আশা করেছিলাম তেমন পাইনি। একেবারেই বিগিনারদের জন্য লেখা বই। যাদের ইংরেজীতে বেসিক একেবারে নেই বললেই চলে, ভীষণ দুর্বল তাদের জন্য বেশ উপযোগী হবে আশা করি। আরো বেশ কিছু বিষয় লেখক চাইলেই কভার করতে পারতেন। পরের সংস্করণে আরো ভালো কিছুর অপেক্ষায় থাকলাম। | 2 |
136,393 | এটি একটি মাস্টারপিস। | 1 |
12,647 | চেতন ভগতের ডিটেকটিভ রিলেটেড বই মানেই টুইস্ট। শেষের দিকে টুইস্টটা এমন ছিল যে পুরো ব্যাপারটাই অন্য দিকে মোড় নিয়ে নেয়। হাসি, রোমান্স, সাসপেন্স, মাড়ামাড়ি কি ছিল না বইটিতে। সব মিলিয়ে অনেক ইনজয় করলাম বইটি। | 1 |
39,878 | পড়তেছিই | 1 |
68,186 | #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতাRF-07-045হাজ্জাজ বিন ইউসুফ। কেউ বলে ইতিহাসের কুখ্যাত নায়ক, কেউ বলে কলঙ্কিত শাসক। তার শাসনামলে অন্যায়ের ফিরিস্তি পড়লে পাথরের হয়তো কান্না আসবে। পান থেকে চুন খসলেই ঝরে যেত প্রাণ। গাছের পাতার মতো। তার সামান্য রাগের ঝাঁকুনিত | 1 |
46,822 | বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত সৈয়দ মুজতবা আলীর শ্রেষ্ঠ প্রবন্ধ পড়েছি বহুদিন গত হলো।পুরো গ্রন্থটি নিয়ে আক্ষেপ ও ম্লানতা আছে, তবে হতাশা নেই। কারণ একজন সাধারণ পাঠক হিসেবে সৈয়দ মুজতবা আলীকে নিয়ে ভাবনাচ্ছন্ন যে কুয়াশা জড়ো ছিল সে কুয়াশা কেটে গেছে। একজন সত্ | 1 |
42,456 | রোর বাংলাতে এর সিরিজ পড়েছি। আশা করছি বইটি সিরিজের মতই অসাধারণ হবে | 1 |
38,350 | ধরণির বুকে ইহুদি জাতির শুরুটা হয়েছিল মহিমান্বিত মানুষের হাত ধরেই। ইউসুফ (আ.)-কে হত্যা প্রচেষ্টার মাধ্যমে তাদের সাদা দেয়ালে প্রথম কালো দাগ লাগে। হিংসা ও ষড়যন্ত্রের শুরু সেখান থেকেই। উত্থান-পতনের নানান ইতিহাস পেরিয়ে ভাগ্য তাদের নিয়ে আসে ফিলিস্তিনের উর্বর ও | 1 |
16,506 | 'আরজ আলী মাতুব্বর' স্বশিক্ষিত একজন ব্যক্তিত্বের নাম। কৃষক হয়ে তিনি যা করেছেন তা অনেক প্রশংসাযোগ্য। অনেক বড় বড় দর্শন,বিজ্ঞানের বই পর্যন্ত পড়েছেন(এখান থেকেই একটা শিক্ষা আমরা নিতে পারি,একজন কৃষকের জ্ঞানের কতটা তৃষ্ণা)।একসময় তিনি একটি বই লেখেন। সেই বইয়ে তিনি | 1 |
30,385 | "হাঙর নদী গ্রেনেড" বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত একটি বাংলা ভাষার উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ‘হাঙ্গর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধের লক্ষ সন্তানহারা মায়ের প্রতিচ্ছবি। ১৯৭১ সালে সন্তানহারা মা বুড়ীর কান্না আমাদেরকে বারবার মনে কর | 1 |
73,762 | ভাল | 1 |
85,790 | সাহসী সাহাবিদের মধ্যে উমার রাযি. ছিলেন অন্যতম। কিছু বুঝতে না পারলে রাখঢাক না রেখেই আল্লাহর রাসূলকে সরাসরি জিজ্ঞেস করে বুঝে নিতেন। ভণিতা না করে নিজের মতামত দিতেন। প্রয়োজনে ইজতিহাদ করতেন। কুরআনের মূল বিষয়বস্তুর গভীর উপলব্ধি থাকায় অনেক সময় তার কিছু মতের সঙ্গ | 1 |
48,682 | অনুবাদ আরো ভালো হওয়া উচিত ছিল | 1 |
52,511 | 🔸শুরুর কথাঃইসলাম হলো আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামে ইবাদত শব্দের মূল অর্থ হলো দাসত্ব করা, আনুগত্য করা৷ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার আনুগত্য বা দাসত্ব করা এবং পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলার নামই হলো ইবাদত৷ ইসলামের ৫টি রোকন বা স্তম্ভ রয়েছে। যথা: ই | 1 |
123,400 | কবিতার ভিন্ন সাদ পেতে হলে ইমতিয়াজ মাহমুদের কবিতা পরুন মন মস্তিষ্কে সমানভাবেআঘাত করবে আর আপনাকে গভীর ভাবে ভাবাবে। | 1 |
32,972 | ভাল গল্প. | 1 |
137,672 | একটি খুব সুন্দর historical তিহাসিক বই হিসাবে। | 1 |
73,576 | মুর্তজা বশীর এদেশের একজন শীর্ষ চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের প্রথম প্রজন্মের এই শিল্পী তাঁর সৃজনভুবনে নানা মাধ্যমের কাজের মধ্য দিয়ে হয়ে উঠেছেন স্বাতন্ত্র্যে উজ্জ্বল অগ্রণী চিত্রকর।শক্তিশালী ড্রইং, রঙের সুমিত ব্যবহার এবং সমাজচেতনায় উদ্দীপিত দৃ | 1 |
108,908 | মুদ্রণের মানটি খুব সুন্দর।সামগ্রিকভাবে পণ্য দিয়ে খুশি।পৃষ্ঠার মানটি দুর্দান্ত।চিঠিগুলি ভাল ব্যবধানযুক্ত। | 1 |
112,646 | খ্রিষ্টপূর্ব ৫ম শতকের কথা। মাত্র শ'খানেক বছর আগেই গণতন্ত্র এসেছে এথেন্সে। মহা ধুমধামে চলছে গণতন্ত্র চর্চা। সে গণতন্ত্রের মহিমাকীর্তন করার জন্য একের পর এক আবিষ্কার হতে থাকল মঞ্চ নাটক(ট্রাজেডি), কোরাস গান, কমেডি, ইতিহাস লিখন, চিকিৎসা শাস্ত্র(গ্রিক) ইত্যাদি। | 1 |
3,550 | আমি কখনও পড়েছি সেরা বাংলা ব্যাকরণ বই। | 1 |
85,987 | এখন পর্যন্ত পড়া আমার সবথেকে সেরা বই।আমি যেখানেই যাই এবং ৪/৫ দিন থাকার নিয়ত করি তবে এই বইটা আমার সাথে রাখিই।যেনো বইটা না দেখলে আমার ভালো লাগে না।আমাকে সবসময় মোটিভেট রাখে বইটি।যখনই মন খারাপ হয় বইটি পড়ি, মন ভালো হয়ে যায়!সান্তিয়াগো নামের ছেলেটির জীবন নিয়ে | 1 |
105,767 | এক কথায় অসাধারণ | 2 |
122,213 | বইটি পড়ার পর এত টাই মুগ্ধ হয়েছি তা বলে বুঝাতে পারবো না। মনে হচ্ছিলো আমার সমস্যা, আমাদের সমস্যা গুলোর সমাধান কেউ কুরআনের ও হাদিসের মাধ্যমে বলে দিচ্ছে। মাশাল্লাহ। এমনিতেই মিজানুর রহমানের ভক্ত তার উপর উনার বইটি পড়ে আরো বড় ভক্ত হয়ে গেলাম। | 1 |
41,653 | সুতরাং তাই | 0 |
59,054 | এটি একটি খুব সুন্দর এবং কার্যকর বই | 1 |
39,493 | লেখকের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। | 1 |
147,605 | এই খানে কয়টা বই আসে আর কি কি বই এসে একটু জানালে উপকৃত হইতাম | 1 |
56,545 | অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। ... বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ইউটিউবে সহজে উপার্জনের উপায় বর্ণনা করা হয়েছে বইটিতে। বিশেষ করে সম্প্রতি ইউটিউ | 1 |
89,993 | আচ্ছা আমি যদি এই কাজটা করি তাহলে লোকে আমাকে এই সব বলবে। না না এটা করা যাবে না এটা করলে তো আমাকে এসব কথা শুনতে হবে। আসলেই "লোকে কী বলবে?" আরেহ! লোকে তো কত কি না বলে। লকেদের সব কিছুই যদি শুনি তাহলে জিবনে নিজের কথা , নিজের মনের কথা ষুনব কখন। আয়মান সাদিক আ | 1 |
106,958 | বইটাতে মূলত আপনার মস্তিষ্ককে একটু জাগানোর চেষ্টা করা হয়েছে।সৃষ্টির সেরা জীব আপনি।অন্যান্য জীব থেকে আপনার পার্থক্যের মূল কারণ আপনার মস্তিষ্ক।প্রতিনিয়ত কর্মব্যস্ততার ভিতরে আমরা জীবনের সুক্ষ বিষয়গুলোকে উপলব্ধি করিনা।লেখক এইখানে বিষয়গুলো খুব গুরুত্বের সাথে ধ | 1 |
86,620 | হিমু সিরিজ আমার খুব একটা ভালো লাগে না। হিমু একটা চরিত্র। তাকেও বদলাতে হবে। হিমুরা মোবাইল ইউজ করে না- হিমুকে প্রযুক্তিসম্পন্ন করে দেখানো হচ্ছে। দোষের কিছু নেই। হিমু কাজ করে এন্টি-লজিক নিয়ে। এন্টি লজিক হলো লজিকের বিপরীত। হিমুর জগৎ আধ্যাত্মিক। হিমু মানুষের | 1 |
103,332 | হ্যান্স, বাবার সাথে চলেছে গ্রীসের পথে, হারিয়ে যাওয়া মা কে খুজে পেতে। ইউরোপের রুক্ষ এবং বৈচিত্রহীন পথে হঠাত করেই বৈচিত্র নিয়ে আসে যখন গ্যাস স্টেশনের ধারে এক বামনের সাথে দেখা হয়ে যায় তার। বামন তাকে দেয় একটা ছোট্ট আতশ কাচ, যেটা দিয়ে সব জিনিস বড় করে দ | 1 |
134,325 | ভালো | 1 |
129,218 | অসাধারণ আলোচনা | 1 |
89,672 | উত্তরাধিকার সূত্রে আমার কাছে সকল খন্ড আছে 💝💝💝 ইনশাআল্লাহ শেষ করব | 1 |
31,150 | রৌদ্রময়ীদের জানতে,তাদের গল্প পড়তে বইটা পড়া উচিত। নিজেকে একজন রৌদ্রময়ী করে তুলতে বইটা পড়া উচিত। গল্প গুলো অনুপ্রেরণা মূলক, তাই যে কারো ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে। | 1 |
79,179 | অসাধারণ একটি বই তবে স্বাধীনতার পূর্বের রাজনীতিকে তুলে ধরলেও তার পরের অংশ সুকৈশলে এড়িয়ে যাওয়া হয়েছে। | 2 |
136,767 | ভাল বিতরণ | 1 |
146,908 | জেনারেল সারোয়ার অসম্ভব পরিশ্রম করে অসাধারন একটি রচনা করেছেন | 1 |
156,258 | এক কথায় অসাধারণ | 1 |
135,331 | মানুষের সৌন্দর্যবোধের চিরন্তন ধারণার মধ্যে প্রথম চিত্রকল্পটি হলো ফুল। নন্দনতত্ত্ব আর ভালোবাসার প্রধান প্রতীকও ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধ হয় পৃথিবীতে পাওয়াই যাবে না। অতীতকালে ফুল কেবল মানুষের মনের ক্ষুধা মেটালেও, এখন মুক্ত বাণিজ্যের আজকের দিনে ফু | 1 |
133,697 | বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে রচিত অসাধারণ একটি বই। বইটি পড়ে অনেক তথ্য জানতে পেরেছি। বইটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কলকাতার একজন গুনী লোকের কাছ থেকে এই বইটি সম্পর্কে শুনেছিলাম, অতঃপর বইটি রকমারি ডট কম এর মাধ্যমে সংরহ করেছিলাম। এই বইটি বাংলাদেশের তরু | 1 |
127,594 | সুন্দর 📖 বই | 1 |
1,870 | অনেক ভালো লাগলো❤️ | 1 |
129,414 | অনুবাদ টা আমার ভালো লাগেনি।আরেকটু ভাবার্থ এর দিকে মনোযোগ দিলে ভালো হতো,শাব্দিক অর্থ বাদ দিয়ে। | 0 |
75,458 | এই বই সম্পর্কে কী বলব ??? আমার মনে হয় এই বই সম্পর্কে কিছু বলে শেষ করা যাবে। প্রতিটা পেজ যখন পড়ি তখন সম্পূর্ণ মন ওই পেজের গভীরে চলে যাই যা অন্য বই পড়ে কখন Feel করতে পারিনি। (Thank you so much for everything Rokomari যা তোমায় সম্ভব হতো না।) | 1 |
101,218 | ভাল! | 1 |
66,158 | আমি ভারতীয় হরর স্টোরির রীতিমতো ভক্ত।এনাদের মতো গল্পের মধ্যে পরিবেশ ও বর্ণনা আর কেউ দিতে পারেনা। কিছু কিছু জায়গায় পড়তে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠসে।তবে প্রবলেম সল্ভিংগুলো কেন জানি বেশি সিম্পল মনে হৈসে, আরেকটু কম্প্লিকেসি থাকলে জমতো।ওভারঅল ইটস অ্যা গুড রীড॥ | 1 |
75,248 | ভালো | 1 |
98,912 | এই লোকদের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ধর্মের অন্ধ | 1 |
122,968 | এক কোথায় বেস্ট সিলো ...নিতে পারেন সবাই | 1 |
13,212 | ভাল | 1 |
10,969 | ঈমান ও আকিদা সঠিক না হওয়া পর্যন্ত অন্যান্য নেক আমলের কোনই মূল্য নাই। তাই আমল সংশোধনের পূর্বে আকিদা সংশোধ করা এবং সে বিষয়ে জ্ঞানার্জন করা আবশ্যক | 1 |
94,812 | খুবই ভালো লেগেছে। প্রথম উপন্যাস তো তাই একটু অন্য রকম হয়েছে ভবিষ্যতে আরো ভালো হবে শুভকামনা আগামীর। | 1 |
145,346 | এ বছর পড়া আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে এই বইটি কেনান কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এমন একটা বই আসলেই অনেক প্রয়োজন। বইটি পড়ার আগে মনে হতো কমিউনিকেশন স্কিল কী বা ভালো হবে। কিন্তু, বইটি পড়ার পর আমি যে কতটা ভুল ছিলাম সেটা প্রমাণিত হয়েছে। আমরা একে অন্যে | 1 |
7,494 | এই বইটি ভালবাসুন | 1 |
118,721 | প্রত্যেককে অবশ্যই এই বইটি পড়তে হবে | 1 |
130,433 | এই বইটি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে আলাদা। লেখক এই বইয়ের সমস্ত কিছু একবারে শেখানোর কোনও চেষ্টা করেননি। সুতরাং বইয়ের বিষয়বস্তু এত দীর্ঘ নয়। এর ভিতরে যা আছে তা হ'ল, একটি নতুন প্রোগ্রামার হ্যান্টান অপ্রয়োজনীয় তথ্য দ্বারা প্রলুব্ধ করেনি। এটি কেবল একটি | 1 |
7,217 | এই বইটি আশ্চর্যজনক ছিল !!!! | 1 |
140,029 | আরিফ আজাদ 🥰🥰 | 1 |
32,370 | সাধারণত প্রত্যেক পিতামাতা তাদের সন্তানদের ভীষণ ভালোবাসেন। পাশাপাশি সন্তানদের দায়িত্ব কর্তব্যও পালন করেন। কিন্তু তা যদি হয় কেবলমাত্র আদর, খাওয়াদাওয়া, চিকিৎসা, শরীরচর্চা কেন্দ্রিক, তবে কি আদৌও কোনো সুফল বয়ে আনে…? বরং বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল ঈমান, আকিদা, | 1 |
148,789 | দুর্দান্ত বইএটি আমাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করতে পারে।আপনাকে অনেক ধন্যবাদ 💓 | 1 |
71,293 | প্যারেন্টিং বইটি পড়েছি। তথ্য প্রযুক্তির এই আধুনিক সময়ে ইসলামিক তরিকায় সন্তান লালন পালন বিষয়ক আলোচনা করা হয়েছে। বইটির ভালো খারাপ দুইটি দিক আমার চোখে ধরা পড়েছে -বইটির ভালো দিকঃ ১. বইটি সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা। সহজেই বুজতে পারা যায় লেখক কি বলতে চাচ্ছেন। | 2 |
105,929 | এটা খুবই ভালো বই | 1 |
102,024 | পাতলা একটা বই, কিন্তু সে হিসেবে দাম অনেক বেশি। বইয়ে অনেক বানান ভূল আছে। সেই সাথে টাইপিং প্রফেশনাল না। মানে খুলে দেখলে বই বই মনে হয় না, মনে হয় নরমাল কোন দোকান খেকে টাইপ করে নেওয়া নোট। লেখকের লেখার মান ভালো না, ভাষা প্রান্জ্ঞল না। সেই সাথে কন্টেন্ট এমন আহাম | 0 |
6,413 | 'দূর্বা' অল্পবয়সী লেখিকা মীম নোশিন নাওয়াল খান এর লিখা একটি বই। লেখিকার খুব ছেলেবেলা থেকেই লেখালেখির শুরু। দূর্বা বইটি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যাপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। প্রকাশক মজিবর রহমান খোকা। বইটি তে দেখা যায় একজন মধ্যবিত্ত মানুষ তার অন | 1 |
46,377 | আলহামদুলিল্লাহ, আরিফ আজাদ ভাইয়ের লেখা মানেই রোমাঞ্চকর নতুন কিছু। তবে হ্যাঁ বেলা ফুরাবার আগে বইটা কিন্তু কোনো নাস্তিক ঐ জাতীয় কারো বিরুদ্ধে লিখা নয়!! বইটি বেলা ফুরাবার আগে নিজেকে গড়ে তোলার জন্যে, সাজিদ হওয়ার জন্যে। প্রথমেই একটা চমৎকার কবিতা আছে, শুরুর আগে | 1 |
131,535 | পেপ ছিলেন এতিম ছেলে যিনি তাঁর বড় বোন এবং শ্যালকের সাথে থাকতেন।এক সন্ধ্যায়, লিটল পেপ একটি জলাভূমিতে গিয়ে একজন বন্দী দ্বারা বন্দী হয়ে গেল।পেপ তাকে খাবার দিয়েছে।সেই বন্দী অত্যন্ত সন্তুষ্ট ছিল।কিছু দিন পরে, পেপের বোন তাকে একটি ধনী মহিলার বাড়িতে পাঠিয়েছ | 1 |
21,343 | দুর্দান্ত বই।যারা ইসলাম গভীর এবং সঠিকভাবে জানতে চান তাদের জন্য সত্যই দরকারী। | 1 |
49,499 | দুর্দান্ত বই। | 1 |
144,793 | এটি ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখার জন্য সেরা বই I আমি এই বইটি পড়েছি, এটি দুর্দান্ত।আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক প্রশ্ন ছিলাম এবং আমি আমার প্রশ্নের সমস্ত উত্তর জানি।ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য এটি সত্যিই ভাল বই। | 1 |
130,382 | এটি ছোট্ট একটি মিনি বুক। এটিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে একদম প্রাথমিক স্তরের ধারণাগুলো দেয়া হয়েছে। যা অনলাইনে বাংলা টেক ব্লগগুলোতে হরহামেশাই দেখা যায়। যারা একদমই ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানেন না মূলত বইটি তাদের উপকারে আসবে। ফ্রিল্যান্সার নন অথচ ফ্রিল্ | 0 |
88,969 | ফালতু একটা বই।আমার পুরো টাকা জলে গেলো।প্রচুর ভুল আছে বই এ।লেখক নিজে ভালো মত কিছু না জেনেই বই লিখতে চলে এসেছেন।কিছু প্রমান ঠিক আছে।কিন্তু দিনশেষে বইটাকে একদম জঘন্যই বলতে হবে।কারো টাকা নষ্ট করার ইচ্ছা না থাকলে দয়া করে এই ভই কিনবেন না। | 0 |
71,606 | ভাল | 1 |
20,136 | সুপার | 1 |
129,001 | বইটিতে কোয়ান্টাম মেকানিক্স এর মূল বিষয়গুলো খুবই সহজ ও সাবলীল ভাষায় কিছু উদাহরণ সহ উপস্থাপন করা হয়েছে। এসকল বিষয় বুঝাতে সবচেয়ে বেশি যেহেতু তরঙ্গ সম্পর্কে অনুধাবন করতে হবে, তাই বইয়ের একটা বিশাল অংশ শুধু তরঙ্গ নিয়েই আলচনা করেছেন লেখক। কোয়ান্টাম মেকানিক্স শুর | 1 |
53,015 | কল্পিত কল্পকাহিনী ❤ | 1 |
23,117 | নাস্তিকদের নানা প্রশ্নের উত্তর গল্পের ছলে দেওয়া আছে। | 1 |
98,263 | সুন্দর গল্পের লাইন, শেষ অবধি আমাকে জড়িয়ে রেখেছে।অতিপ্রাকৃত স্টাফের ইঙ্গিত সহ একটি বাস্তবসম্মত থ্রিলার খুঁজছেন প্রত্যেকের কাছে এটির সুপারিশ করবে। | 1 |
67,131 | খুবই ভাল একটি বই।এখানে এমন কিছু বিষয় স্পষ্টভাবে উল্লেখ আছে যা চাইলেও আর ভুলে থাকা যাবে না।ধন্যবাদ লেখক আরিফ আজাদ ভাইয়া এবং রকমারি.কম কে। | 1 |