content
stringlengths 0
129k
|
---|
মা দুর্গা ফিরে গিয়েছেন আপন গৃহে |
রয়ে গিয়েছেন তাঁর কন্যা |
দেবী দুর্গার পর পূজা লক্ষ্মী দেবীর |
জানেন কি, এই দেবীকে নিয়ে একটি গান লিখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর? কী সেই গান? সে-গানের খবর দিলেন রণিতা চট্টোপাধ্যায় |
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যে ধর্মপরিচয়ে ব্রাহ্ম, সে কথা আমরা সকলেই জানি |
বস্তুত, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই কলকাতায় ব্রাহ্ম ধর্ম প্রাথমিকভাবে বিস্তার লাভ করেছিল |
রাজা রামমোহন রায়ের আরব্ধ কাজ তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন |
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উজ্জ্বল সন্তান, দেবেন্দ্রনাথ ঠাকুরের চোদ্দটি সন্তানের মধ্যে কনিষ্ঠতম রবীন্দ্রনাথও স্বভাবতই বাড়ির ব্রাহ্ম ভাবধারায় বড় হয়ে উঠেছিলেন |
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দুর্গাপূজাও বন্ধ হয়ে গিয়েছিল দেবেন্দ্রনাথের আমলে |
ব্রাহ্মরা মূর্তিপূজায় বিশ্বাসী নন, তাঁরা নিরাকার ব্রহ্মের উপাসক |
পরবর্তীকালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়েও উপাসনাগৃহ স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ |
সেই বিদ্যালয়েও কোনোরকম মূর্তিপূজার প্রচলন করা হয়নি |
যদিও এ কথা বলা বাহুল্য, রবীন্দ্রনাথের মধ্যে ধর্ম নিয়ে গোঁড়ামি স্থান পায়নি কোনও কালেই |
মানবধর্মকেই তিনি সব ধর্মের উপরে স্থান দিয়েছিলেন |
সে কারণে হিন্দু ধর্মের প্রচলিত পূজার্চনা নিয়েও তিনি বিশেষ ভাবিত ছিলেন না |
আরও শুনুন: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলো করবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে না |
এহেন রবীন্দ্রনাথ কি হিন্দু দেবদেবীকে কেন্দ্র করে কোনও গান লিখেছিলেন কখনও? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, 'মধুর মধুর ধ্বনি বাজে' গানটির অবলম্বন দেবী সরস্বতী |
অবশ্য সেই দেবী নিছক প্রতিমা নন |
তিনি সৃষ্টির দেবী, সৌন্দর্যের দেবী, তিনি শ্রী-স্বরূপা |
কিন্তু আরও সন্ধান চালালে দেখা যায়, অন্য বোনকেও বঞ্চিত করেননি কবিগুরু |
তাঁর একটি গানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লক্ষ্মী দেবী |
আরও আশ্চর্যের কথা, এ গানে আপাত ভাবে ছড়িয়ে রয়েছে কোজাগরী পূর্ণিমারই আলো |
আরও শুনুন: কেবল ধনসম্পদের দেবী নন, বাংলায় শস্যের দেবী রূপেও এককালে পূজা পেতেন লক্ষ্মী |
কী সেই গান? |
রবীন্দ্রনাথ লিখছেন- |
গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে |
সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে |
ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি- |
একলা ঘরের দুয়ার-'পরে কে জাগে আজ, কে জাগে |
কোজাগরী কথাটির উৎপত্তিই 'কো জাগতী' থেকে, অর্থাৎ কে জাগে |
স্পষ্টতই গানে সেই আভাস রেখে গেলেন কবি |
আর গানের শেষ চরণ দুটিতে যেন প্রকাশিত হয়েছে লক্ষ্মীর চঞ্চলা রূপটিই |
নিমেষের অসতর্কতায় যিনি হারিয়ে যান, আর ধরা দেন না |
কবি লিখেছেন- |
আজ যদি রোস্ ঘুমে মগন চলে যাবে শুভলগন, |
লক্ষ্মী এসে যাবেন স'রে- কে জাগে আজ কে জাগে |
'বসুধা' মাসিক পত্রিকায় কার্তিক ১৩১২ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের এই গান |
কোনও অজ্ঞাত কারণে গানটিতে পরে আর সুরারোপ করেননি তিনি |
তাই এই গানটির কোনও স্বরলিপিও পাওয়া যায় না |
ফলে গানটি ক্রমশ বিস্মৃতির আড়ালেই চলে গিয়েছে |
পাশাপাশি বিস্মৃতির আড়ালে যেতে বসেছে এ কথাও, যে, দেবী লক্ষ্মীকে কেন্দ্র করে গান লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর |
শার্লক হোমসের সঙ্গেই ভারতে হাজির প্রথম পুলিশ গোয়েন্দাও, নয়া ভূমিকায় কলকাতা পুলিশ |
কীভাবে কলকাতা পুলিশে গোয়েন্দা বিভাগ শুরু হয়েছিল? শুনে নিন সে কাহিনি |
সংবাদ প্রতিদিন শোনো |
: নাম-সংকীর্তনে কী ফল মেলে? |
শুনে নিন প্লে-বাটন ক্লিক করে |
সংবাদ প্রতিদিন শোনো |
: কাছের মানুষের সঙ্গে বিবাদ হতে পারে কাদের? জেনে নিন রাশিফল |
শুনে নিন প্লে-বাটন ক্লিক করে |
সংবাদ প্রতিদিন শোনো |
মিস করবেন না! |
অবনীন্দ্রনাথ আঁকলেন 'বঙ্গমাতা', স্বদেশিরা আপন করে নিলেন 'ভারতমাতা' রূপে |
বঙ্গভঙ্গের সময়ে আঁকা 'ভারতমাতা' ছবির গল্প শুনে নিন প্লে-বাটন ক্লিক করে |
সংবাদ প্রতিদিন শোনো |
: ঘরে-বাইরে শত্রু বৃদ্ধি পাবে কাদের? জেনে নিন রাশিফল |
কেমন যাবে আপনার দিন? শুনে নিন রাশিফল |
সংবাদ প্রতিদিন শোনো |
: জিলিপি নাকি ভিনদেশি? অমৃতির বাড়িই বা কোথায়! |
জিলিপি বাঙালি খাবার কি না, প্রশ্ন তা নিয়েই |
আর জিলিপির বড় ভাই অমৃতি? সে বাঙালি না অবাঙালি ভেবেছেন কখনও? |
02 2021 - 24. | 24 - 24. |
এই ওয়েবসাইটে কোন হারবাল মুভি আপলোড করা হয় না, |
স্টার জলসা,জি বাংলা, কালারস বাংলা ,সান বাংলা , এন্টার 10 বাংলার নাটক পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ! মাসিক চার্জ মাত্র 100 টাকা (বিকাশ,নগদ নাম্বারঃ) 01611328031 |
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যাবজ্জীবন সাজার আসামির ২০ বছর কারাভোগ শেষ হলে কারা কর্তৃপক্ষ তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় |
সেই সঙ্গে তার পাওনা ছুটির তথ্যও দেওয়া হয় |
এর মধ্যে জোসেফের পরিবারের পক্ষ থেকে তার অসুস্থতার কথা বলে রাষ্ট্রপতির অনুকম্পা চাওয়া হয়েছিল |
রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেওয়ায় জোসেফকে মুক্তি দেওয়া হয়েছে |
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার আদেশ পাওয়ার পর ওইদিনই আমরা উনাকে ছেড়ে দিয়েছি |
১৯৯৬ সালের ৭ মে মোহাম্মদপুরে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যার দায়ে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত |
এ রায়ের বিরুদ্ধে জোসেফ আপিল করলেও মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট |
পরে আপিল বিভাগ এ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন |
জোসেফ ২০ বছর আগে যখন গ্রেপ্তার হয়েছিলেন, তার নামে তখন ঢাকার বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত ১১টি মামলা ছিল |
এর মধ্যে মোস্তাফিজুর রহমান হত্যা মামলা ছাড়া বাকিগুলোর নিষ্পত্তি হয়েছিল আগেই |
বুধবার রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে শারীরিক অসুস্থতার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয় |
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ছাত্রলীগ নেতা ছিলেন এই তোফায়েল আহমেদ জোসেফ |
অভিজাত পরিবারের সন্তান জোসেফের বড় ভাই মেজর জেনারেল আজিজ আহমদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক |
তাদের বাবা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদ |
পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট জোসেফ বড় ভাই হারিস আহমেদের হাত ধরে রাজনীতির মাঠে পদার্পণ করেন |
নব্বইয়ের দশকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তাদের আরেক ভাই সাঈদ আহমেদ টিপু |
নব্বইয়ের দশকে জাতীয় পার্টি ছেড়ে হারিস যোগ দিয়েছিলেন যুবলীগে |
তৎকালীন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও হয়েছিলেন তিনি |
জোসেফ তার বড় ভাইয়ের ক্যাডার বাহিনীর প্রধানের দায়িত্বপালন করেন |
এরপর থেকে মোহাম্মদপুর-হাজারীবাগসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন জোসেফ |
যোগ দেন সুব্রত বাইনের নেতৃত্বে গড়ে ওঠা আলোচিত সেভেন স্টার গ্রুপে |
পুরো রাজধানী তখন সেভেন স্টার গ্রুপ ও ফাইভ স্টার গ্রুপ নামে দুটি বাহিনী নিয়ন্ত্রণ করত |
এভাবেই শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম উঠে আসে জোসেফের |
2019 28 { -: #311; -: 16; } ._{ -: #; } .-{ -:#3377; } .- { :#597490; :10; :#; } .-{ -:1 #597490; :#; :10 10 10 0; -:10; :#; } .--02{ :10; -:#597490; -:; -:10; -:; } .--02 { :#; } .--03{ -:3 #0000; -:10; -:10; :0 0 10 0; } .--03 { :8; :#; -:16; -:; } .--03 { :; } .-01{ :10 0 5 0; } .-01 { :#4334; -:400; -:15; -:20; } .-01 :{ :; } .-02{ :10 0 5 0; } .-02 { : #010101; -:400; -:20; -:24; } .-02 :{ :#597490; } .-03{ -:3; } .-03 { :; -:; -:; } .-03 :{ :#0000; } .{ :30; -:#131718; :#; -:; } ._{ :20; -:#00256; :#; } /* =========*/ ._{ :5 0 5 0;} ._ {:2 0 5 0;} ._ {: #000000;} ._ :{: #0505;} ._ 3{ -: 16; : #000000; -: ; -: 5 5 0 0; -: 2 #6281; -: 5 #6281; -: 5; : 7 10;} #----1 { -: #; -: 16; } # .- .- > > {: #000; : 7 20 7 20;} .- .- > . > , .- .- > . > :, .- .- > . > : { : # !; : 0; -: #124;} } /* ============================ */ # { : ; /* */ : ; /* / */ : 20; /* */ : 30; /* 30 */ -: 99; /* */ : ; /* */ : ; /* */ -: #70101; /* */ : #; /* */ : ; /* */ : 15; /* */ -: 10; /* */ } #: { -: #70101; /* - */ : 0.5; } |
আজকের পত্রিকা |
প্রথম পাতা |
ভিতরের পাতা |
শেষের পাতা |
হবিগঞ্জ সদর |
আজমিরীগঞ্জ |
শায়েস্তাগঞ্জ |
End of preview. Expand
in Dataset Viewer.
YAML Metadata
Warning:
empty or missing yaml metadata in repo card
(https://huggingface.co/docs/hub/datasets-cards)
Citation
If you use any resources included in this repository for your work, please kindly cite the following paper:
M. S. Salim, H. Murad, D. Das and F. Ahmed,
"BanglaGPT: A Generative Pretrained Transformer-Based Model for Bangla Language,"
2023 International Conference on Information and Communication Technology for Sustainable Development (ICICT4SD), Dhaka, Bangladesh, 2023, pp. 56-59, doi: 10.1109/ICICT4SD59951.2023.10303383.
keywords: {Transformers;Tokenization;Encoding;Information and communication technology;Task analysis;Sustainable development;Bangla NLP;BanglaGPT;Bangla Text Generation Model},
- Downloads last month
- 8