text
stringlengths 2
2.21k
|
---|
তখন এলাহাবাদ দেশকে কী প্রেরণা জোগাবে? |
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আপনারা দেশকে কোন্ উচ্চতায় পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করেছেন? আজআপনাদের সেই রোডম্যাপ দেশের জনগণের সামনে তুলে ধরতে না পারলে মানুষের মনে পরিণাম সম্পর্কে আশঙ্কা জন্ম নেবে। |
তবেই মহাত্মা গান্ধী, ডঃ রাধাকৃষ্ণণএবং আজ যিনি এলাহাবাদ উচ্চ আদালতের প্রধান বিচারপতি রয়েছেন, সকলের স্বপ্নকে সফল করতে পারব। প্রধান বিচারপতির মনের কষ্ট লাঘব করতে পারব। |
আর সেজন্য আমাদের প্রত্যেককে নিজের কাজটি পূর্ণদায়িত্ব নিয়ে ভালভাবে করতে হবে। |
আমার দৃঢ় বিশ্বাস, ১২৫ কোটি দেশবাসী এক পা এগোলেদেশ ১২৫ কোটি পা এগিয়ে যাবে। |
এই শক্তিকে আমরা কিভাবে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি, সেই প্রচেষ্টা চালিয়ে যাব। |
সময় বদলে গেছে। |
২০১৪ সালে যখন নির্বাচনী প্রচারে দেশের নানাপ্রান্তে ছুটে বেড়িয়ে ছিলাম, তখন দেশের অনেক অঞ্চলে আমি অপরিচিত মানুষ ছিলাম। |
একটি ছোট উৎসবে আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছিল। |
আমি বলেছিলাম, আমি দায়িত্ব পেলে কতগুলি আইন প্রণয়ন হবে জানি না, কিন্তু প্রত্যেকদিন কমপক্ষে একটি করে আইন বাতিলকরব। |
তখন দেশে এত অজস্র পরস্পর বিরোধী আইন ছিল যে, সরকারগুলি কাজ করতে চাইলেও কাজ করতে পারছিল না। |
সাধারণ মানুষও এর ফলে বিলম্বিত বিচার প্রক্রিয়ার শিকার হচ্ছিলেন।আমি কথা রেখেছি। প্রতিদিন একটিরও বেশি, ইতিমধ্যেই প্রায় ১,২০০ অপ্রয়োজনীয় বাপরস্পর বিরোধী আইন বাতিল করতে পেরেছি। |
এভাবে আমরা দেশের আইন ব্যবস্থাকে যত সরলকরতে পারব বিচার প্রক্রিয়াও তত দ্রুত হবে, পরিবর্তিত সময়ে প্রযুক্তির অবদানঅনস্বীকার্য। |
প্রধান বিচারপতি বলছিলেন, নথির প্রয়োজন নেই, বৈদ্যুতিন মাধ্যমে ফাইল সেকেন্ডের মধ্যে এক জনের কাছ থেকে অন্যজন পেতে পারেন। |
ভারত সরকার তাই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ভারতের বিচার-ব্যবস্থাকে আধুনিক ‘ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি’বা ‘আইসিটি’র মাধ্যমে শক্তিশালী ও সরল করার কাজে হাত দিয়েছে। |
আজ যাঁরা বিচারপতি তাঁরা যখন উকিল ছিলেন, এমনকি কয়েক বছর আগেও যে কোনও মামলা নিয়ে চিন্তাভাবনা করতে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন আইনের বই ঘাঁটতে হ’ত। |
আজকের উকিলদের এতো পরিশ্রম করতে হয় না। |
‘গুগল গুরু’র কাছে জানতে চাইলে দ্রুত স্ক্রিনে ভেসে ওঠে যে ১৯৮৯ সালে অমুক মামলায় বিচারপতি এ ধরনের সিদ্ধান্তনিয়েছিলেন, কিংবা পরে এক্ষেত্রে নতুন ও সরল কোনও আইন পাশ হয়েছে। |
ফলে, অত্যাধুনিকতথ্যসমৃদ্ধ নবীন উকিল প্রজন্মের বিতর্কের উৎকর্ষ বেড়েছে। |
বিচার প্রক্রিয়া কম প্রলম্বিতহচ্ছে। |
আজ কোনও আধিকারিক কোথাও চাকরি করেন। |
তিনি আগে যেখানে ছিলেন তখনকার একটি মামলা আদালতে উঠলে তাঁকে আজ নতুন কাজের জায়গা ছেড়ে সরকারি খরচে আদালতে হাজিরা দিতে দূরবর্তী শহরে যেতে হয়। |
এক্ষেত্রে কি আমরা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিচারপ্রক্রিয়া সারতে পারি না? |
এতে সরকারি কাজ বিঘ্নিত হবে না, সময় এবং অর্থসাশ্রয় হবে। |
বিচারাধীন বন্দীদের আদালতে এনে হাজিরা দিতে যে যাতায়াতের এবং সুরক্ষাবাবদ খরচ হয়, তাও বাঁচানো যেতে পারে! |
এখন যোগীজি মুখ্যমন্ত্রী হয়েছেন। |
তিনি হয়তো ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আদালতে বন্দীদের হাজির করে সরকারের সময় ও অর্থ বাঁচানোর ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণকরবেন। |
ভারত সরকার চায়, এভাবে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বিচার-ব্যবস্থা আধুনিকহয়ে উঠুক। |
আমি দেশের নবীন প্রজন্মের ‘স্টার্টআপ’ প্রযুক্তিবিদ ও ব্যবসায়ীদের বলব আপনারা নতুন নতুন আবিষ্কারের মাধ্যমেবিচার-ব্যবস্থাকে আরও কিভাবে সরলীকৃত করা যায়, সময় ও অর্থ সাশ্রয় করা যায় তাদেখুন। |
যাতে দেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া আপনাদের উদ্ভাবনে সমৃদ্ধ হয়। |
আমরাচেষ্টা করলে অবশ্যই পরস্পরের পরিপূরক হয়ে উঠতে পারব বলে আমার বিশ্বাস। |
আমি আরেকবার দিলীপজি ও তাঁর গোটা টিমকে, সম্মাননীয় বিচারপতিদেরকে, সমাগতঅতিথিদেরকে এই সার্ধশতবার্ষিকী উদযাপন সমারোহের সমাপনকালে অনেক অনেক শুভেচ্ছা জানাই। |
আমি বিশ্বাস করি যে, আগামী ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে মাথায় রেখে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সফল করার সংকল্প নিয়ে আমরা আজ থেকেই সমস্তশক্তি নিয়ে লেগে পড়বো। দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেব। |
নবীন ভারতের নবীন প্রজন্মের জন্য যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের জন্য ঝাঁপিয়ে পড়বো। এই আশা নিয়ে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। |
প্রধানমন্ত্রীগী লোইশঙ ২০১৭ কী এপ্রিল তাং ২ দা জম্মু অমসুং কাশ্মিরদা চেনানি-নাশ্রী তনেল শঙ্গাবগী থৌরমদা পিখিবা প্রধানমন্ত্রীগী ারোল 02 APR 2017 8:04PM by হিন্দুস্থানগী খ্বাইদগী শাংবা তনেলদি হাংদোক্লে, হৌন লোনচৎতি ঐহাক্না পাংথোক্লে, অদুবু ঙসি মফম অসিদা তিল্লরিবা মীপুম খুদিংমক্না অমত্তা ওইনা পুল্লগা তনেল অসি শঙ্গাবা অদু ঐহাক্না পাম্মি অমসুং শঙ্গাবগী মওং মতৌ অদু ঐহাক হায়জগে । |
ময়াম পুম্নমক্না ইশা ইশাগী মোবাইল ফোন পুথোকপিরো, অমত্তা ওইনা ইশা ইশাগী মোবাইল ফোনগী ফ্লাস কাপ্পিরো অমসুং ভারত ইমাগী জয় হায়বা াহৈ অসিগা লোয়ননা, য়েংবিয়ু হৌজিক কেমেরা পুম্নমক অদোমগী ফোতো নম্লি । মোবাইল য়াওবা পুম্নমক পুথোকপিরকও । |
মীপুম খুদিংমক্না ইশা ইশাগী মোবাইদগী ফ্লাস কাপ্লশি । |
মসিগী অশাংবা তনেল অসি জম্মু-কাশ্মিরগীদমক চাওখৎপগী শাংলবা খোংথাং অমনি, মদু ঐহাক্না ময়েক শেংনা উবা ফংলে । |
থবক ফংবগী ওইথোকপা কয়া য়াম্না লৈখি হায়বা অদু ঐখোয়না খংবা ঙম্মি । |
ইচন ইচে মরূপ মপাংশিং, হিন্দুস্থানগী মীপুম খুদিংমক্না কাশ্মির চৎনিংবগী অপাম্বা অমদি অদুমক লৈ । |
কনাগুম্বা অমগী মচা মশু মাংজরিবা অদুশু কাশ্মির ইমাগী মচা মশুনি, মাংজরিবা অদু হিন্দুস্থানগী মচা মশুনি । |
ইচন ইচে মরূপ মপাংশিং, মসিগী ঈগী লান অসি চহি ৪০ ফারবা ফাওবা কনাগীশু কান্নবা পুরকপা ঙমদ্রি । |
মমাং চহিদা ভারত সরকারনা জম্মু কাশ্মিরগীদমক কোতি লিশিং ৮০গী পেকেজ লাওথোকখি, অতেন্বা মতমদা তঙখাই হেন্বা শেনফম চাদিং তৌখিবদা ঐহাক নুঙাইবা ফাওই, মসি অপিকপা াফম নত্তে । |
মসিগীদমক ঐহাক্না জম্মু কাশ্মিরগী সরকার, মুখ্যমন্ত্রী, মহাক্কী মন্ত্রীশিং পুম্নমকপু থমোয় শেংনা থাগৎপা ফোংদোকচরি । |
ইচন ইচে মরূপ মপাংশিং, জম্মু কাশ্মিরগী াফম হেক লাকপগা কাশ্মিরদা লৈরিবা মীওইশিংগী থমোয়দা, জম্মুদা লৈরিবা মীওইশিংগী থমোয়দা, লদাক্তা লৈরিবা মীওইশিংগী থমোয়দা অতল বিহারি বাজপায়গী মমিং মতম পুম্নমক্তা নিংশিংলি । |
মহাক্না পিবিরম্বা মমল য়াম্লবা মন্ত্রশিং অদু পুদুনা ঐখোয়না কাশ্মিরবু অাংবা থাক্তা চাওখৎহন্নবা হোৎনরি, করিগুম্বা মখল অমত্তগী অয়েৎপনা ঐখোয়বু থিংবা ঙমলোই । |
অদুবু ঙমখৈদা ফমলিবা মখোয় অদু মসানা মশাবু ারকচবা ঙমজদে । |
ইচন ইচে মরূপ মপাংশিং, হৌজিক তনেল অমনা কাশ্মিরগী লাইবক লেপলগদি, তম্পাক্কী লৌমীশিংগী পুন্সিদা অহোংবা পুরকপা ঙমগনি, তম্পাক্তা তুরিজম চাওখৎহল্লনি । |
ইচন ইচে মরূপ মপাংশিং, চাওখৎপগী মায়কৈদা ঐখোয় খোং থাংজিল্লশি । জম্মু কাশ্মিরগী নহাশিং মফম অসিগী লাইবক ফনবা ভারত সরকারগী থবক ফংহন্নবা থৌরাংশিংগী কান্নবা লৌবিয়ু, মফম অসিদা লৈরিবা মহৈ মশিংগী অনৌ অনৌবা হিরমশিংগী কান্নবা লৌরো, অাংবা থাক্কী চাওখৎপা অদু ফংবিয়ু । |
প্রধানমন্ত্রীগী লোইশঙ বাবু জগজিবন রাম মহাক্কী মপোক নুমিৎ লাকপদা প্রধানমন্ত্রীনা ইকাই খুম্নবা উৎলি 05 APR 2017 8:42AM by বাবু জগজিবন রাম মহাক্কী মপোক নুমিৎ লাকপদা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা মফমদা ইকাই খুম্নবা উৎখ্রে । |
মন্ত্রীমন্দল ভারত অমসুং ওষ্ট্রেলিয়াগী মরক্তা হেলথ অমসুং মেদিসিনগী লমদা মতেং পিন্ননবা এমওয়ু মন্ত্রীমন্দলনা য়াখ্রে 05 APR 2017 8:34PM by প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা লুচিংবা কেন্দ্রগী মন্ত্রীমন্দলনা ভারত অমসুং ওষ্ট্রেলিয়াগী মরক্তা হেলথ অমসুং মেদিসিনগী লমদা মতেং পিন্ননবা এমওয়ু অদু অয়াবা পিখ্রে । |
াখল লাইনা অমসুং লৌনগন্দবা লৈনাশিং; ৩. এন্তি-মাইক্রোবেল রেজিসতেন্স অমসুং পব্লিক হেলথতা শরুক য়াবা; ৪. |
রেগুলেসন ওফ ফার্মাক্যুতিকেলস, ভেক্সিন্স অমসুং মেদিকেল খুৎলাইশিং; ৫. |
দিজিতেল হেলথ; ৬. |
হিদাক মনা থিংবা; অমসুং ৭. |
মন্ত্রীমন্দল ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা জুদিসিয়েল সেক্তরদা মতেং পিন্ননবগী লমদা এমওয়ু সহি তৌনবা মন্ত্রীমন্দলনা য়াখ্রে 05 APR 2017 8:27PM by প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা লুচিংবা কেন্দ্রগী মন্ত্রীমন্দলনা ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা জুদিসিয়েল সেক্তরদা মতেং পিন্ননবগী লমদা এমওয়ু সহি তৌনবা য়াখ্রে । |
মসিনা লৈবাক অনিগী জুদিসরিগী মরক্তা ম্যুচেল কোওপরেসন দিবেলপ তৌবা, প্রমোত তৌবা অমসুং মপাঙ্গল কনখৎহনবদা মিৎয়েং থম্লি । |
মসিনা লো অমসুং জস্তিসকী লমদা ইকোন কোন্বা দিবলপমেন্তশিংদা লৈবাক অনিগী ওইবা ই-পাও পিথোক পিশিন তৌনবদশু পুক্নিং থৌগৎলগনি । |
মসিনা লম অসিদা ইনফ্রাস্ত্রকচর অমসুং ইনফোর্মেশন তেক্নোলোজিদা নোলেজ পিথোক পিশিন তৌবা ঙমহল্লগনি । |
মন্ত্রীমন্দল ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা ওদিও ভিজুয়েল কো-প্রদক্সনদা এগ্রিমেন্ত মন্ত্রীমন্দলনা য়াখ্রে 05 APR 2017 8:33PM by প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা লুচিংবা কেন্দ্রগী মন্ত্রীমন্দলনা ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা ওদিও ভিজুয়েল কো-প্রদক্সনদা এগ্রিমেন্ত অয়াবা পিখ্রে । |
এগ্রিমেন্ত অদুগী থিন্দোক্লিবা শক্তম এগ্রিমেন্ত অসিনা ফিলমশিং, দোকুমেন্তরিশিং, অমসুং এনিমেশনগী ফিলমশিংগী কো-প্রদক্সন কোবর তৌগনি । |
প্রস্তাব তৌবা এগ্রিমেন্ত অদু য়ান্নবগা লোয়ননা শেম্বা ওদিও-ভিজুয়েল কো-প্রদক্সন অমানা বেনেফিত পুম্নমক্কী মমিং লৌগনি মদুনা লৈবাক অনিমক্কী য়ান্নরবা মখোয়গী মরী লৈনবা লোজ অমসুং রেগুলেসনশিংদা লৈবাক অমা হেক্তগী ওদিও-ভিজুয়েল থবক্তা একোর্দেদ ওইগনি । |
মসিনা লৈবাক অনিমক্কী গ্রোস দোমেস্তিক প্রদক্ত (জিদিপি) হাপচনবদা পোস্ত-প্রদক্সন অমসুং মসিগী মার্কেতিং য়াওনা ওদিও-ভিজুয়েল কো-প্রদক্সনগী এরেনাদা আর্তিস্তিক, তেক্নিকেল লোয়ন লোয়ননা নন-তেক্নিকেলগী মীওইশিংগী মরক্তা এঙ্গেঞ্জ তৌদুনা থবক ফংহল্লগনি । |
হৌজিক ফাওবদা ভারতনা ইতালি, য়ুনাইতেদ কিংদম, জর্মন, ব্রাজিল, ফ্রান্স, ন্যু জিলেন্দ, পোলেন্দ, স্পেন, কানাদা, অমসুং রিপব্লিক ওফ কোরিয়াগা লোয়ননা ওদিও-ভিজুয়েল কো-প্রদক্সনদা খোং থাংজিল্লে । |
মন্ত্রীমন্দল ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা মাস মেদিয়াগী লমদা মতেং পিন্ননবা এমওয়ু মন্ত্রীমন্দলনা য়াখ্রে 05 APR 2017 8:29PM by প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীনা লিচিংবা কেন্দ্রগী মন্ত্রীমন্দলনা ভারত অমসুং বঙ্গলাদেসকী মরক্তা মাস মেদিয়াগী লমদা মতেং পিন্ননবা এমওয়ু অয়াবা পিখ্রে । |
এগ্রিমেন্ত অদুগী থিন্দোক্লিবা শক্তম কোওপরেসনগী মরুওইবা হিরমশিং অদুদি: মাস মেদিয়াগী লমদা খং হৈরবশিং একচেঞ্জ তৌবদা পুক্নিং থৌগৎপা । |
মাস মেদিয়াগা মরী লৈনবা মাস মেদিয়া এক্তিবিতিশিং অমসুং স্তেতিস্তিকেল দাতাগী রেগুলেসন তৌবগী লমদা মতেং পিন্নবা অমসুং এক্সপেরিয়েন্স সেয়ার তৌনবা । |
অমগা অমগা পিথোক পিশিনদা য়ুমফম ওইরগা প্রোফেস্নেল দ্যুতিশিংগী প্রফোমেন্সকী মথৌতাবা কন্দিসনশিং ফংহন্নবা ওফিসশিং শেগৎ শাগৎপদা মাস মেদিয়াগী মীহুৎশিংদা থাজবা ফংহন্বা । |
শিল্পওবাণিজ্যমন্ত্রক ভারত-চিন বাণিজ্যিক ঘাটতি : রাজ্যসভায় তথ্য পেশ করলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী ২০১৬-১৭ অর্থ বছরের এপ্রিল-ফেব্রুয়ারি – এই ১১ মাসে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য হ্রাস পেয়েছে ০.৮৭ শতাংশ ২০১৬-১৭ অর্থ বছরের এপ্রিল-ফেব্রুয়ারি – এই ১১ মাসে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য হ্রাস পেয়েছে ০.৮৭ শতাংশ। ঐ সময়কালে চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেনের অঙ্ক ছিল ৬৪.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। |
এর ফলে, চিনের সঙ্গে ভারতের বাণিজ্যিক ঘাটতি লক্ষ্য করা গেছে ৪.১ শতাংশের মতো। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য পেশ করে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জানান, চিন ও ভারতের মধ্যে এক সুষম অর্থনৈতিক তথা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে দু’দেশের বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে পাঁচ বছর মেয়াদি এক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৪ সালে। |
তাতে বলা হয় যেচিনের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি ভারতের পক্ষে বিশেষ উদ্বেগের বিষয়। |
তাই, দ্বিপাক্ষিক স্বার্থের কথা চিন্তা করে ঐ পাঁচ বছরে বাণিজ্যিক ঘাটতি পুষিয়ে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়। |
ঐ চুক্তিতে আরও বলা হয় যে তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক পরিষেবার প্রসারে এই দুটি দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও চাঙ্গা করে তোলার উদ্যোগ গ্রহণ করবে। |
শ্রীমতী সীতারমন আরও জানান, চিন সহ বিভিন্ন দেশে রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার জন্য রপ্তানিকারকদের সবরকম ভাবে সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। |
কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক তথ্যের অধিকার আইনের আওতায় নিয়মনীতির পরিবর্তন সম্পর্কিত প্রকাশিত ও প্রচারিত সংবাদ ভিত্তিহীন : কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্যের অধিকার আইনের আওতায় সরকার কয়েকটি নতুন নিয়ম চালু করেছে এবং এর ফলে সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নাগরিকদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তথ্যের অধিকার আইনের আওতায় সরকার কয়েকটি নতুন নিয়ম চালু করেছে এবং এর ফলে সরকারের কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নাগরিকদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে – এই মর্মে কোন কোন সংবাদ মাধ্যমে এক মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। |
প্রকাশিত ঐ সংবাদে অভিযোগ করা হয়েছে যে তথ্যের অধিকার আইনের আওতায় সুনির্দিষ্ট তথ্য চেয়ে পাঠানোর ক্ষেত্রে আবেদনকে ৫০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে এবং অন্যায়ভাবে অতিরিক্ত ফি বা অর্থ আদায়ের সংস্থানও রাখা হয়েছে। |
সরকারের পক্ষ থেকে এর উত্তরে জানানো হয়েছে যে প্রকৃত ঘটনা প্রকাশিত ও প্রচারিত সংবাদের ঠিক বিপরীত। |
তথ্যের অধিকার আইন, ২০০৫-এর ২৭ নম্বর ধারা অনুযায়ী তথ্যের অধিকার সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করে কেন্দ্রীয় সরকার ২০১২-র ৩১ জুলাই তারিখে। |
কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ দপ্তরের সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত বিশদ নিয়মাবলী আপলোড করা হয়। |
সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তথ্যের অধিকার সম্পর্কিত আবেদন ৫০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়, তবে, প্রয়োজন ভেদে বা ব্যতিক্রমী ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য নয়। |
২০১২ সালেই এ সম্পর্কিত নিয়মনীতি নির্ধারণ করে বিজ্ঞপ্তির আকারে তা প্রকাশ করা হয়। |
পরবর্তীকালে দিল্লি উচ্চ আদালতে ২০০৭-এর কেন্দ্রীয় তথ্য কমিশন(ব্যবস্থাপনা) সম্পর্কিত নিয়মনীতিটিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন পেশ করা হলে আদালততা খারিজ করে দেয়। |
বর্তমানে এই আবেদন শীর্ষ আদালতের বিবেচনাধীন রয়েছে। |
এর পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তথ্য কমিশনের সঙ্গে পরামর্শক্রমে একগুচ্ছ নিয়মনীতির কথা সুসংবদ্ধ আকারে প্রকাশ করার । |
এই সিদ্ধান্ত অনুসারে নিয়মাবলী সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করা হয়েছে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে। |
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তথ্যের অধিকার সম্পর্কিত আবেদনের ক্ষেত্রে ফি-এর মাত্রা কোনভাবেই বৃদ্ধি করা হয়নি বা তাতে কোনরকম পরিবর্তন আনা হয়নি। |
শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই আবেদন গ্রহণ করাহবে এ ধরনের কোন নতুন নিয়মও সরকারের পক্ষ থেকে চালু করা হয়নি। |
সরকারি পোর্টালে নিয়মনীতি সম্পর্কিত যে সমস্ত তথ্য আপলোড করা হয়েছে সে সম্পর্কে সাধারণের মতামতও আহ্বান করা হয়েছে। |
আগামী ১৫ এপ্রিল, ২০১৭-রমধ্যে নাগরিকরা এ সম্পর্কে তাঁদের মতামত পেশ করতে পারেন। |
অনলাইন পদ্ধতিতে কিংবা সাধারণভাবেও সংশ্লিষ্ট দপ্তরে মতামত পাঠানো যেতে পারে। |
লতাকৃষ্ণা রাওসহ অন্য উচ্চপদস্হ আধিকারিক, বাবুজির পরিবারের সদস্য-সদস্যা, অনুরাগী, মন্ত্রিসভার অন্য সদস্য ও সাংসদবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করে বিশেষ সর্বধর্ম প্রার্থনা সভায় সামিল হন | এই প্রার্থনা সভা পরিচালনায় ছিলেন, বিভিন্ন ধর্মের পুরিহিত, গ্রন্থি, ফাদার ও মৌলবিগণ| |
প্রধানমন্ত্রীরদপ্তর বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। |
ভারতের প্রতি তাঁর সেবা এবং প্রান্তিক মানুষদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম আমাদের সর্বদাই অনুপ্রাণিত করে”। |
তথ্যওসম্প্রচারমন্ত্রক চলচ্চিত্র নির্মাণ ও বিপণনের ক্ষেত্রে ভারত-রাশিয়া সহযোগিতা : ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং রাশিয়ার দূরসঞ্চার এবং জনসংযোগ ও যোগাযোগ উপ-মন্ত্রীর মত বিনিময় বিদেশি চলচ্চিত্র নির্মাতাদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন ভিসা ব্যবস্থা প্রবর্তন করার ফলে দেশ-বিদেশের চলচ্চিত্রকারদের এ দেশে আসার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে বিদেশি চলচ্চিত্র নির্মাতাদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন ভিসা ব্যবস্থা প্রবর্তন করার ফলে দেশ-বিদেশের চলচ্চিত্রকারদের এ দেশে আসার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। |
ভারতকে বিশ্বের এক আকর্ষণীয় চলচ্চিত্র গন্তব্য রূপে তুলে ধরার লক্ষ্যে ফিল্ম ভিসা এবং ফিল্ম ফেসিলিটেশন অফিস চালু করা হয়েছে। |
আজ এখানে রাশিয়ার দূরসঞ্চার এবং জনসংযোগ ও যোগাযোগ সম্পর্কিত উপ-মন্ত্রীমিঃ আলেক্সি ভোলিনের নেতৃত্বে এ দেশ সফররত এক রাশিয়ান প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে একথার উল্লেখ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কর্ণেল রাজ্যবর্ধন রাঠোর। |
মুম্বাইতে তাঁর মন্ত্রকের পক্ষ থেকে যে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর অ্যানিমেশন্স, ভিস্যুয়াল এফেক্ট্স, গেমিং অ্যান্ড কমিক্স (এভিজিসি) গড়ে তোলার প্রস্তাব রয়েছে সে সম্পর্কেও প্রতিনিধিদলকে অবহিত করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। |
অ্যানিমেশন্স, গ্রাফিক্স এবং ভিস্যুয়াল প্রচার-ব্যবস্থা সম্পর্কে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি খতিয়ে দেখতে দুই মন্ত্রীই আজ সহমত প্রকাশ করেন এই আলোচনা-বৈঠককালে। |
বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি মাধ্যম হিসেবেচলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনা করেন কর্ণেল রাঠোর ও মিঃ ভোলিন।চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে ভারত ও রাশিয়া নিজের নিজের দেশের ছবিগুলি একে অন্যের দেশে দেখানোর ব্যবস্থা করতে পারে বলে সহমত ব্যক্ত করেন দুই মন্ত্রীই। |
চলচ্চিত্রের বাজার সৃষ্টির কাজে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এবং রাশিয়ান ফেডারেশনের এই ধরনের জাতীয় সংস্থার পারস্পরিক সহযোগিতা প্রসারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। |