text
stringlengths 2
2.21k
|
---|
সংশ্লিষ্ট বিষয়ে সরকার সি আই এস এফ এবং এ এস আই - এর কাছ থেকে রিপোর্ট পেয়েছে। |
সি আই এস এফ - র কোন জওয়ান বাএ এস আই এর কর্মী এরকম কিছু করেননি বলে জানানো হয়েছে। |
সাধারণভাবে তাজমহলে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার কারণে ধূমপানের সামগ্রী , চিউইংগ্রাম , চকলেট ইত্যাদি নিরাপদ জায়গায় জমা রাখা হয়। |
কিন্তু কাউকে সংশ্লিষ্ট উত্তরীয় খুলতে বলা হয়নি বলে দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে। প্রয়োজনে প্রমাণ হিসেবে সেদিকের সি সি টি ভি ফুটেজও সি আই এস এফ - র তত্ত্বাবধানে নিরাপদে সংরক্ষিত আছে। |
সেখানেই স্পষ্ট যে সংশ্লিষ্ট মহিলা পর্যটক রামনাম লেখা উত্তরীয়সহই ভিতরে প্রবেশ করেছিলেন। |
এই প্রসঙ্গে আরও জানানো হয় , এর বাইরে এরকম অনেক ঘটনা ঘটে থাকলে তার সঙ্গে সি আই এস এফবা এ এস আই কোনভাবে জড়িত নয়। বিশেষ করে তাজমহলে প্রবেশের ক্ষেত্রে কোন বিশেষ রঙ , ধর্মীয় প্রতীক বা পোশাক ইত্যাদিতে বাধানিষেধের বালাই নেই বলেই সরকারিভাবে জানানো হয়েছে। |
সারা দেশে মেট্রো রেল প্রকল্পের দ্রুত সম্প্রসারণে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক থেকে মেক ইন ইন্ডিয়া প্রচারসূচির আওতায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এতে সংশ্লিষ্ট মেট্রো কোম্পানিগুলিকে বাধ্যতামূলক ভাবে মেট্রো গাড়ি , জটিল যন্ত্রপাতি ও উপব্যবস্থাপনায় শুধুমাত্র ভারতে তৈরি সামগ্রীই যেন ব্যবহৃত হয় সেরকম শর্তারোপ করা হয়েছে। |
এক্ষেত্রে গুণমানের বিষয়টিও দরপত্রের শর্তে বিশেষভাবে যুক্ত রয়েছে বলে কেন্দ্রীয নগরোন্নয়নমন্ত্রী শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন। তিনি আরও জানান, সমস্ত মেট্রো কোম্পানিকেই এব্যাপারে গত সপ্তাহের শুক্রবারে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। |
বিভিন্ন অতিরিক্ত যন্ত্রসামগ্রীর উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে দেশীয় উৎপাদনে ন্যূনতম ২৫ শতাংশ যোগদান থাকবে। বিশেষ করে তা মূল উৎপাদক সংস্থার উৎপাদন হতে হবে।এছাড়া মেট্রো গাড়ির চাহিদা পূরণের জন্য সংশ্লিষ্ট রাজ্যস্তরেও স্থানীয় ভিত্তিতে ব্যবস্থাপনা প্রস্তুত করতে হবে। |
বর্তমানে দেশে ১৯১২ টি মেট্রোর কামরা সক্রিয় আছে।আরও ১৪২০টি কামরা সংযোজিত হতে চলেছে। |
আগামী ৩ বছরের মধ্যে ১৬০০ - রও বেশি মেট্রো গাড়ির চাহিদা তৈরি হবে।এর প্রতিটি কামরার জন্য গড়পড়তা খরচ ১০ কোটি টাকা করে। |
মন্ত্রক এই ক্ষেত্রে বহুদিনের দাবি অনুযায়ী গুণমানের বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত ধারায় বজায় রাখবে । |
পাশাপাশি বিভিন্ন মেট্রো ব্যবস্থাপনার দেশীয়করণেও সুপারিশ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। |
সেক্ষেত্রে মনুষ্যবিহীন ট্রেন পরিচালনা , ১৪৩২ মিমি মান্য রেলগেজের সঙ্গে চুড়ান্ত সময়ে ৪৫০০০ যাত্রী ধারণের উপযোগী কামরার পরিসর – এরকম নানা বিষয় যুক্ত হয়েছে। |
বর্তমানে সর্বাধিক ৩২৬ কিমি দৈর্ঘ্যের মেট্রো রেল পরিষেবা সারা দেশের৭টি নগরীতে পরিচালিত হচ্ছে। এর মধ্যে কলকাতা , দিল্লি , মুম্বাই , জয়পুর , গুরগাঁও , বেঙ্গালুরু এবং চেন্নাইতে এই পরিষেবাচালু রয়েছে। |
এখন পর্যন্ত মোট ১১টি নগরীতে মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ৫৪৬কিমি দৈর্ঘের এই কাজ ছাড়া আরও ১৩টি নগরীতে ৯০৩ কিমি মেট্রো রাস্তা বিবেচনাধীন আছেবলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। |
ঐবার্তায় তিনি আরও বলেছেন যে, “গ্রাম-ভারতের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের একটি সফল মঞ্চই হল পঞ্চায়েত প্রতিষ্ঠান । |
একটি মাশুলহীন এসএমএস পাঠাতে বলা হয়, যার মাধ্যমে এবং কল-ড্রপের বেশী কম সমস্যা থাকা মহানগর বা শহর বা গ্রামের নাম জানানো যাবে। আইভিআরএস ব্যবস্হা চালু হওয়ার পর থেকে দেশের নানা স্হানে বিভিন্ন টেলি যোগাযোগ সংস্হার পরিষেবা গ্রহণকারী ২৬৯৭ লক্ষ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হয়।তাঁদের মধ্যে ৩.৫৬ লক্ষ (প্রায় ১৩ শতাংশ) গ্রাহক সমীক্ষায় অংশগ্রহণ করেন। |
বাকি ৮৭শতাংশ গ্রাহকরা সমীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছিলেন না, না হয় অতিরিক্ত কল-ড্রপের সমস্যার সম্মুখীন হন নি। |
অংশগ্রহণকারীদের মধ্যে ২.১৫ লক্ষ গ্রাহকের (প্রায় ৬০শতাংশ) অতিরিক্ত কল-ড্রপের অভিজ্ঞতা হয়েছে। |
প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে যেকল-ড্রপের সমস্যাগুলি মূলত বাড়ির ভেতরেই ঘটছে। |
টেলি পরিষেবা প্রদানকারী সংস্হাগুলিকে গ্রাহক প্রতিক্রিয়ার তথ্য জানানো হয়েছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী ব্যবস্হা গ্রহণ করা যায় এবং প্রতি পক্ষকালে টেলিকম দপ্তরকে গৃহীত পদক্ষেপসংক্রান্ত রিপোর্ট ও জমা দেওয়া যায়। |
সংস্হাগুলি কল-ড্রপের সমস্যা সম্বন্ধে অভিযোগ জানানো প্রত্যেক গ্রাহকের সঙ্গে টেলিফোন বা এসএমএস-এর মাধ্যমে, ইংরেজী ও স্হানীয় ভাষায় যোগাযোগ করেছে যাতে আরো তথ্য জোগাড় করে সমস্যার সমাধান করা যায়। |
যোগাযোগ মন্ত্রক নিয়মিতভাবে ব্যবস্হার কার্যকারিতার ওপর নজর রাখে এবং উন্নতি সাধনের বিভিন্ন দিকগুলি বাতলে দেয়। |
এর ফলে, সংশ্লিষ্ট সবপক্ষই লাভবান হয়েছে। |
অর্থমন্ত্রক কৃষিআয় ও উপার্জনের ওপর কর ধার্যের কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই : সুস্পষ্টভাবে জানালেন শ্রী অরুণ জেটলি কৃষিক্ষেত্র থেকে অর্জিত আয়ের ওপর কোনরকম কর ধার্যের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই কৃষিক্ষেত্র থেকে অর্জিত আয়ের ওপর কোনরকম কর ধার্যের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি। |
এ বিষয়ে যে কোনরকমের দ্বিধা বা সংশয়ের অবসান ঘটাতে তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করতে ইচ্ছুক যে কৃষির আয়ের ওপর কর ধার্যের কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। |
কারণ, সংবিধান নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী কৃষি আয়ের ওপর করধার্যের বিষয়টি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার বহির্ভূত। |
প্রধানমন্ত্রীরদপ্তর ‘প্রগতি’র মঞ্চে প্রধানমন্ত্রী : পর্যালোচনা করলেন বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচির রূপায়ণ ও অগ্রগতির বিষয়গুলিকে প্রযুক্তি পরিচালিত ‘প্রগতি’রমঞ্চে আজ অষ্টাদশ পর্বের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি পরিচালিত ‘প্রগতি’রমঞ্চে আজ অষ্টাদশ পর্বের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদিনের আলোচনায় নেতৃত্ব দেন স্বয়ং প্রধানমন্ত্রীই। |
ভারতীয় রেল সম্পর্কে বিভিন্ন অভিযোগ এবং তা নিরসনের ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি তিনি পর্যালোচনা করেন ‘প্রগতি’র মঞ্চে। |
রেল কর্মীদের দুর্নীতি সম্পর্কে প্রচুর অভিযোগ জমা পড়ায় প্রকৃত দোষী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। |
সমস্তরকম ক্ষোভ ও অনুসন্ধানের জন্য এক অভিন্ন টেলিফোন নম্বরের ব্যবস্থা করার জন্যও তিনি পরামর্শ দেন রেল কর্তৃপক্ষকে। দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে হেল্পলাইনের কাজেও এই অভিন্ন নম্বরের ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। |
মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ,উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড সহ কয়েকটি রাজ্যের গুরুত্বপূর্ণ রেল, সড়ক এবং বিদ্যুৎ পরিকাঠামো ক্ষেত্রের অগ্রগতির বিষয়টিও এদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। |
মুম্বাই মেট্রো, তিরুপতি-চেন্নাই মহাসড়ক,উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সড়ক প্রকল্প এবং জম্মুও কাশ্মীরের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংবহন লাইনের কাজকর্মের অগ্রগতিও ছিল প্রধানমন্ত্রীর পর্যালোচনা সূচির অন্তর্ভুক্ত। |
শিশুদের সার্বজনীন টিকাকরণ কর্মসূচি, ‘মিশন ইন্দ্রধনুষ’-এর অগ্রগতি পর্যালোচনাকালে দেশেরযে ১১টি জেলায় এই কর্মসূচির রূপায়ণ তুলনামূলকভাবে অনেক কম, সেগুলির দিকে বিশেষ নজরদেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। |
তিনি বলেন, সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এবং কোন শিশুই যাতে টিকাকরণ কর্মসূচি থেকে বাদ না পড়েতা নিশ্চিত করতে এনসিসি ও নেহরু যুব কেন্দ্রের মতো যুব সংগঠনগুলিকেও এই কাজের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। |
স্বচ্ছতা সম্পর্কিত কার্যসূচিগুলির রূপায়ণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতা পক্ষ’উদযাপনের মতো বিষয়গুলিকে স্থায়ী সমাধানের লক্ষ্যে জন-আন্দোলনের রূপ দেওয়া প্রয়োজন।‘অম্রুত’ মিশনের কাজকর্ম পর্যালোচনাকালে এলইডি বাল্বের মতো আধুনিকতম প্রযুক্তির সাহায্যে অর্জিত সাফল্যকে বহুগুণে বাড়িয়ে তোলার ওপর জোর দেন তিনি। এই কাজের সাফল্য যাতেউচ্চ প্রশংসিত হয়, তা নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। |
স্বাধীনতার ৭৫তম বার্ষিকী অর্থাৎ, আগামী ২০২২ সালের মধ্যে দেশের সার্বিক রূপান্তরের লক্ষ্যে সুসংবদ্ধ পরিকল্পনা ও পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান সকল কেন্দ্রীয় সচিব এবং বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের। |
মহাত্মা গান্ধীর সার্ধ শত জন্মবার্ষিকী, ২০১৯-এর আগেই পরিচ্ছন্নতা রক্ষার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। |
প্রধানমন্ত্রীরদপ্তর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দূরভাষ বার্তায় আলোচনা নেপালের প্রধানমন্ত্রীর নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’ মঙ্গলবার দূরভাষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’ মঙ্গলবার দূরভাষে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। |
ভারত-নেপাল সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তাঁরা আলোচনা ও মত বিনিময় করেন দূরভাষ বার্তায়। |
নেপালের প্রেসিডেন্ট শ্রীমতী বিদ্যা দেবী ভাণ্ডারীর সদ্য সমাপ্ত সফল ভারত সফরের কথাও উঠে আসে তাঁদের আলোচনাকালে। |
সংবিধান রূপায়ণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষকে যুক্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে নেপাল সরকার, সে সম্পর্কে শ্রী মোদীকে অবহিত করেন নেপালের প্রধানমন্ত্রী। |
তিনি জানান,প্রায় ২০ বছরের সময়কালের মধ্যে এই প্রথম স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নেপালে। এই কাজে ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতাও প্রার্থনা করেন তিনি। |
শান্তি, স্থিতিশীলতা এবং আর্থ-সামাজিক রূপান্তরের লক্ষ্যে নেপালের জাতীয় প্রচেষ্টায় ভারতের সরকার ও জনসাধারণের পক্ষ থেকে শুভেচ্ছার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। নেপালের স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের নির্বাচনে ভারত সম্ভাব্য সকল ক্ষেত্রেই সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন পুষ্প কমল দহলকে। |
দু’দেশের জনসাধারণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে ভারত-নেপাল সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারস্পরিক প্রতিশ্রুতিরও পুনরুচ্চারণ করেন দুই প্রধানমন্ত্রী। |
কেন্দ্রীয়মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে গণ-মাধ্যমের ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতা স্মারকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে গণ-মাধ্যমের ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতা স্মারকে (মউ) অনুমোদন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশের মধ্যে গণ-মাধ্যমের ক্ষেত্রে সহযোগিতায় সমঝোতা স্মারকে (মউ) অনুমোদন দিল | এই মউ-এর লক্ষ্যণীয় বৈশিষ্ট্য হচ্ছে: ২. |
গণ-মাধ্যমের ক্ষেত্রে বিশেষজ্ঞদের বিনিময়ে উত্সাহ প্রদান| ৩. গণ-মাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রের শিক্ষামূলক, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যেও সহযোগিতায় উত্সাহ বৃদ্ধি| ৪. গণ-মাধ্যম কার্যক্রম ও গণ-মাধ্যমের সঙ্গে যুক্ত পরিসংখ্যানগত তথ্যের বিধিনিয়মের ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতার আদান প্রদান করা| ৫. |
পারস্পরিক সুবিধা প্রদানের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য গণ-মাধ্যমের স্বীকৃত প্রতিনিধিদের প্রয়োজনীয় অবস্থার সৃষ্টির ক্ষেত্রে কার্যালয় স্থাপনে সহায়তা করা| |
শিল্পওবাণিজ্যমন্ত্রক দেশের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে মেধাস্বত্ত্ব অধিকার সচেতনতার কর্মসূচির উদ্বোধন মেধাস্বত্ত্ব অধিকার প্রোৎসাহন এবং ব্যবস্থাপনা ( সি আই পি এ এম ) সংক্রান্ত শাখা আন্তর্জাতিক ট্রেডমার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে দেশব্যাপী এক সচেতনতার প্রচার কর্মসূচির সূচনা মেধাস্বত্ত্ব অধিকার প্রোৎসাহন এবং ব্যবস্থাপনা ( সি আই পি এ এম ) সংক্রান্ত শাখা আন্তর্জাতিক ট্রেডমার্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে দেশব্যাপী এক সচেতনতার প্রচার কর্মসূচির সূচনা করেছে। নয়াদিল্লির আরকেপুরমে সেক্টর টু - তে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে সারা দেশের স্কুলগুলির জন্য এই কর্মসূচির উদ্বোধন হয়। |
দেশে সৃজনশীলতাও উদ্ভাবনকে উজ্জীবিত করতেই সরকার এই তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করে । ডি আই পি পি- র যুগ্ম সচিব রাজীব আগরওয়াল জানান, মেধাস্বত্ত্ব সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। |
প্রয়োজনমাফিক আঞ্চলিক ভাষার তর্জমারও ব্যবস্থা এতে থাকবে। এই কর্মসূচিরই উদ্বোধনী আয়োজনে এক ঘন্টা ব্যাপী মতামত আদান প্রদানের বিষয় ছিলো। |
এতে বিভিন্ন খেলাধুলো, বর্ণময় ও আলোড়ন ফেলা পোস্টার এবং অন্য নানা বিষয় মেধাস্বত্ত্ব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে যুক্ত করা হয়। |
কৃষিমন্ত্রক ২০১৭-র খারিফ মরশুমের প্রচার সম্পর্কে জাতীয় সম্মেলনের সূচনা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রাধামোহন সিংহ জানিয়েছেন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণ তহবিলে সর্বাধিক অঙ্কের বরাদ্দ মঞ্জুর করে কৃষিক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের প্রমাণ রেখেছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রাধামোহন সিংহ জানিয়েছেন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণ তহবিলে সর্বাধিক অঙ্কের বরাদ্দ মঞ্জুর করে কৃষিক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের প্রমাণ রেখেছে। |
সরকার কৃষি উৎপাদন, উৎপাদনশীলতা নিশ্চিত করা,দুগ্ধ, প্রাণীপালন ও মৎস্য পালনের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে কৃষিজ শিক্ষা, গবেষণাও সম্প্রসারণের সংস্থার মাধ্যমে কাজ এগিয়ে চলেছে। ২০১৭-র খারিফ মরশুমে কৃষি সংক্রান্ত প্রচারের লক্ষ্যে দু’দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করে মঙ্গলবারশ্রী সিংহ এই কথাগুলি বলেন। |
এতে বিগত বছরে চাষাবাদের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতের কৃষি পরিকল্পনার বিভিন্ন দিকে আলোকপাত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার ওপর জোর দিয়েছেন বলেও জানান। |
তিনি এই প্রসঙ্গে সরকারের কৃষি বিকাশমূলক বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। |
সরকার কৃষি সংশ্লিষ্ট সমস্ত প্রকল্প ও কর্মসূচিকে বিশেষ দৃষ্টিতে দেখছে বলেও তিনি মন্তব্য করেন। |
সবার সমবেত উদ্যোগের আহ্বান জানিয়ে শ্রী সিংহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যান তুলে আগামীর অগ্রিম পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য প্রদান করেন। তিনি কৃষকরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলেও জানান। |
জাতীয় খাদ্য সুরক্ষা মিশন (এন এফ এস এম), জাতীয় উদ্যানচর্চা মিশন (এন এইচ এম),রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (আর কে ভি ওয়াই) ও প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর (ডি বিটি) এর মাধ্যমে সার্বিক সুবিধের আওতায় প্রাথমিকভাবে ১৯টি রাজ্যের ৪৮২টি জেলাকে রূপায়নের জন্য বেছে নেওয়া হলেও এন ডি এ সরকার ক্ষমতাসীন হওয়ার পর ২৯টি রাজ্যের৬৩৮টি জেলাকে নানাভাবে আ্ওতাভুক্ত করে নেওয়া হয়েছে। |
এর বাইরে ২.৭০লক্ষ হেক্টর জমিকে জৈবচাষের আ্ওতায় নিয়ে আসা হয়েছে। |
এছাড়া কৃষি উৎপাদনে সমর্থনমূল্য যোগান দিতে এফ সি আই, সি সি এল, জে সি এল, এনএ এফ ই ডি, এস এফ এ সি-র মতো সংস্থাকে কাজে লাগানো হয়েছে বলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন। |
তিনি বিশেষভাবে খারিফ মরশুমের জন্য রাজ্য সরকারগুলিকে ও আলাদাভাবে পরিকল্পনা করার আহ্বান জানান। |
বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সরকারি উন্নয়ন প্রকল্পগুলি সময়ের মধ্যে শেষ করে কৃষকদের যথাসময়ে চাষাবাদ শুরুর ক্ষেত্রে সমস্ত ধরনের নিশ্চয়তায় নজর দিতেও অনুরোধ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী সিংহ। |
পানীয়জলওস্বাস্থ্যব্যবস্থামন্ত্রক কেন্দ্র স্বচ্ছ ভারত মিশন - এর আওতায় নতুন দশটি স্বচ্ছ ধর্মীয় স্থানগ্রহণ করেছে জম্মু ও কাশ্মীরের কার্তায় মাতা বৈষ্ণ দেবী মন্দিরে মঙ্গলবার স্বচ্ছ ভারত মিশন - এর আওতায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রকের উদ্যোগ জম্মু ও কাশ্মীরের কার্তায় মাতা বৈষ্ণ দেবী মন্দিরে মঙ্গলবার স্বচ্ছ ভারত মিশন - এর আওতায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রকের উদ্যোগ ‘ স্বচ্ছ ধর্মীয় স্থান ’ ( এস আই পি )- এর দ্বিতীয় ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। |
দশটি ‘ স্বচ্ছ ধর্মীয় স্থান ’- এর কর্ম পরিকল্পনা প্রথম পর্বে ইতিমধ্যে রূপায়ন করা হচ্ছে। |
এই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মিরের রাজ্যপাল শ্রী এন এন ভোরা , কেন্দ্রীয় গ্রামোন্নয়ন , পঞ্চায়েত রাজ ও পানীয় জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড : জিতেন্দ্র সিং , জম্মু ও কাশ্মিররের প্রতিমন্ত্রী শ্রীঅজয় নন্দা , পানীয় জল ও স্বাস্থ্য বিধান মন্ত্রকের সচিব শ্রী পরমেশ্বরণ আয়ার এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান মন্ত্রক , নগর উন্নয়ন মন্ত্রক , পর্যটন মন্ত্রক , সংস্কৃতি মন্ত্রক , রাজ্যসমূহ , অংশগ্রহণকারী সরকার অধিগৃহীত সংস্থাসমূহও অন্যান্য স্থানীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা । |
এই উপলক্ষে শ্রী নরেন্দ্র সিং তোমর ‘ স্বচ্ছ ধর্মীয় স্থান ’ সংক্রান্ত উদ্যোগের দ্বিতীয় পর্বের আওতায় গৃহীতব্য দশটি নতুন ধর্ম বিষয়ক স্থানের নাম ঘোষণা করেন। |
এই দশটি নতুন ধর্ম বিষয়ক স্থানকে উচ্চমানের স্বচ্ছতা ও দর্শনার্থীদের সুযোগ - সুবিধা বিশিষ্ট করে তোলা হবে এবং এগুলি হল : ১ . |
গঙ্গোত্রী , ২ . |
যমুনেত্রী , ৩ . |
মহাকালেশ্বর মন্দির , উজ্জয়িন , ৪ . |
চারমিনার , হায়দারাবাদ , ৫ . |
চার্চ এন্ড কনভেন্ট অভ সেন্ট ফ্রান্সিস অব আসিসি , গোয়া , ৬ . |
এর্ণাকুলামে আদি শঙ্করাচার্যের স্বর্গীয়কলাদি , ৭ . শর্বানবেল গোলায় গোমতেশ্বর , ৮ . |
বিহারে গয়া তীর্থ এবং ১০ . |
গুজরাটে সোমনাথ মন্দির। |
ইতিমধ্যে যে দশটি ধর্মীয় স্থানকে প্রথম পর্বে গ্রহণ করা হয়েছে সেগুলি হল : ১ . |
আজমীর শরিফ দরগা , ২ . |
সি এস টি , মুম্বাই , ৩ . |
স্বর্ণ মন্দির , অমৃতসর , ৪ . |
কামাক্ষ্যা মন্দির , আসাম , ৫ . মণিকর্ণিকা ঘাট , বারানসী , ৬ . |
মীনাক্ষী মন্দির , মাদুরাই , ৭ . |
শ্রী মাতা বৈষ্ণ দেবী , কাতরা , জম্মু ও কাশ্মির , ৮ . |
শ্রী জগন্নাথ মন্দির , পুরি , ৯ . |
তাজমহল , আগ্রা , ১০ . |
তিরুপতি মন্দির , তিরুমালা। |
শ্রী তোমর স্বচ্ছ ভারত মিশন - এর আওতায় কাজের অগ্রগতির উপর আলোকপাত করেন। |
তিনি বৈঠকে বলেন যে দেশ স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে দ্রুত ও উল্লেখযোগ্য অগ্রগতি সম্পাদন করেছে , যেখানে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে ৬৮ শতাংশ এবং ১ . |
৯২ লক্ষ গ্রাম ‘ উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত ’ ( ও ডি এফ ) করা হয়েছে। |
জম্মু ও কাশ্মিরের রিয়েসি ব্লককে রাজ্য সরকার ওডিএফ ব্লক হিসেবে ঘোষণা করেন। |
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং জম্মু - কাশ্মিরের প্রতিমন্ত্রী শ্রী অজয় নন্দা রিয়েসি জেলা ওব্লকের আধিকারিকদের সম্বর্ধনা জানান। |
এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী তোমরকাত রায় দুটি ওয়াটার এটিএম - এর উদ্বোধন করেন। |
হরি কুমার (এ.ভি.এস.এম.,ভি.এম., ভি.এস.এম., এ.ডি.সি.) |
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য গণ্যমান্য অতিথিদের মধ্যে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড(এইচ.এ.এল. |
চতরথ| এই স্কোয়াড্রনকে তারপর তিন ধরনের এয়ারক্রাফট দিয়ে সাজানো হয়েছিল—যেগুলি হচ্ছে, ভ্যাম্পায়ারস, স্পিটফায়ার, হ্যারিকেন এবং এস.ইউ.-৭ এয়ারক্রাফট| এই স্কোয়াড্রন তার ৫৪ বছরের পথ-পরিক্রমায় নিজের কয়েকটি বেসবদল করেছে এবং ১৯৭১ সালের যুদ্ধে ও কার্গিল যুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকরেছে| ১৯৭১ সালে পূর্ব-পাকিস্তান জুড়ে ভারতীয় বাহিনীর ঝটিকা অভিযানে গর্জন করেউঠেছিল ভেলিয়েন্ট-এর এস.ইউ.-৭ এয়ারক্রাফট| মিগ-২৩ কে পরিচালিত করা ভেলিয়েন্টই কার্গিল যুদ্ধে শত্রুর বিরুদ্ধে প্রথম আগুন বর্ষণ করেছিল| এই স্কোয়াড্রনের কয়েকজনপাইলটকে বীরতা পুরস্কারে ভুষিত করা হয়েছে| আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানে বায়ুসেনা স্টেশনের কর্মচারীগণ ওতাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন| এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমান্ডারডি.বি. |
খোট (ভি.এম.) এবং তাঁর টিম এন.ইউ.-৩০ এম.কে.আই.-কে স্কোয়াড্রনে শামিল করানিয়ে আয়োজিত অনুষ্ঠানকে সফলভাবে করার জন্য কঠোর পরিশ্রম করেছেন| এস.ইউ.-৩০এম.কে.আই.-কে স্কোয়াড্রনে শামিল হওয়ায় এই অঞ্চলে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়বে| অনুষ্ঠানে স্কোয়াড্রনের ফ্লাইট কমান্ডার আকর্ষণীয়ভাবে নিচু দিয়ে এয়ারোবেটিক কলা-কৌশল প্রদর্শন করেন| এয়ার মার্শাল সি. |
হরি কুমার আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড্রনের সরকারি নথিপত্র স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার তথা উইং কমান্ডার এইচ.এস. |
লুথরার কাছে সমর্পণ করেন| এয়ার মার্শাল তাঁর ভাষণে এস.ইউ.-৩০ এম.কে.আই.-কে স্কোয়াড্রনে সময়মতশামিল করার জন্য স্কোয়াড্রনের যোদ্ধাদের অভিনন্দন জানান| তিনি এয়ার বেসের সমস্তকর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেন| এয়ার মার্শাল এবং উনার ধর্মপত্নী শ্রীমতি দেবিকা হরি কুমার অনুষ্ঠানের শেষে চা-পানের অনুষ্ঠানে স্কোয়াড্রনের কর্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা করেন| |
সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক শ্রী থাওয়রচাঁদ গেহ্লট “ আমরা যে পথে হাঁটি ” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থাওয়রচাঁদ গেহ্লট সোমবার নয়াদিল্লিতে " আমরা যে পথে হাঁটি ” শীর্ষক একটি তথ্যভিত্তিক আলোকচিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী শ্রী থাওয়রচাঁদ গেহ্লট সোমবার নয়াদিল্লিতে " আমরা যে পথে হাঁটি ” শীর্ষক একটি তথ্যভিত্তিক আলোকচিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন। |