translations
stringlengths
7
3.15k
কিন ্ তু ফুটন ্ ত পানি ও পূঁজ পাবে । ###>Except boiling water , and freezing hail .
ফালাও! ###>Drop!
আমাকে জোর করবে না ###>You can't make me.
তুমি তোমাদের পার্মানেন্ট বাসার ব্যাপারে কি করলে. ###>What are you doing home?
ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন ্ ধু । সেখানে তোমাদের জন ্ য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন ্ যে আছে তোমরা দাবী কর । ###>We are your protecting friends in the life of the world and in the Hereafter . There ye will have ( all ) that your souls desire , and there ye will have ( all ) for which ye pray .
হে মুসলমানগণ , তোমরা কি আশা কর যে , তারা তোমাদের কথায় ঈমান আনবে ? তাদের মধ ্ যে একদল ছিল , যারা আল ্ লাহর বাণী শ ্ রবণ করত ; অতঃপর বুঝে-শুনে তা পরিবর ্ তন করে দিত এবং তারা তা অবগত ছিল । ###>How do you expect them to put their faith in you , when you know that some among them heard the word of God and , having understood , perverted it knowingly ?
ফাইল ঢোকাওComment ###>Insert File
আরিয়া! ###>Arya!
Evolution সংক্রান্ত সহায়ক তথ্য প্রদর্শন করা যায়নি। ###>Could not display help for Evolution.
এটিই রীতি তোমার আগে আমাদের রসূলদের মধ ্ যের যাদের আমরা পাঠিয়েছিলাম তাঁদের সন ্ বন ্ ধে , আর আমাদের রীতির কোনো পরিবর ্ তন তুমি পাবে না । ###>[ That is Our ] established way for those We had sent before you of Our messengers ; and you will not find in Our way any alteration .
ফোল্ডার এখানে & সরাও ###>Messages deleted successfully.
রুহিতনের গোলাম ###>the jack of diamonds
- ওহ, হ্যাঁ। ###>- Oh, yeah.
- ঠিক আছে। ###>Okay.
ছবির বিন্যাস এবং আকার পুনরুদ্ধার করা হচ্ছে ###>Retrieving image format and size
ফাইল সিস্টেম থেকে "%s" অপসারণ করা হয়েছে। ###>"%s" was removed from the file system.
একটি নতুন খেলা আরম্ভ হয়েছেComment ###>Someone has shot at the water
তাহলে আমি কেন তোমাদের কল দিলাম? ###>Then why did I call you?
তোমার জীবনের কসম ! তারা নিঃসন ্ দেহ তাদের মত ্ ততায় অন ্ ধভাবে ঘুরছিল । ###>By your life , ( O Prophet ) , they went about blindly stumbling in their intoxication .
তিনিই আল ্ লাহ তা ’ আলা , স ্ রষ ্ টা , উদ ্ ভাবক , রূপদাতা , উত ্ তম নাম সমূহ তাঁরই । নভোমন ্ ডলে ও ভূমন ্ ডলে যা কিছু আছে , সবই তাঁর পবিত ্ রতা ঘোষণা করে । তিনি পরাক ্ রান ্ ত প ্ রজ ্ ঞাময় । ###>To Him belong the Names Most Beautiful . All that is in the heavens and the earth magnifies Him ; He is the All-mighty , the All-wise .
তোমাদের উচিৎ এক্ষুনি আমার মাথায় গুলি চালানো, ###>Shoot me.
এই আইনগত ফাঁকের কারণে বাল্যবিবাহ আয়োজন করা সহজ হবে। ###>It will actually be EASIER to arrange child marriages in Bangladesh, thanks to this loophole. #LeveltheLaw https://t.co/eZ356srCGE — Global Citizen (@GlblCtzn) December 12, 2016
অনুগ্রহ করে এই পরিচিতির জন্য একটি চিত্র নির্বাচন করুন ###>Please select an image of size 48 * 48
২২শ ###>22nd
এই বলে -- ''সকাল সকাল তোমাদের খেত-খামারে যাও যদি তোমরা ফসল কাটতে চাও।’’ ###>“ Hurry to your orchard if you would gather its fruit . ”
সেই দিন যখন কপটাচারী ও কপটাচারিণীরা বলবে তাদের যারা বিশ ্ বাস করেছে -- ''আমাদের দিকে দেখো তো, তোমাদের আলোক থেকে যেন আমরা নিতে পারি।’’ বলা হবে -- ''তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ কর।’’ তারপর তাদের মধ্যে একটি দেওয়াল দাঁড় করানো হবে যাতে থাকবে একটি দরজা। তার ভেতরের দিকে, সেখানে রয়েছে করুণা, আর তার বাইরের দিকে, তার সামনেই রয়েছে শাস্তি। ###>On the day when the hypocritical men and the hypocritical women will say unto those who believe : Look on us that we may borrow from your light ! it will be said : Go back and seek for light ! Then there will separate them a wall wherein is a gate , the inner side whereof containeth mercy , while the outer side thereof is toward the doom .
আল ্ লাহ ্ ‌ ই তিনি যিনি তোমাদের সৃষ ্ টি করেছেন শক ্ তিহীন দশা থেকে , তার পরে তিনি শক ্ তিহীনতার পরে দিয়েছেন শক ্ তি , তার পর শক ্ তিলাভের পরে তিনি দিয়েছেন শক ্ তিহীনতা ও পাকাচুল । তিনি যা চান তাই সৃষ ্ টি করেন , আর তিনিই সর ্ বজ ্ ঞাতা , পরম ক ্ ষমতাবান । ###>God is He Who created you weak , then after weakness gave you strength , then after strength gave you weakness and gray hair . He creates whatever He wills .
আর রাতের বেলাতেও তাঁর জপতপ করো , আর এই সিজদাগুলোর পরেও , ###>And say His Purity during the night , and after the customary prayers .
বলো -- ''নিঃসন্দেহ আমি আমার প্রভুকেই ডাকি, আর আমি তাঁর সঙ্গে কাউকেও শরিক করি না।’’ ###>Say , “ I pray only to my Lord , and I never associate anyone with Him . ”
অ্যালার্মসহ অনুসূচী ###>This event has reminders
আল ্ লাহ বনু-বনুযায়রের কাছ থেকে তাঁর রসূলকে যে ধন-সম ্ পদ দিয়েছেন , তজ ্ জন ্ যে তোমরা ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ ্ ধ করনি , কিন ্ তু আল ্ লাহ যার উপর ইচ ্ ছা , তাঁর রসূলগণকে প ্ রাধান ্ য দান করেন । আল ্ লাহ সবকিছুর উপর সর ্ বশক ্ তিমান । ###>Whatever God has bestowed upon His Messenger from them ; you spurred neither horse nor camel for them , but God gives authority to His messengers over whomever He will . God is Able to do all things .
হাটো! ###>Move it!
তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম ্ ভব নয় যে , তোমরা ফেরেশতা ও নবীগনকে নিজেদের পালনকর ্ তা সাব ্ যস ্ ত করে নাও । তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরী শেখাবে ? ###>Nor would he order you to take angels and Prophets for lords ( gods ) . Would he order you to disbelieve after you have submitted to Allah 's Will ?
কী আজব! ###>Good lord!
আমি বললামঃ ভয় করো না , তুমি বিজয়ী হবে । ###>We said , “ Do not be afraid , you are the uppermost .
আর তোমার প ্ রভু যা ইচ ্ ছা করেন তাই সৃষ ্ টি করেন আর মনোনয়ন করেন , তাদের কোনো এখতিয়ার নেই । আল ্ লাহ ্ ‌ রই সব মহিমা , আর তারা যা অংশী আরোপ করে তা থেকে তিনি বহু ঊর ্ ধ ্ বে । ###>And your Lord creates whatsoever He wills and chooses , no choice have they ( in any matter ) . Glorified be Allah , and exalted above all that they associate as partners ( with Him ) .
নামিয়ে রাখো। ###>Put it down.
অতঃপর তোমরা তাকে নম ্ র কথা বল , হয়তো সে চিন ্ তা-ভাবনা করবে অথবা ভীত হবে । ###>yet speak gently to him , that haply he may be mindful , or perchance fear . '
পরিচয় প্রমাণে ব্যর্থ! ###>Authentication failure!
''সেজন্য আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সাক্ষীরূপে আল্লাহ্‌ই যথেষ্ট যে তোমাদের পূজা-অর্চনা সন্বন্ধে আমরা অনবহিত ছিলাম।’’ ###>And God sufficieth as witness between you and us , of your worship , we have been ever unaware .
"{0}quot; ফাইলটি বর্তমানে উপস্থিত নেই অথবা এটি স্বাভাবিক ফাইল নয়। ###>File "{0}quot; does not exist or is not a regular file.
কোন সময় কাফেররা আকাঙ ্ ক ্ ষা করবে যে , কি চমৎকার হত , যদি তারা মুসলমান হত । ###>A time will surely come when those who are bent on denying the truth will wish that they had surrendered themselves to God ,
এবং হিংসুকের অনিষ ্ ট থেকে যখন সে হিংসা করে । ###>and from the evil of the envier when he envies . "
তারা তার পালনকর ্ তার দিকে তাকিয়ে থাকবে । ###>Looking to their Lord .
পরিচিতিExpand MyList Inline ###>Contacts
এর উপর নিয়োজিত আছে উনিশ ( ফেরেশতা ) । ###>There are nineteen [ keepers ] over it .
ঠিক যেন সিল্ক দিয়ে পাছা ঘষে দেওয়া। ###>You see?
আর জনপদগুলোর কতটা যে -- যা ছিল আরো বেশি শক ্ তিশালী তোমার জনবসতির চাইতে যেটি তোমাকে বহিস ্ কার করেছে -- আমরা তাদের ধ ্ বংস করে দিয়েছিলাম , আর তাদের জন ্ য কোনো সাহায ্ যকারী ছিল না । ###>And how many a township stronger than thy township ( O Muhammad ) which hath cast thee out , have We destroyed , and they had no helper !
Zoe! ###>Zoe!
নাকটাতো নীল হয়ে যাচ্ছে। ###>It's turning blue.
অথবা তুমি কি তাদের কাছে পারিশ ্ রমিক চাইছ , যার ফলে তারা দেনায় ভারাক ্ রান ্ ত হয়ে গেছে ? ###>Or do you ask them for a reward , so that they are overburdened by a debt ?
ফুল স্ক্রীণ মোড ###>Full Screen Mode
আমি এদের পূর ্ বে অনেক সম ্ প ্ রদায়কে ধবংস করেছি । যাদের বাসভুমিতে এরা বিচরণ করে , এটা কি এদেরকে সৎপথ প ্ রদর ্ শন করল না ? নিশ ্ চয় এতে বুদ ্ ধিমানদের জন ্ যে নিদর ্ শনাবলী রয়েছে । ###>So did they not gain guidance from ( knowing ) how many generations We have destroyed before them , among whose dwellings they walk ? Indeed in it are signs for men of intellect .
হেই! ###>Hey!
কেয়ামতের দিন তাদের শাস ্ তি দ ্ বিগুন হবে এবং তথায় লাঞ ্ ছিত অবস ্ থায় চিরকাল বসবাস করবে । ###>he shall have his suffering doubled on the Day of Resurrection and he will abide forever in disgrace ,
মানুষের উপরে কি দীর ্ ঘ সময়ের অবকাশ অতিবাহিত হয় নি যখন সে উল ্ লেখযোগ ্ য কিছুই ছিল না ? ###>There surely came over man a period of time when he was a thing not worth mentioning .
আর দিনের দুই প ্ রান ্ তেই নামায ঠিক রাখবে , এবং রাতের প ্ রান ্ তভাগে পূর ্ ণ কাজ অবশ ্ যই পাপ দূর করে দেয় , যারা স ্ মরণ রাখে তাদের জন ্ য এটি এক মহা স ্ মারক । ###>And establish your prayer at the two edges of the day and in part of the night . Good deeds will repel evil deeds .
শেষ করা হচ্ছে ###>Finished
ডিফল্টভাবে HTML মেইল প্রেরণ করা হবে ###>Send HTML mail by default
প্রতিহিংসা ঐ হত্যাকারীর বিরুদ্ধে, যে আপনার বিস্ময় আর দুঃখ, যাদের একটা দ্রুত পরীক্ষার পর ছেড়ে দেয়া হবে। ###>Vengeance against the killer, who to your surprise and dismay, was set free after a hasty trial.
উনি কে? ###>Who is that?
প্লাগইন ###>Plugin
বুঝতে পেরেছি। ###>Understood.
আর সেই দিনে আমরা পাহাড়গুলো হটিয়ে দেব , আর তুমি পৃথিবীকে দেখবে একটি খোলা ময়দান , আর আমরা তাদের একত ্ রিত করব , তখন তাদের মধ ্ যের কোনো একজনকেও আমরা ফেলে রাখব না -- ###>The Day We shall make the mountains move and you will see the earth laid bare , and We shall gather all mankind together and shall not leave any one of them behind .
তিনি বললেন -- ''এই-ই আমার মধ্যে ও আপনার মধ্যে রইল। এ দুটি মিয়াদের যে কোনোটি আমি যদি পূর্ণ করি তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আর আমরা যা কথা বলছি তার উপরে আল্লাহ্ কার্যনির্বাহক রইলেন।’’ ###>He [ Musa ( Moses ) ] said : " That ( is settled ) between me and you whichever of the two terms I fulfill , there will be no injustice to me , and Allah is Surety over what we say . "
খুব ভালো! ###>Well done!
মেনু স্বচ্ছতা (চ): ###>100%
বাছাইকরণে ব্যবহৃত ক্যারেট (Caret) ###>Selection Caret
এই কম্পিউটারের মধ্যে ###>On This Computer
টিমি? ###>Timmy?
তুমি এসময় এখানে! ###>Yet here you are.
পটভূমির রং। পটভূমির রঙের হেক্স (Hex) বিবরণ। ###>Background color. The hex specification of the background color.
প্রশস্ত মোডে শুরু করা হবে কি না ###>Start in wide mode
এশিয়া/অ্যাকটাউ ###>Asia/Aqtau
এইভাবেই আমরা তোমার কাছে বিবৃত করি যা ইতিপূর ্ বে ঘটছে তার সংবাদ , আর আমরা নিশ ্ চয় তোমাকে দিয়েছি আমাদের কাছ থেকে এক স ্ মারক-গ ্ রন ্ থ । ###>Thus We recount unto thee some tidings of that which hath preceded ; and surely We have vouchsafed unto thee from before Us an admonition .
অথবা তারা কি তাঁকে বাদ দিয়ে অন ্ যদের অভিভাবকরূপে গ ্ রহণ করেছে ? কিন ্ ত আল ্ লাহ ্ -- তিনিই তো মনিব , আর তিনি মৃতকে জীবন দান করেন , আর তিনি সব-কিছুর উপরে সর ্ বশক ্ তিমান । ###>Or have they taken ( for worship ) Auliya ' ( guardians , supporters , helpers , protectors , etc . ) besides Him ? But Allah , He Alone is the Wali ( Protector , etc . ) .
''নিশ্চয়ই এই -- এটিই তো মহাসাফল্য!’’ ###>Indeed , this is the mighty victory ,
আপনার ধরণ অনুযায়ী অনুবাদ ###>Translate as you type
পরন ্ ত আমিই এদেরকে ও এদের পূর ্ বপুরুষদেরকে জীবনোপভোগ করতে দিয়েছি , অবশেষে তাদের কাছে সত ্ য ও স ্ পষ ্ ট বর ্ ণনাকারী রসূল আগমন করেছে । ###>I gave these and their forefathers some enjoyment , until the truth and a manifest messenger came to them .
- চিন্তা করবেন না. ###>- Don't worry.
না। ###>No.
হে আমাদের পালনকর ্ তা ! এ থেকে আমাদেরকে উদ ্ ধার কর ; আমরা যদি পুনরায় তা করি , তবে আমরা গোনাহগার হব । ###>" Our Lord ! bring us out of this : if ever we return ( to Evil ) , then shall we be wrong-doers indeed ! "
তুমি কি দেখতে পাও নি যে নিঃসন ্ দেহ আল ্ লাহ ্ আকাশ থেকে পানি বর ্ ষণ করেন ? তারপর আমরা তার দ ্ বারা উৎপাদন করি ফলফসল -- যার রঙচঙ নানান ধরনের । আর পাহাড়গুলোতে আছে স ্ তর , সাদা ও লাল , বিচিত ্ র তার বর ্ ণ , আর নিকষ কালো । ###>Do you not see that Allah sent down water from the sky with which We brought forth fruits of diverse hues ? In the mountains there are white and red , of diverse hues , and pitchy black ;
তাদের কি পা আছে , যদ ্ বারা তারা চলাফেরা করে , কিংবা তাদের কি হাত আছে , যদ ্ বারা তারা ধরে । অথবা তাদের কি চোখ আছে যদ ্ বারা তারা দেখতে পায় কিংবা তাদের কি কান আছে যদ ্ বারা শুনতে পায় ? বলে দাও , তোমরা ডাক তোমাদের অংশীদারদিগকে , অতঃপর আমার অমঙ ্ গল কর এবং আমাকে অবকাশ দিও না । ###>Do they have any ears to hear with ? Say , ‘ Invoke your partners [ that you ascribe to Allah ] and try out your stratagems against me without granting me any respite .
সর্বধরনের POP3 এক্সটেনশনের জন্য সমর্থন নিষ্ক্রিয় করা হবে (_s) ###>Disable _support for all POP3 extensions
কে. ডি. ই. ইউ- এস- বি প্রদর্শক ###>KDE USB Viewer
ভাল. ###>Good.
তখন তাদের কেউ কেউ অন ্ যদের দিকে এগিয়ে যাবে পরস ্ পরকে জিজ ্ ঞাসাবাদ করে । ###>Some of them will turn to others , questioning each other .
প্রাথমিকভাবে বড় করে দেখার মাত্রা ১০০%-এর বেশী অনুমোদন করা হবে ###>Allow zoom greater than 100% initially
আমি তোর কাছে কি রকম দেখতে লাগি? ###>What do I look like to you?
রোস ! ###>Rose!
- এডমন্ড। ###>- Edmund.
তাদেরকে তো শ ্ রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে । ###>They have been precluded from hearing it .
এখন? ###>And now?
আমি প ্ রত ্ যেক উম ্ মতের জন ্ যে এবাদতের একটি নিয়ম-কানুন নির ্ ধারণ করে দিয়েছি , যা তারা পালন করে । অতএব তারা যেন এ ব ্ যাপারে আপনার সাথে বিতর ্ ক না করে । আপনি তাদেরকে পালনকর ্ তার দিকে আহবান করুন । নিশ ্ চয় আপনি সরল পথেই আছেন । ###>For every nation We have appointed rites [ of worship ] which they observe ; so let them not dispute with you concerning your religion , and invite to your Lord . Indeed , you are on a straight guidance .
আমি দূঃখিত। ###>I'm sorry.
লাইসেন্স ফাইল পড়তে ব্যর্থ। ###>Unable to read license file.
অবশ ্ যই আল ্ লাহ তোমাদের জন ্ যে হারাম করেছেন রক ্ ত , শুকরের মাংস এবং যা জবাই কালে আল ্ লাহ ছাড়া অন ্ যের নাম উচ ্ চারণ করা হয়েছে । অতঃপর কেউ সীমালঙ ্ ঘন কারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে , আল ্ লাহ ক ্ ষমাশীল , পরম দয়ালু । ###>These things alone He has forbidden to you : what is already dead , blood , the flesh of swine , what has been offeredup to other than Allah . But to whoever is forced to eat any of these , neither desiring nor wanting to transgress , Allah is Forgiving , Merciful .
যার এ সামর ্ থ ্ য নেই , সে একে অপরকে স ্ পর ্ শ করার পূর ্ বে একাদিক ্ রমে দুই মাস রোযা রাখবে । যে এতেও অক ্ ষম হয় সে ষাট জন মিসকীনকে আহার করাবে । এটা এজন ্ যে , যাতে তোমরা আল ্ লাহ ও তাঁর রসূলের প ্ রতি বিশ ্ বাস স ্ থাপন কর । এগুলো আল ্ লাহর নির ্ ধারিত শাস ্ তি । আর কাফেরদের জন ্ যে রয়েছে যন ্ ত ্ রণা দায়ক আযাব । ###>He who is unable shall fast for two successive months before they touch one another . If he is unable to do this , let him feed sixty needy people that , so that you believe in Allah and His Messenger .
সে পার ্ শ ্ ব পরিবর ্ তন করে বিতর ্ ক করে , যাতে আল ্ লাহর পথ থেকে বিভ ্ রান ্ ত করে দেয় । তার জন ্ যে দুনিয়াতে লাঞ ্ ছনা আছে এবং কেয়ামতের দিন আমি তাকে দহন-যন ্ ত ্ রণা আস ্ বাদন করাব । ###>Bending his neck , that he may lead astray from the way of Allah ; his shall be humiliation in the world , and We shall make him taste on the Day of Judgment the torment of Burning .