en
stringlengths
0
242k
bn
stringlengths
0
240k
(j) dealer in precious metals or stones;
(ও) মূল্যবান ধাতু বা পাথরের ব্যবসায়ী;
In physics, coherent beams of a helium-neon laser can be used to take a true three-dimensional photograph (known as a hologram) of an object.
পদার্থবিজ্ঞানে হিলিয়াম-নিওন লেজারের একত্রিত আলোকরশ্মি গুচ্ছকে (coherent beams) ব্যবহার করা যেতে পারে একটি বস্ত্তর সত্যিকারের ত্রিমাত্রিক ছবি (হলোগ্রাম হিসেবে পরিচিত) নিতে।
(1) The Emigration Ordinance, 1982 (Act No. XXIX of 1982), hereafter the 'said Ordinance', is hereby repealed.
(১) Emigration Ordinance 1982 (Ordinance No. XXIX of 1982), অতঃপর উক্ত Ordinance বলে উল্লিখিত, এতদ্বারা রহিত করা হল।
During 1980s the Cholera Hospital became International Centre for Diarrhoeal Diseases Research, Bangladesh (icddr,b).
একই সময় গড়ে ওঠে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বারডেম (BIRDEM) হাসপাতাল।
Among the Testudines some including the River Terrapin (Batagur baska), Three-striped Roof Turtle (Kachuga dhongoka), Halud Pahari Kasim (Indotestudo elongata), Pahari Kasim (Asian Giant Tortoise, Manouria emys), and Bostami Kasim (Aspideretes nigricans) are critically endangered.
কচ্ছপ কাছিমদের মধ্যে নদীর কাউট্যা (River terrapin, Batagur baska), ধূড় কাছিম (Kachuga dhongoka), হলুদ পাহাড়ি কাছিম (Indotestudo elongata), পাহাড়ি কাছিম (Asian giant tortoise, Manouria emys) এবং বোস্তামি কাছিম (Aspideretes nigricans) অতি বিপন্ন।
With this international perspective, Bangladesh Government established National Coordination Committee on Disability under the Ministry of Social Welfare in 1993.
আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় সমন্বয় কমিটি (National Coordination Committee on Disability) গঠন করে।
68. Cranes and other lifting machinery.- The following provisions shall apply in-
৬৮। ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি:- কোন প্রতিষ্ঠানে, হয়েস্ট এবং লিফ্‌ট ব্যতীত, সকল ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি সম্পর্কে নিম্নলিখিত বিধানগুলি প্রযোজ্য হবে, যথাঃ-
Nor'westers may be called air mass thunderstorms or convective thunderstorms, since they frequently occur in warm air masses and in the summer.
কালবৈশাখীকে বায়ুপুঞ্জ বজ্রঝড় (air mass thunderstorm) অথবা পরিচলনগত বজ্রঝড় (convective thunderstorm) নামেও আখ্যায়িত করা যায়।
Tavernier's travel accounts, Travels in India was published from London in 1889.
সতেরো শতকের ষাটের দশকে টেভার্নিয়ার ভারত ভ্রমণ করেন এবং ১৮৮৯ খ্রিস্টাব্দে লন্ডন থেকে ট্রাভেলস ইন ইন্ডিয়া (Travels in India) শিরোনামে তাঁর ভ্রমণবৃত্তান্ত প্রকাশিত হয়।
(c) to establish and conduct a database and management information system with a view to collecting and conserving necessary data and information on the activities of non-formal education undertaken by all the government organizations, departments and non-government organizations;
(গ) সকল সরকারি সংস্থা, বিভাগ এবং বেসরকারি সংস্থা পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি তথ্য-ভান্ডার এবং তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (Management Information System) প্রতিষ্ঠা ও পরিচালনা;
Above the rectangular frame of the central mihrab there is a shallow rectangular panel, flanked on either side by rosettes.
মিহরাবগুলির ডান এবং বাম পার্শ্বে রয়েছে পুষ্পিত বৃক্ষের মোটিফ দিয়ে অলঙ্কৃত আয়তাকার খোপ নকশা (Panel) কেন্দ্রীয় মিহরাবের আয়তাকার ফ্রেমের উপরে রয়েছে একটি অগভীর আয়তাকার খোপ যার দুপাশে রয়েছে দুটি গোলাপ নক্শা।
Antigen-bound IgE then activates ε receptors on mast cells and basophils.
আইজিই এর সঙ্গে এন্টিজেন এর সংযুক্তি মাস্ট কোষ এবং বেসোফিল-এর উপর ε রিসেপ্টর সক্রিয় করে৷
Facing the new danger, Ghiyasuddin Mahmud held talks with Diego Rabello, perhaps the first Portuguese who had advanced to Gaur by the Ganges.
নতুন সংকটের মুখে গিয়াসউদ্দীন মাহমুদ দিয়েগো র‌্যাবেলোর সাথে আলোচনায় বসেন। সম্ভবত দিয়েগো র‌্যাবেলো ছিলেন প্রথম পর্তুগিজ যিনি গঙ্গা নদী পথে গৌড়ে পৌঁছেন।
Phra Bat Somdet Phra Poramentharamaha Vajiravudh Phra Mongkut Klao Chao Yu Hua (พระบาทสมเด็จพระปรเมนทรมหาวชิราวุธฯ พระมงกุฎเกล้าเจ้าอยู่หัว), or Phra Bat Somdet Phra Ramathibodi Si Sintharamaha Vajiravudh Phra Mongkut Klao Chao Yu Hua (พระบาทสมเด็จพระรามาธิบดีศรีสินทรมหาวชิราวุธฯ พระมงกุฎเกล้าเจ้าอยู่หัว), or Rama VI (1 January 1880 - 25 November 1925), was the sixth monarch of Siam under the House of Chakri, ruling from 1910 until his death. King Vajiravudh is known for his efforts to create and promote Siamese nationalism. His reign was characterized by Siam's movement further towards democracy and minimal participation in World War I.
ফরা বাট সমডেট ফরা পরামেন্থারমাহ ভজিরাভুধ ফরা মংকুট কলাও চাও যু হুয়া (พระบาทสมเด็จพระปรเมนทรมหาวชิราวุธฯ พระมงกุฎเกล้าเจ้าอยู่หัว), বা ফরা বাট সমডেট ফরা রামাতিবদি সি সিন্থারমাহ ভজিরাভুধ ফরা মংকুট কলাও চাও যু হুয়া (พระบาทสมเด็จพระรามาธิบดีศรีสินทรมหาวชิราวุธฯ พระมงกุฎเกล้าเจ้าอยู่หัว), বা ষষ্ঠ রামা (১ জানুয়ারি ১৮৮০ - ২৫ নভেম্বর ১৯২৫), শ্যামদেশের (থাইল্যান্ডের) চক্রী রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন৷ তিনি ১৯১০ থেকে তার মৃত্যু অবধি রাজ করেছিলেন৷ রাজা ভজিরাভুধ শ্যামদেশীয় জাতীয়তাবাদ সৃষ্টি এবং প্রচার করার জন্য পরিচত হন৷ তাঁর রাজত্বকালে শ্যামদেশ গণতন্ত্রের পথে আরও এগিয়েছিল৷
But soon he left medical career and joined Calcutta Mint as its Assay Master, the post that he held until he left India in 1832.
কিন্তু অচিরেই তিনি চিকিৎসা পেশা ত্যাগ করে কলকাতা টাকশালে মুদ্রা-ধাতু পরীক্ষক (Assay Master) হিসেবে যোগদান করেন।
This department also controls the activities of Bangladesh Agricultural Research Council (BARC).
দেশে জিআইএস ব্যবহারকারী অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) কৃষি মন্ত্রণালয়েরই আওতাভুক্ত।
Magpie-robin or Oriental Magpie Robin (Copsychus saularis), locally known as Doel of the family Muscicapidae, order Passeriformes, is the national bird of Bangladesh.
দোয়েল (Copsychus saularis) বাংলাদেশের জাতীয় পাখি।
The incidence of forced labour or beth begari also increased dramatically.
এরই সাথে বাড়তে থাকে বলপূর্বক শ্রম বা 'বেথ বেগারি' (beth begari) এর ঘটনা।
The consideration now being given to the Asian Highway by the Asian Land Infrastructure Development (ALTID) project will link Dhaka with Calcutta through the southwest, and eastern part of Nepal with Dhaka or Mongla.
এ সকল কারণে এশীয় ভূঅবকাঠামো উন্নয়ন প্রকল্পের (Asian Land Infrastructure Development-ALID) মাধ্যমে এশিয়ান হাইওয়ে নির্মাণের কথা বিবেচিত হচ্ছে যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে কলকাতা এবং নেপালের পূর্বাঞ্চলের সঙ্গে মংলা ও ঢাকার যোগাযোগ স্থাপন করবে।
Aphididae
Aphididae
৩৯
৩৯
In the 1970s, carpets constituted 11% of total sales of Bangladesh Jute Mills Corporation (BJMC).
সত্তরের দশকে মোট বিক্রয়ের শতকরা ১১ ভাগ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (BJMC) সম্পন্ন করে।
Drug Policy see drug.
ঔষধনীতি (Drug policy) দেখুন ঔষধ।
Gastro-intestinal Disorder diseases or maladies of the alimentary system.
পাকস্থলী ও অন্ত্রের রোগব্যাধি (Gastro-intestinal Disorders) মানুষের পৌষ্টিকনালি (alimentary canal) একটি অবিচ্ছিন্ন লম্বা নালি যেখানে প্রবিষ্ট খাদ্য ভৌত রাসায়নিক বিক্রিয়ায় পরিপাক হয়।
Rapid Action Battalion (RAB) In the wake of continuing sliding down of the law and order situation in the country, the government, since 2001, has been experimenting with different options to combat rising incidence of terrorism and crime.
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সরকার ২০০১ সাল পরবর্তী সময় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্র্মবর্ধমান অবনতি রোধকল্পে গুরুতর অপরাধীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন কাঠামোগত সংস্কারের চিন্তাভাবনা করছিল।
His dictionary is called A Vocabulary in Two Parts: English and Bongalee and Vice Versa.
তাঁর অভিধানের নাম এ ভোকাবুলারি ইন টু পার্টস: ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড ভাইস ভার্সা (A Vocabulary in Two Parts: English and Bongalee and Vice Versa)।
a) the Bangladesh Jute Corporation established under the said Ordinance, heretoafter referred to as the abolished Corporation, shall be dissolved;
(ক)উক্ত Ordinance দ্বারা গঠিত Bangladesh Jute Corporation, অতঃপর বিলুপ্ত কর্পোরেশন বলে উল্লিখিত, বিলুপ্ত হবে;
18 (c) a period of six months in the case of an application under sub-
(আ) যেক্ষেত্রে আবেদনকারী কপিরাইটের মালিকের সন্ধান লাভ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে, তিনি লাইসেন্সের জন্য দরখাস্ত করবার অনূ্যন দুইমাস পূর্বে কর্মটিতে উলি্লখিত প্রকাশককে রেজিষ্টার্ড ডাকযোগে অনুরূপ ক্ষমতা প্রদানের জন্য যে অনুরোধপত্র দিয়েছেন সেই অনুরোধপত্রের কপি প্রেরণ করে না থাকেন;
These are formed under the legal proceedings, wholly or partly owned and controlled by the government and produce marketable goods and services, have an explicit or extractable budget, and are supposed to finance their operating costs from their own resources.
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান (Public sector enterprise) সরকার প্রতিষ্ঠিত এবং সম্পূর্ণ বা আংশিকভাবে সরকার নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠান, যা নিজের উৎপাদিত পণ্য বা সেবামূলক ব্যবসায় থেকে অর্জিত আয় এবং সরকারি বরাদ্দের অর্থে পরিচালিত।
Apiculture (moumachhi palon) care and manipulation of colonies of honeybees (Apis species) so as to enable them to produce and store a quantity of honey exceeding their own requirements.
মৌমাছিপালন (Apiculture) উন্নত পদ্ধতিতে মৌমাছির (Apis spp.) লালন-পালন ও মৌচাকের যত্নের মাধ্যমে তাদের তৈরি মধু আহরণ ও সংরক্ষণ।
However, it is not open to them to forward the investigation report to the court of competent jurisdiction or tribunal.
তবে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা এ সংক্র্&ান্ত প্রতিবেদন কোনো উপযুক্ত আদালত বা ট্রাইব্যুনালে সরাসরি পেশ করতে ক্ষমতাবান নন।
Citrus whitefly, Aleurocanthus spiniferus and an unidentified scale insect, Icerya sucks leaf saps and causes stunting growth.
লেবুর সাদামাছি (Aleurocanthus spiniferus) ও এক ধরনের আঁশপোকা (Icerya purchasi) গোলাপের পাতার রস চুষে খেয়ে গাছের বৃদ্ধি ব্যাহত করে।
In an optimal environment the habitat is colonised at an astonishing rate; mature females reproduce ovoviviparously, can produce 200-300 free-swimming nauplii at every four days' interval.
অনুকূল পরিবেশে অত্যন্ত ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে আবাসস্থল এদের অজস্র কলোনিতে ভরে ওঠে। ডিম্ব-জরায়ুজ (ovoviviparously) পদ্ধতিতে প্রজননের মাধ্যমে প্রাপ্তবয়স্ক স্ত্রী-আর্টেমিয়া ৪ দিন পর পর ২০০-৩০০ অবাধ সন্তরণশীল নপ্লিয়াস উৎপন্ন করে।
(25) "nuclear or radiological emergency" means such an emergency in which there is, or is perceived to be, a hazard due to the energy resulting from a nuclear chain reaction or from the decay of the products of a chain reaction or radiation exposure;
(২৫) ''নিউক্লীয় বা রেডিওলজিক্যাল জরুরী অবস্থা (nuclear or radiological emergency) অর্থ এইরূপ কোন জরুরী অবস্থা যাতে নিউক্লীয় শৃঙ্খল বিক্রিয়া অথবা শৃঙ্খল বিক্রিয়ার উৎপন্ন দ্রব্যের ক্ষয় হতে সৃষ্ট শক্তি বা বিকিরণ সম্পাত (radiation exposure) হতে বিপদ ঘটেছে বা বিপদের আশঙ্কা দেখা দিয়াছে;
It is a brick built square structure with four octagonal corner towers rising high above the horizontal parapet and terminating in solid kiosks and cupolas with kalasa finials.
মসজিদের ছাদের সমান্তরাল বপ্র (Parapet) ছাড়িয়ে বুরুজগুলি উপরে উঠে গেছে এবং এগুলির শীর্ষে রয়েছে কলস নকশার শীর্ষচূড়া শোভিত ছোট গম্বুজে আচ্ছাদিত নিরেট ছত্রী।
Hydrocarbon Exploration activity of exploring hydrocarbon. In Bangladesh hydrocarbon exploration began in 1910 when the first exploratory well was drilled at Sitakunda in Chittagong by the Indian Petroleum Prospecting Company.
হাইড্রোকার্বন অনুসন্ধান (Hydrocarbon Exploration) বাংলাদেশে হাইড্রোকার্বন অনুসন্ধান প্রথম শুরু হয় ১৯১০ সালে, যখন ইন্ডিয়ান পেট্রোলিয়াম প্রসপেক্টিং কোম্পানী (Indian Petroleum Prospecting Company) চট্টগ্রামের সীতাকুন্ডে প্রথম অনুসন্ধানী কূপ খনন করে।
(5) "ionizing radiation" means such radiation which is capable of producing ion-pairs directly or indirectly in any material while passing through it;
(৫) ''আয়নায়নকারী বিকিরণ (ionizing radiation) '' অর্থ এমন বিকিরণ যা কোন পদার্থে সঞ্চারণকালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উক্ত পদার্থে আয়ন-জোড় উৎপন্ন করতে সক্ষম;
(4) in section 33, for clause (d) the following clause (d) shall be substituted, namely:-
(৪) section 33 এর clause (d) এর পরিবর্তে নিম্নরূপ clause (d) প্রতিস্থাপিত হবে, যথা :-
Shigellosis diarrhoeal illness caused by the enteric bacterial pathogen Shigella of which there are four species, all of which are pathogenic to man.
শিগেলোসিস শিগেলা (Shigella) নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট এক ধরনের রক্ত আমাশয় যাহা ব্যাসিলারি ডিসেন্ট্রি নামে অধিক পরিচিত।
Of the three stone images salvaged in mutilated condition, one is a black stone image of Visnu (9cm ' 7cm ' 72cm) dug up from the southern wing of the Vihara, although the pedestal and Laksmi image are missing.
এই ঢিবি থেকে উদ্ধারকৃত তিনটি অপূর্ণাঙ্গ প্রস্তরমূর্তির মধ্যে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি (৯ সেমি × ৭ সেমি × ২ সেমি) বিহারের দক্ষিণ দিকের পার্শ্ব-ইমারত খুঁড়ে পাওয়া গেছে।
(4) Upon the commencement of this Act, the Nuclear Safety and Radiation Control Division (NSRCD) of the Commission shall stand dissolved and notwithstanding such dissolution−
(৪) এই আইন কার্যকর হবার সঙ্গে সঙ্গে কমিশনের অধীন সৃষ্ট পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ বিভাগ (এনএসআরসিডি) বিলুপ্ত হবে এবং উক্তরূপ বিলুপ্ত হওয়া সত্ত্বেও,
26. Nari o Shishu Nirjatan Daman Tribunal.-
২৬। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল:-
Director.
(খ) আদেশটি যদি মহা-পরিচালক কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, সরকারের নিকট আপীল করতে পারবেন।
All the above are covered by about 100m of soft sandy, silty and clayey sediments of Bengal Alluvium of Recent age.
উপরিউক্ত সকল স্তরসমষ্টি সাম্প্রতিক কালের বঙ্গীয় পললের (Bengal Alluvium) প্রায় ১০০ মিটার নরম বালুময়, পলিকণা ও কর্দম অবক্ষেপে অবলোপিত।
(2) The Controller may, in order to fulfill the purposes of this Act, and subject to rules, exercise the same powers which a court may exercise under the Code of Civil Procedure, 1908 (V of 1908) in order to issue summons, to enforce the attendance of witnesses or to compel the production of documents.
(২) সমন করতে, সাক্ষীর উপস্থিতি বাধ্য করতে বা কোন দলিল পেশ করতে বাধ্য করতে Code of Civil Procedure, 1908 (V of 1908) এর অধীন আদালতের যে ক্ষমতা রয়েছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে এবং বিধি সাপেক্ষে নিয়ন্ত্রক সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
In this landuse classification scheme, the areas not suitable for cultivation or not under forest is thrown into one category.
এই ভূমি ব্যবহারে অন্তর্ভুক্ত ভূমির শ্রেণীসমূহ হচ্ছে: নীট চাষকৃত ভূমি (net cropped area), বর্তমান পতিতভূমি (current fallow), বর্তমানে খিলাভূমি (current waste), বনভূমি এবং চাষাবাদের আওতা বহির্ভুত জমি। এ প্রকার ভূমি ব্যবহার শ্রেণীবিন্যাসে চাষাবাদের আওতা বহির্ভূত জমি এবং অ-বনভূমিকে একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(1) The Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985), heretoafter referred to as the said Ordinance, stands herewith repealed.
(১) Bangladesh Jute Corporation Ordinance, 1985 (XXX of 1985), অতঃপর উক্ত Ordinance বলে উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হল।
The 'Proto-Bangla' alphabet has widely been used in the copper plate inscriptions of the early medieval Bengal, especially during the second half of the 9th century and the whole of the 10th century AD.
ভাস্কর তার 'বাসনা' গ্রন্থে সংখ্যাতত্ত্ব ব্রহ্মা থেকে প্রাপ্ত বলে উল্লেখ করেছেন (originate from the beneficent creator of the Universe)।
Black Ibis Headed Ibis
কালো দোচোরা (Black Ibis)
Canals were probably first built for irrigation but with the improvement of technology, especially with the invention of lock (water), they have been constructed for navigation.
তবে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশেষ করে, জলকপাট (spillway) উদ্ভাবনের সঙ্গে সঙ্গে নৌচলাচলের উদ্দেশ্যেও খাল খনন করা হতে থাকে।
Other agents of food borne diseases include parasitic worms (helminths), toxins in animals, chemical residues, environmental pollutants, cleaning agents, disinfectants, etc.
খাদ্যবাহিত রোগের অন্যান্য সংঘটকদের মধ্যে আছে বিভিন্ন পরজীবী কৃমি (helminths), প্রাণীদেহনিঃসৃত বিষ, রাসায়নিক বর্জ্য, পরিবেশদূষক, পরিষ্কারক দ্রব্যাদি, জীবাণুনাশক ইত্যাদি।
Phytogeography the science dealing with the geographical relationships of plants.
উদ্ভিদভূগোল (Phytogeography) উদ্ভিদের ভৌগোলিক সম্পর্ক নির্ধারক বিদ্যা।
Emergent types include permanent freshwater marshes and swamps with emergent vegetation the baseline of which lies below the water table for at least most of the growing season and permanent peat forming freshwater swamps dominated by Papyrus or Typha.
এদের ভিত্তিরেখা অধিকাংশ ক্ষেত্রেই ভূগর্ভস্থ জলস্তরের নিচে অবস্থান করে এবং এখানে নতুন গজিয়ে ওঠা উদ্ভিদ দেখা যায়। পিট গঠনকারী স্থায়ী স্বাদুপানির জলাভূমিতে প্যাপিরাস অথবা টিফা (Typha) জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে।
He got short course training on Population Education from NIEAR (1977), short course training on History from NIEAR (1986), and 6-weeks training on Curriculum Renewal and Development in Malayasia (1996).
তিনি জাতীয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (NIEAR) থেকে ১৯৭৭ সালে 'পপুলেশন এডুকেশন' এবং ১৯৮৬ সালে ইতিহাসে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। ১৯৯৬ সালে তিনি মালয়েশিয়ায় 'কারিকুলাম রিনিউয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট' বিষয়ে ছয় সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করেন।
During flood tide, seawater intrudes upto the tidal limit of the channel.
প্লাবন জোয়ারের সময় সমুদ্রের পানি নদীখাতের জোয়ারভাটা সীমা (tidal limit) পর্যন্ত অনুপ্রবেশ করে।
The five snakehead fish species known from Bangladesh with their local names in parenthesis are: Channa punctatus (taki), C. striatus (shhol), C. marulius (gajar), C. barca (tila shhol), and C. orientalis (Cheng).
বাংলাদেশে ৫ প্রজাতির টাকিজাতীয় মাছ রয়েছে। এগুলির স্থানীয় নাম টাকি (Channa punctatus), শোল, (Channa striatus), গজার (Channa marulius), তিলাশোল (Channa barca), এবং চ্যাঙ (Channa orientalis)।
(ii) In case, where the provision under sub-section (і) is infringed, the person or persons liable for such infringement, each shall be punished with imprisonment for either description, which may extend to two years or with fine not exceeding one lac taka or both.
(২) উপ-ধারা (১) এর বিধান লংঘন করা হলে উক্ত লংঘনের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রত্যেকে অনধিক দুই বত্সর কারাদণ্ডে বা অনূর্ধ্ব এক লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
An Act made to repeal the Chittagong Hill Tracts Regulation, 1900, and to apply some existing laws in the Hill Districts, and to make some special regulations in the said districts. Whereas it is expedient to repeal the Chittagong Hill Tracts Regulation, 1900, and to use some existing laws in the Hill Districts, and to make some special regulations in the said districts; Therefore, the following Act is hereby passed:-
Chittagong Hill Tracts Regulation, 1900 রহিত এবং পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইনের প্রয়োগ ও উক্ত জেলাসমূহের জন্য কিছু বিশেষ বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। যেহেতু Chittagong Hill Tracts Regulation, 1900 (Regulation I of 1900) রহিত করা এবং পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইন প্রয়োগ ও উক্ত জেলাসমূহের জন্য কিছু বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হল :-
( h) use of water in industry;
(জ)শিল্প খাত;
Allergic disorder state of hyper-sensitivity, usually characterized by difficult respiration, skin rashes, etc.
অ্যালার্জি ব্যাধি (allergic Disorder) দেহের অতিসংবেদনশীল অবস্থা, সচরাচর এতে শ্বাসকষ্ট, ত্বকে ফুস্কুরি ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়।
The major diseases of these worms are pebrine, flacherie, muscardine, and grasserie.
এই পতঙ্গের প্রধান রোগসমূহ হলো: পেবরাইন (pebrine), ফ্ল্যাচেরি (flacherie), মাসকার্ডাইন (muscardine) ও গ্র্যাসারি (grasserie)।
Since the mid-1980s, the world has faced a wave of synthetic stimulant abuse, with approximately nine times the quantity seized in 1993 than in 1978, equivalent to an average annual increase of 16%.
১৯৮০-র দশকের মাঝামাঝি থেকে বিশ্বকে কৃত্রিম রাসায়নিক উদ্দীপক (Synthetic stimulant) অপব্যবহারের প্রবলতা মোকাবেলা করতে হচ্ছে। ১৯৯৩ সালে আটককৃত এসব দ্রব্যের পরিমাণ ১৯৭৮ সালের তুলনায় ৯ গুণ বেশি ছিল।
The two blocks include, in two storeys, over fifty rooms of various sizes and of them the central hall on the upper floor of the more impressive western wing was an elegantly decorated dance hall with a wooden floor.
দোতলায় দুটি ব্লকে বিভিন্ন আয়তনের পঞ্চাশটিরও অধিক কক্ষ আছে। এর মধ্যে অধিকতর আকর্ষণীয় পশ্চিম উইং (Wing)-এর উপরতলার কক্ষটি ছিল আড়ম্বরপূর্ণ সাজে সজ্জিত একটি নাচঘর। এ নাচঘরের মেঝে ছিল কাঠের।
Vocabulario em Idioma Bengalla e Portuguez can be identified as the first one of this type. It had been compiled by Fr.
প্রথম দিকে এর প্রকৃতি ছিল প্রধানত দ্বিভাষিক। এ শ্রেণির প্রথম অভিধান ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা এ পর্তুগিজ (Vocabulario em Idioma Bengalla e Portuguez) নামে পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ (Fr. Manoel da Assumpcam) কর্তৃক সংকলিত হয়।
The structural design of the Andaman arc is very similar to that of the Patkai-Arakan range being characterised by a highly deformed, by steep east dipping thrusts delimited by ophiolitic melange and ultramafics.
আন্দামান দ্বীপপুঞ্জের গঠন কাঠামো পাটকাই-আরাকান পর্বতসারির গঠন কাঠামোর মতো খুবই সমরূপ এবং তা অত্যধিক বিকৃত পূর্বপার্শ্বীয় জঙ্ঘার (thrust) উপস্থিতি দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত যা অত্যধিক ঢালবিশিষ্ট সবেগে নিম্নমুখী গতিশীল প্লেট দ্বারা আবদ্ধ।
Sugar might be an export commodity and Bangladesh can earn foreign currency provided that following measures are taken, such as modernisation of mills, full fledged cane cultivation, lending of money to cane growers on easy terms, permission to refineries in full capacity production, modern technology and use of modern equipments in cane cultivation and sugar production, prevent equipment and system loss, malpractices of mill staff and proper and extensive use of by-products of sugar mills.
চিনি একটি সম্ভাবনাময় রপ্তানিকারী পণ্য হতে পারে এবং কতগুলি পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশ এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে পারে, যেমনঃ কারখানাগুলির আধুনিকীকরণ, পূর্ণমাত্রায় আখ উৎপাদন, সহজশর্তে আখচাষীদের ঋণ প্রদান, রিফাইনারিগুলিকে পূর্ণমাত্রায় চিনি উৎপাদনের জন্য অনুমতি প্রদান, আখ চাষে ও চিনি উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহার, অব্যবস্থাপনা প্রতিরোধ, মিল কর্মচারীদের অপকর্ম থেকে বিরত রাখা এবং চিনিকলগুলি থেকে উৎপাদিত উপজাত পণ্যের (by-products) সঠিক ও ব্যাপক ব্যবহার নিশ্চিত করা।
Production of major crops Bangladesh is endowed with a climate favourable for the cultivation of a wide variety of both tropical and temperate crops.
প্রধান ফসল উৎপাদন প্রধান ফসল উৎপাদন (Production of major crops) উষ্ণ ও নাতিশীতোষ্ণ মন্ডলীয় নানা ধরনের ফসল চাষের জন্য বাংলাদেশের আবহাওয়া যথেষ্ট অনুকূল।
c) a mark shall be placed on the electoral roll against his name to intimate that the ballot paper has been issued to him;
(গ) তাকে ব্যালট পেপার প্রদান করা হয়েছে বুঝাইবার জন্য ভোটার তালিকায় তার নামের বিপরীতে একটি টিক চিহ্ন ()দিতে হবে;
Thus, there is no definitive way to prove which vowels accompanied the consonants (יהוה).
সেইজন্য, চূড়ান্তভাবে প্রমাণ করার কোনও উপায় নেই যে (יהוה) ব্যাঞ্জনবর্ণের সঙ্গে কোন্ স্বরবর্ণগুলো সংযুক্ত করা হতো৷
Words related and similar to tandoor are used in various languages, for example the Dari Persian words tandur and tannur, Armenian t'onir (Թոնիր), Georgian tone (თონე), Arabic tannur (تنّور), Hebrew tanur (תנור) e.g. in Leviticus 2:4 Turkish tandir, Uzbek tandir, Azerbaijani təndir, and Kurdish tenur.
তন্দুর এর সম্পর্কিত শব্দ এবং অনুরূপ উদাহরণস্বরূপ, বিভিন্ন ভাষায় ব্যবহার করা হয়,উদাহরণস্বরূপ দারি ফার্সি শব্দ তান্দুর এবং তানুর , আর্মেনিয় ত'অনির (Թոնիր), জর্জিয়ান স্বন (თონე), আরবি তানুর (تنور), হিব্রু তা'নুর (תנור) যেমন লেবীয় পুস্তক ২:৪ তুর্কি তান্ডার, উজবেক তান্দির, আজারবাইজানীয় তান্দির, এবং কুর্দিশ টেনার ৷
From eighteenth century printed books, journals, maps, sanads, documents on various types of paper and microfilms began to enter into libraries after then audio tapes, audio video cassette and cinema films along with the old documents or records started to come to national archives as national asset or heritage.
পরবর্তী সময়ে শ্রুতি টেপ (audio tape), শ্রুতি-দর্শন ক্যাসেট (audio-video cassette) এবং চলচ্চিত্র ফিল্ম প্রভৃতিও সংগৃহীত হতে থাকে এবং সেসঙ্গে জাতীয় সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে জাতীয় সংরক্ষণাগারে সংগৃহীত হতে থাকে বিভিন্ন পুরানো গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ ও রেকর্ডপত্র।
(1) The Committee shall have the same powers to summon a witness or any other person presenting evidence in a public hearing as a civil court may exercise under the Code of Civil Procedure, 1908 (Act V of 1908) in relation to the summoning of a witness or production of evidence in that court; and the Committee shall follow that Code in those matters.
(১) দেওয়ানী আদালতে কোন ব্যক্তিকে সাক্ষী হিসাবে তলব বা তার সাতগ্য দেওয়ার ব্যাপারে Code of Civil Procedure, 1908 (Act V of 1908) অনুযায়ী উক্ত আদালত যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, গণশুনানীতে কমিটির নিকট সাতগ্য প্রদানকারী বা বক্তব্য উপস্থাপনকারী সকল ব্যক্তি কর্তৃক সাতগ্য প্রদানের ক্ষেত্রে কমিটিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং উক্ত Code এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে।
(1) For carrying out the purposes of this Act, the Authority may issue an authorization for siting of nuclear, radiation or radioactive waste disposal facility or relevant activities in such manner as may be prescribed by regulations made in this behalf and in this sub-section "siting" means selecting of a suitable site for construction of a specific nuclear installation or facility with sources of ionizing radiation, and appropriate assessment and determination of related design base and making design.
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্তৃপক্ষ নিউক্লীয়, বিকিরণ বা তেজস্ক্রিয় বর্জ্যের ডিসপোজাল স্থাপনা বা এতদ্‌সংক্রান্ত কর্মকাণ্ড অনুমোদনের নিমিত্ত প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্থান নির্ধারণের (siting) জন্য অনুমোদন প্রদান করতে পারবে এবং এই উপ-ধারায় 'স্থান নির্ধারণ (siting) ' বলতে কোন বিশেষ নিউক্লীয় স্থাপনা অথবা আয়নায়নকারী বিকিরণ উৎসের স্থাপনার জন্য একটি উপযুক্ত স্থান (site) নির্বাচন করা এবং যথাযথ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট ডিজাইন বেইস (design base) নিরূপণ এবং নকশা প্রণয়নকে বুঝাবে।
iii) shall, before passing any sentence, record in its judgement the substance of the evidence and the particulars referred to in section 263 of the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) in so far as they are applicable.
(ই) কোন শাস্ত্মি প্রদানের পূর্বে তার রায়ে সাত্মেগ্যর সারাংশ এবং Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এর Section 263 তে উল্লিখিত বিষয়সমূহের যতটুকু প্রযোজ্য হয় ততটুকু লিপিবদ্ধ করবে।
Bangladesh is committed to the goals set in the World Conference on Education for All held in Jomtein, Thailand in March 1990 and the World Summit on Children held in New York in September 1990.
১৯৯০-এর মার্চে থাইল্যান্ডের জোমটিন (Jomtein)-এ অনুষ্ঠিত হয় সর্বজনীন শিক্ষা বিষয়ে বিশ্বসম্মেলন। এই সম্মেলনে ও সেপ্টেম্বর ১৯৯০-এ নিউ ইয়র্কে শিশু আধিকার বিষয়ে বিশ্ব শীর্ষ সম্মেলনে যে লক্ষ্য ঘোষিত হয়, বাংলাদেশ তার প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করে।
For a brief period he also served in the University College of Mandalay, Burma as the Head of the Department of History.
অল্প সময়ের জন্য তিনি বার্মার মন্ডলয় বিশ্ববিদ্যালয় কলেজে (University College of Mandalay) ইতিহাস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
(2) Notwithstanding anything contained in sub-section (1), nothing of this Act shall be deemed to have prejudiced the provision of section 112 of the Evidence Act, 1872.Chapter- II Collection, Analysis, etc. of DNA Samples
(২) উপ-ধারা (১) এ যা কিছুই থাকুক না কেন, এই আইনের কোন বিধান Evidence Act,1872 এর section 112 এর ব্যত্যয়কারী বলে গণ্য হবে না। দ্বিতীয় অধ্যায় ডিএনএ নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, ইত্যাদি
Hookworm see worm.
বক্রকৃমি (Hookworm) দেখুন কমমিজাতীয় পণ্ঠাণী।
On 3 March 1972, the Bangladesh government appointed an eminent scientist as OSD (Officer on Special Duty) in the Ministry of Education and Cultural Affairs to look after the atomic energy establishments of the country.
১৯৭২ সালের ৩ মার্চ দেশের সমস্ত পরমাণু শক্তি প্রতিষ্ঠানগুলি তত্ত্বাবধানের জন্য বাংলাদেশ সরকার একজন বিজ্ঞানীকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (OSD- Officer on Special Duty) হিসেবে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নিয়োগ দান করে।
Pharmacy Ordinance see health and health sciences.
ফার্মেসি অর্ডিন্যান্স (Pharmacy Ordinance) দেখুন স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান।
f) "electoral roll" means an electoral roll prepared or deemed to have been prepared under the Electoral Rolls Ordinance, 1982 (LXI of 1982);
(চ) "ভোটার তালিকা" অর্থ Electoral Rolls Ordinance, 1982 (LXI of 1982) এর অধীন প্রস্তুতকৃত বা প্রস্তুতকৃত বলে গণ্য কোন ভোটার তালিকা;
Scientific Forest Management in India started under Brandis. He was assisted by Cleghora.
ব্রানডিসের অধীনে এবং সহকারী হিসেবে ক্লেঘোরা'র (Cleghora) সহায়তায় ভারতে প্রথম বিজ্ঞানসম্মত বন ব্যবস্থাপনার সূচনা হয়।
""dd) "Commission" means the Turnover Tax Assessment Commission established by this Act under section 8A;";
"(ঘঘ) "কমিশন" অর্থ এই আইনের ধারা ৮ক এর অধীন গঠিত টার্ণওভার কর নির্ধারণ কমিশন;";
Production for sale did not remain confined to the cash crops, for according to one estimate (Report on the Marketing of Rice in India), towards the close of the 1930s, 44 percent of the total rice output was marketed in Bengal.
বিক্রয়ের জন্য উৎপাদন শুধু অর্থকরী ফসলের ক্ষেত্রেই সীমিত থাকে নি, এক পরিসংখ্যান অনুয়ায়ী (Report on the Marketing of Rice in India) উনিশ শতকের ত্রিশের দশকের শেষের দিকে বাংলায় উৎপাদিত মোট ধানের শতকরা ৪৪ ভাগ বাজারজাত হতো।
(b) without CITES certificate, where applicable;
(খ)প্রযোজ্য ক্ষেত্রে সাইটিস (CITES) সার্টিফিকেট ব্যতীত;
@lubzi: My eyes cry when I see your martyrs, #Egypt ! Down with Mubarak's regime TT @Lastoadri: عيني تدمع..
@লুবজি: মিশর, যখন আমি তোমার শহীদ সন্তানদের দেখি তখন আমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে!#মিশর৷ মুবারক সরকার নিপাত যাক টিটি@:লাসতোআদ্রি: عيني تدمع..
Penaeid shrimp farming following paddy cultivation in ghers is an old traditional practice in certain areas of Bangladesh.
ধান ক্ষেতে চিংড়ি (penaeid shrimp) চাষ বাংলাদেশের সনাতন পুরনো পদ্ধতি।
১৫৬০
১৫৬০
These investigations appeared in several journals, eg, the Proceedings of the Royal Society, and in the form of an excellent monograph, 'Response in the Living and Non-Living'.
প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি সাময়িকীটিতে 'জীব ও জড়ের সাড়া দেয়ার শক্তি' (Response in the Living and Non-Living) শিরোনামে তাঁর এ সংক্রান্ত সকল লেখা সংকলিত হয়ে প্রকাশিত হয়।
(3) in section 44(3), for the nubers, words and brackets "1 to 11 (both inclusive)" the numbers, words and brackets "1 to 14 (both inclusive) and 17" shall be substituted.
(৩) section 44(3) তে "1 to 11 (both inclusive)", সংখ্যাসমূহ শব্দগুলি ও বন্ধনী সমূহের পরিবর্তে "1 to 14 (both inclusive) and 17" সংখ্যাসমূহ, শব্দগুলি ও বন্ধনীসমূহ প্রতিস্থাপিত হবে;
Jam pata or Jadu pata and the Chakkhudan pata, dealing with eschatology, are painted for a family that has recently suffered bereavement.
যমপট বা জাদুপট ও চক্ষুষ্মান পট এগুলির সাথে ধর্মীয় নিদানতত্ত্ব (eschatology) সম্পর্কিত। এগুলি সাম্প্রতিক কোন ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের জন্য আঁকা হয়।
The Manipuri synonym of dance is jagoi and in this dance, body movements create either circle or ellipse.
মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)। এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
Charcoal stump rot
Charcoal stump rot
Kangsa River originates in the Garo Hills near Tura, in the eastern part of the shillong plateau of India and flows through Assam and Bangladesh.
কংস নদী (Kangsa River) ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত এ নদী কংসাই বা কংসবতী নামেও পরিচিত।
The college is affiliated to the University of Rajshahi, and the degree is recognised by the Bangladesh Medical and Dental Council.
এ মেডিক্যাল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এখান থেকে প্রাপ্ত ডিগ্রি বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (Bangladesh Medical and Dental Council) কর্তৃক অনুমোদিত।
(3) The Bangladesh Bank shall determine the method of ascertaining assets and liabilities and the ratio of assets to be maintained continually.
(৩) সম্পদ ও দায় নিরূপণ পদ্ধতি এবং শ্রেণীভিত্তিতে সংরক্ষণযোগ্য সম্পদের অনুপাত বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিতে পারবে;ব্যাখ্যা।- এই ধারায় "দায়হীন অনুমোদিত সম্পত্তি-নিদর্শন-পত্র" বলতে এইরূপ সম্পত্তির অনুমোদিত নিদর্শন-পত্রকেও বুঝাবে, যা উক্ত ব্যাংক কর্তৃক কোন অগ্রিম বা অন্যবিধ ঋণ গ্রহণের উদ্দেশ্যে অন্য কোন প্রতিষ্ঠানের নিকট জমা রাখা হয়েছে; তবে এইরূপ নিদর্শন-পত্রের মূল্যের সেই পরিমাণ এই সংজ্ঞার অন্ত্মর্ভুক্ত হবে যে পরিমাণ অর্থ উক্ত নিদর্শন-পত্রের বিপরীতে গ্রহণ করা হয় নাই।
Lopholeucaspis japonica
Lopholeucaspis japonica
82. Special provisions to make calls on contributaries.- Notwithstanding that the list of the contributaries has not been settled under section 267 of the Companies Act, the High Court Division may, if it appears necessary or expedient to it so to do, at any time after making a winding up order, make a call on and order payment of the amount due by any contributor who has been placed on the list of contributories by the official liquidator and who has not appeared to present a statement against his being included in the list.
৮২। প্রদায়ক কর্তৃক (Contributaries) টাকা প্রদানের বিশেষ বিধান:- কোম্পানী আইনের ধারা ২৬৭ এর অধীন প্রদায়কগণের তালিকা চূড়ান্ত্ম না হওয়া সত্বেও, অবসায়ন আদেশ প্রদানের পরে যে কোন সময় হাইকোর্ট বিভাগ, প্রয়োজনীয় বা সমীচীন মনে করলে, এমন যে কোন প্রদায়ককে তলব করতে, বা তত্কর্তৃক প্রদেয় টাকা পরিশোধ করতে আদেশ দিতে পারবে যিনি সরকারী অবসায়ক কর্তৃক প্রদায়কদের তালিকায় অন্ত্মর্ভুক্ত হইয়াছে অথচ উক্ত অন্ত্মর্ভুক্তির বিরম্্নদ্ধে বক্তব্য উপস্থাপনের জন্য উপস্থিত হন নাই।
A few stray finds of stone tools - a Palaeolithic scraper made of fossilwood from the Chhagalnaiya area of Noakhali and a few fossilwood Neolithic celts in the 7th - 8th century AD levels of the Shalvan Vihara excavations - were known earlier.
নোয়াখালীর ছাগলনাইয়াতে সামান্য কিছু পাথুরে হাতিয়ার ফসিল, কাঠে তৈরি একটি চাছুঁনি (scraper) এবং শালবন বিহার উৎখননের পর এর ৭-৮শতকের স্তরে নবোপলীয় যুগের কিছু ফসিল কাঠের হাতিয়ার সম্পর্কে জানা ছিল।
Gill net- Commonly seen in rural areas and used in rivers, flood plains and rice fields, Gill net is cast in shallow or deeper waters of rivers or beels.
ফাঁসজাল (Gill net) গ্রামাঞ্চলের নদী, প্লাবনভূমি ও ধানক্ষেতে বহুল ব্যবহূত, পাতা হয় নদী ও বিলের স্বল্প বা গভীর পানিতে।