en
stringlengths
0
242k
bn
stringlengths
0
240k
Restoration treatment There are so many restoration treatments for cellulosic materials which are pasting, lamination, mending, patching, lining, trip-lining, sizing, consolidation and impregnation.
পুনরুদ্ধারকরণ (Restoration) সেলুলোজে তৈরী উপকরণ পুনরুদ্ধারের জন্য বিভিন্ন প্রকার পুনরুদ্ধারকরণ ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থাগুলি হচ্ছে পেস্টিং, লেমিনেশন, রিফু করা, তালি দেওয়া, কাপড়ের আস্তরণ, ফালি আস্তরণ, প্রলেপ, দৃঢ়করণ প্রভৃতি।
Latheticus oryzae
Latheticus oryzae
And if the rally's end goes in favour of their opponents, the service changes side.
আর র‌্যালির সমাপ্তি যদি বিপক্ষ দলের পক্ষে যায় তাহলে সার্ভিসের দিক পরিবর্তন হয়।
It is evident from seismic data acquired out by OGDC (Oil and Gas Development Corporation) during 63-64 in Rangpur-Dinajpur districts that both the northern and the southern slopes of Rangpur Saddle are quite gentle.
১৯৬৩-৬৪ সালে রংপুর-দিনাজপুর জেলায় ওজিডিসি (Oil and Gas Development Corporation) কর্তৃক আহরিত ভূকম্পীয় উপাত্তে (Seismic data) পরিষ্কার দেখা যায় যে, রংপুর স্যাডেলের উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় উভয়ত ঢালই বেশ আলতো।
(iii) provided, by global roaming services, to a person temporarily outside Bangladesh..
বা (ই) বাংলাদেশের বাহিরে সাময়িকভাবে অবস্থানরত কোন ব্যক্তিকে বৈশ্বিক পদচারণার (global roaming) ক্ষেত্রে প্রদান করা না হয়।
On the accession of a new emperor to the throne, the rupees of the former regime were declared sanaut (devalued) and were made subject to a batta (discount).
এই মুদ্রার একটা বিশেষ রাজনৈতিক বৈশিষ্ট্য ছিল। যখনই কোন নতুন সম্রাট সিংহাসনে বসতেন তখনই পূর্ববর্তী শাসকের আমলের মুদ্রা হয়ে যেত 'সনৎ' (অবমূল্যায়নকৃত) এবং এ সকল মুদ্রাকে 'বাট্টা'র (discount) আওতায় আনা হতো।
At least 22 percent of women in rural Bangladesh suffer from reproductive tract infections (RTI).
বাংলাদেশের গ্রামীণ মেয়েদের অন্তত ২২% যৌনাঙ্গের সংক্রমণজনিত (reproductive tract infection/RTI) রোগে ভোগে।
Geographical Information Systems
জিআইএস (Geographical Information Systems-GIS) ভৌগোলিক তথ্য ব্যবস্থা; ভূ-পৃষ্ঠের কোনো স্থান সম্পর্কিত উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য গৃহীত প্রযুক্তি।
Period III, contemporary with the Kusanas and apparently the most prosperous, has yielded fine pieces of diagnostic rouletted pottery of Roman affiliation, broken pieces of amphorae sherds in black or mat-red, fine red pottery with stamped design, grey pottery, and finely moulded terracotta figurines.
এ স্তর হতে রোমক 'রুলেটেড' (নকশা করা) পাত্রের অংশ বিশেষ; কালো অথবা অনুজ্জল লাল (mat-red) রং-এর 'অ্যামফোরা' (amphorae) বা গ্রিস দেশিয় মৃৎপাত্রের বেশ কিছু ভাঙ্গা অংশ; ছাপাঙ্কিত নকশাযুক্ত মনোরম লোহিত মৃন্ময়; ধূসর মৃৎপাত্র; এবং নিখুঁতভাবে ছাঁচে তৈরি পোড়ামাটির ক্ষুদ্র মূর্তি পাওয়া গেছে।
Two classification systems have been evolved to asses land capability of Bangladesh - one by the soil resources development institute (SRDI) for the whole of Bangladesh except chittagong hill tracts and the other for the Chittagong Hill Tracts by the Forestal Team.
ভূমির উৎপাদন ক্ষমতা মূল্যায়নের জন্য বাংলাদেশে দুটি শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রচলিত রয়েছে: মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট- এসআরডিআই (Soil Resources Development Institute-SRDI) কর্তৃক প্রচলিত পদ্ধতি, যা পার্বত্য চট্টগ্রাম ব্যতীত সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং অন্যটি ফরেস্টাল টিম (Forestal Team) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের জন্য প্রযোজ্য পদ্ধতি।
Otters are represented in Bangladesh by 3 species, viz, Asian Small-clawed Otter (Aonyx cinerea), Eurasian Otter (Lutra lutra), and Smooth-coated Otter (Lutra perspicillata).
এরা হচেছ, এশিয়ান স্মল-ক্লড অটার (Asian Small-clawed Otter, Aonyx cinerea), ইউরেশিয়ান অটার (Eurasian Otter, Lutra lutra) এবং স্মুথ-কোটেড অটার (Smooth Coated Otter, Lutra perspicillata)।
All the doorways, excepting the southern one, are emphasised by projected frontons with fluted minarets on either side.
দক্ষিণের প্রবেশদ্বার ব্যতীত সবগুলি প্রবেশদ্বারই উভয় পার্শ্বস্থ খাতকাটা ছোট মিনারসহ (fluted minarets) অভিক্ষিপ্ত ফ্রন্টনের মধ্যে স্থাপিত।
Seal was conversant with recent developments in biometry.
শীল বায়োমেট্রি (biometry) বা প্রাণের সম্ভাব্য আয়ু নির্ধারণের পরিসাংখ্যনিক জ্ঞানের সাম্প্রতিক বিকাশের সঙ্গে পরিচিত ছিলেন।
b) in the case of donations made by an institution or fund exempted from taxes under the purview of Paragraph 1 and 2 of Part B of the Sixth Schedule of the Income Tax Ordinance.
(খ) আয়কর অধ্যাদেশের SIXTH SCHEDULE এর Part B এর Paragraph 1 এবং 2 এর আওতায় করমুক্ত কোন প্রতিষ্ঠান বা তহবিল কর্তৃক কৃত দান -এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
An Act to provide for the conservation and safety of biodiversity, forest and wildlife of the country by repealing the existing law relating to conservation and management of wildlife of Bangladesh WHEREAS the provision for the conservation and safety of biodiversity, forest and wildlife by the state has been inserted in article 18A of the Constitution of the People's Republic of Bangladesh; and WHEREAS it is expedient and necessary to provide for the conservation and safety of biodiversity, forest and wildlife of the country by repealing the existing law relating to conservation and management of wildlife of Bangladesh; It is hereby enacted as follows: CHAPTER I PRELIMINARY
বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত আইন রহিতপূর্বক দেশের জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত আইন যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮ক-এ রাষ্ট্র কর্তৃক জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী, সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে; এবং যেহেতু বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রচলিত আইন রহিতপূর্বক দেশের জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ- প্রথম অধ্যায় প্রারম্ভিক
HS Suhrawardy became the premier of Bengal.
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী হন।
(2) Where before the institution of a complaint of an offence referred to in section 73 or 74, any application for the rectification of the Register concerning the trademark in question on the ground of invalidity of the registration thereof has already been properly made to and is pending before the Tribunal, the Magistrate shall stay the further proceedings in the prosecution pending the disposal of the application aforesaid and shall determine the charge against the accused in conformity with the result of the application for rectification in so far as the complainant relies upon the registration of his mark.
(২) ধারা ৭৩ বা ধারা ৭৪ এ উল্লিখিত কোন অপরাধ সম্পর্কিত অভিযোগ দায়ের হওয়ার পূর্বে, ট্রেডমার্ক সম্পর্কিত নিবন্ধন অবৈধ বিধায় তা সংশোধনকল্পে কোন আবেদন ইতোপূর্বে যথাযথভাবে পেশ করা হলে এবং তা ট্রাইব্যুনালে অনিষ্পন্ন থাকলে, সংশ্লিষ্ট আদালত উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখতে পারবে এবং উক্ত সংশোধনীর আবেদনের ফলাফলের সাথে সামঞ্জস্য রাখিয়া অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ (charge) নির্ধারণ করবেন।
a) cases of embezzlement;
(ক)অর্থ আত্মসাত্;
Nupsera bicolor
Nupsera bicolor
27. Jurisdiction of the Tribunal.-
২৭। ট্রাইব্যুনালের এখ্‌তিয়ার:-
(a) the number, quantity, measure, gauge or weight of any goods or services;
(ক) কোন পণ্য বা সেবার সংখ্যা, পরিমাণ, পরিমাপ, গেজ (gauge) বা ওজন;
Another palm of the Sundarbans is Hantal (Phoenix pelludosa).
সুন্দরবনের আরেক পাম হেঁতাল (Phoenix pelludosa)।
or (b) the expunging of any entry wrongly made in, or remaining on, the Register;
(খ) রেজিষ্টারের কোন এন্ট্রী বাদ দিয়ে বা কোন এন্ট্রী তাতে অন্তভর্ুক্ত করা;
Defects, which are well tolerated eg atrial septal defect may cause no symptoms until adult life or may be first detected incidentally.
হূৎপিন্ডের ত্রুটি, যেমন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত অলিন্দ পর্দার ত্রুটি (atrial septal defect/ASD) বিষয়ক কোন লক্ষণ ধরা পড়ে না, আবার কখনও আকস্মিকভাবে প্রথমবারের মতো ধরা পড়তেও পারে।
@DQ肥龙: Our government is so xxx.
@ডিকিউ肥龙: আমারদের সরকার খুব অশ্লীল৷
Volume XVII, Selections From Memoranda on' Oral Evidence By Non-Officials (part II) contained the following evidences from Bengal: all bengal namashudra association, the bengal depressed classes association, and the british indian association.
সপ্তদশ খন্ড, 'সিলেকশন্স ফ্রম মেমোর‌্যান্ডাম অন ওরাল এভিডেন্স বাই নন-অফিসিয়াল' (দ্বিতীয় অংশ)-এ বাংলা থেকে নিম্নলিখিতদের প্রামাণিক তথ্যাবলি অন্তর্ভুক্ত হয়েছিল:নিখিলবঙ্গ নমঃশূদ্র সমিতি, 'দি বেঙ্গল ডিপ্রেস্ড ক্লাসেস অ্যাসেসিয়েশন' এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
(h) the Inspector General of Prisons;
(জ) মহা-কারা পরিদর্শক;
It took Fa-hien six years to reach Central India from Changan (then the capital of China); his itinerary there extended over another six years; and on his return it took him three years to reach Qingzhou (Ch'ingchou) in modern Shandong, a coastal province in east China.
চেংয়ান (তৎকালীন চৈনিক রাজধানী) থেকে মধ্য ভারতে পৌঁছতে ফা-হিয়েনের ছয় বছর সময় লেগেছিল এবং সেখানে তিনি ভ্রমণে ছয় বছর অতিবাহিত করেন এবং প্রত্যাবর্তনের পথে তিনি তিন বৎসর সময় নিয়ে বর্তমান চীনের পূর্বউপকূলীয় প্রদেশ শানডং-এর চিংচৌ (Qingzho) এ পৌঁছেন। ফা-হিয়েনের তীর্থযাত্রা চীনের পরবর্তী প্রজন্মের যাজকদের অনুপ্রাণিত করেছিল।
Phosphates, chemical fertilisers, detergents, and animal manure pollute the water system by supplying excess nutrients for aquatic life resulting in the pollution known as 'eutrophication'.
ফসফেট, রাসায়নিক সার, সাবানজাতীয় দ্রব্য (detergent) ও বিষ্ঠা জলজ প্রাণী এবং উদ্ভিদকে মাত্রাতিরিক্ত পুষ্টি যোগানোর মাধ্যমে পানি দূষিত করে।
(2) The service regulations, training, equipment, duties and responsibilities of the officers and members of the Disrict Police appointed by the Parishad shall correspond to the service regulations etc. of the other district policemen and the laws applicable to matters relating thereto in the case of the District Police shall also, subject to the provisions of sub-section (1), be applicable in their case.
(২) পরিষদ কর্তৃক নিযুক্ত জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের চাকুরীর শর্তাবলী, তাঁদের প্রশিক্ষণ, সাজসজ্জা, দায়িত্ব ও কর্তব্য এবং তাঁদের পরিচালনা অন্যান্য জেলা পুলিশের অনুরূপ হবে এবং এতদ্‌সংক্রান্ত বিষয়ে জেলা পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য সকল আইন, উপ-ধারা (১) এর বিধান সাপে ক্ষে, তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
(8) "Actuary" means an Actuary possessing such qualifications as specified by regulations;
(৮) "একচ্যুয়ারি (actuary)" অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন একচ্যুয়ারি;
Tall grasses like Erianthes rivenae (Nal), Phragmites karka (Khagda), Arundo domax and Saccharum spontaneum (Kash), predominate in marshes, haors, baors and riverbanks.
নল (Erianthes rivenae), খাগড়া (Phragmites karka), বড়-নল (Arundo domax), কাশ (Saccharum spontaneum) ইত্যাদি বড় আকারের তৃণজাতীয় উদ্ভিদে হাওর-বাঁওড় ও নদীতীর ছেয়ে থাকে।
Such heritable metabolic diseases were first described early in the twentieth century (1910) by the British physician AE Garrod who gave the name inborn errors in metabolism.
এ ধরনের বিপাকজনিত রোগ সর্বপ্রথম বর্ণনা করেন বিংশ শতাব্দীর প্রথম দিকে (১৯১০) একজন ব্রিটিশ চিকিৎসক এ.ই. গ্যারড (AE Garrod) এবং এই বংশগত রোগের নামকরণ করেন 'জন্মগত বিপাক ত্রুটি'।
17. Authentic Version.- This Act will be translated in English. But if there is confusion in understanding any time Bangla version will be authentic for consideration.
১৭। মূল পাঠ এবং ইংরেজীতে পাঠ:- এই আইনের মূল পাঠ বাংলাতে হবে এবং ইংরেজীতে অনূদিত তার একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English text) থাকবে: তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে।
Sundarbans, The largest single block of tidal halophytic mangrove forest in the world, located in the southwestern part of Bangladesh.
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
k) "Bangladesh Bank" means the Bangladesh Bank established under the Bangladesh Bank Order, 1972 (PO No.126 of 1972);
(ট)"বাংলাদেশ ব্যাংক" অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O.No. 126 of 1972) এর অধীন স্থাপিত Bangladesh Bank;
Rocks rich in organic matter, when buried to this depth-generated hydrocarbons that subsequently migrated upward to accumulate in the present reservoirs at depth levels between 1 and 3 km.
জৈব পদার্থে সমৃদ্ধ শিলারাশি এই গভীরতায় হাইড্রোকার্বন উৎপাদন করে, যা পরবর্তীতে ঊর্ধ্বমুখে স্থানান্তরিত হয়ে ১ থেকে ৩ কিলোমিটার গভীরতা সীমায় বর্তমানের ধারক শিলাস্তরে (reservoir rocks) সঞ্চিত হয়।
The seeds of the Annatto dye plant, Bixa orellana, is a source of a dye used to colour foodstuffs, wool, paints, varnish and soap.
লটকনের (Bixa orellana) বীজ থেকে পাওয়া যায় খাদ্যবস্ত্ত, পশম, বার্নিশ ও সাবানে ব্যবহার উপযোগী রঞ্জক।
(2) The Parishad-
(২) পরিষদ-
Pink borer
Pink borer
(3) Any information mentioned in the sub‐section (1), can be sent for disclosure, to a competent authority, in written - directly hand‐to‐hand, by post or via any electronic means.
(৩)উপ-ধারা (১) এ উল্লিখিত কোন তথ্য, উপযুক্ত কর্তৃপক্ষের নিকট, লিখিতভাবে সরাসরি হাতে হাতে, ডাকযোগে বা যে কোন ইলেক্ট্রনিক মাধ্যমে প্রকাশের উদ্দেশ্যে প্রেরণ করা যাবে।
In that year, apparently, a severe flood had the effect of turning the course southward along the Jenai and Konai rivers to form the broad, braided Jamuna channel.
সে বছর ব্রহ্মপুত্রে প্রবল বন্যা সংঘটিত হওয়ায় নদীটি তার পুরাতন গতিপথ পরিবর্তন করে দক্ষিণমুখী ঝিনাই ও কোনাই নদী বরাবর প্রবাহিত হতে শুরু করে এবং প্রশস্ত ও বিনুনি (braided) বৈশিষ্ট্য সম্পন্ন যমুনা নদী গঠন করে।
In addition, the Department of Social Welfare also has a scheme for the education of visually impaired students with their sighted peer in 64 normal high schools all over the country.
এছাড়াও সমাজ কল্যাণ বিভাগ দেশের সর্বত্র ৬৪টি সাধারণ বিদ্যালয়ে সাইটেড শিক্ষার্থীদের (Sighted Peer) সহযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের সাধারণ শিক্ষার আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
It is the inherent capacity of a soil to supply 15 of the 18 essential nutrient elements to the growing crop.
মৃত্তিকা উর্বরতা (Soil Fertility) গাছের বৃদ্ধিতে কোন মৌলের দ্বারা সৃষ্ট বিষাক্ত প্রভাব ব্যতীত অপরিহার্য মৌলসমূহ সরবরাহ করার মৃত্তিকার ক্ষমতা।
(i) The examinations shall be conducted on the basis of fixed number of credit hours and semester system of the university.
(১) বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও নির্ধারিত সংখ্যক কোর্স একক (credit-hours) পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে।
Icerya pulcher
Icerya pulcher
In Bogra-X1 Oligocene strata were not identified by means of micropalaeontology due to lack of faunal index fossils and lithologic marker horizons.
বগুড়া-১১ নং কূপে অনুজীবাশ্ম বিজ্ঞান (micropalaeontology) পদ্ধতিতে ওলিগোসিন স্তরকে শনাক্ত করা সম্ভব ছিল না, কেননা সেক্ষেত্রে প্রাণিকুল সূচক জীবাশ্ম (faunal index fossils) এবং শিলাস্তর শনাক্তকারী বিশেষ ক্ষিতিজের (lithologic marker horizons) স্তর ছিল না।
115. Additional Power of the Judicial Magistrate or the Metropolitan Magistrate.-For the purposes of this Act, the Judicial Magistrate or the Metropolitan Magistrate shall also have the power to freeze the bank accounts of a person committing the offence.
১১৫। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা:- এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অপরাধ সংঘটনকারীর ব্যাংক এ্যাকাউন্ট অপরিচালনযোগ্য (freeze) করবার ক্ষমতা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের থাকবে।
Musculoskeletal pain and stiffness are the prominent feature in these diseases.
এই রোগের লক্ষণীয় উপসর্গ হলো পেশি কঙ্কালে (musculoskeletal) ব্যথা ও আড়ষ্টতা।
In Bangladesh the most popular gourds are yellow-flowered pumpkins (Cucurbita maxima) and white flowered bottle gourds (Lageneria vulgaris).
লাউ-কুমড়া জাতীয় উদ্ভিদ প্রজাতিগুলির সবাই লতানো বর্ষজীবী। বাংলাদেশে সবচেয়ে পরিচিত লাউ-কুমড়ার মধ্যে উলেখযোগ্য হলুদ ফুলবিশিষ্ট মিষ্টিকুমড়া (Cucurbita maxima), সাদা ফুলবিশিষ্ট লাউ/কদু (Lageneria vulgaris) এবং চালকুমড়া (Benincasa hispida)।
Ola Cabs (stylised as Λ), is an Indian origin online transportation network company developed by ANI Technologies Pvt. Ltd. As of May 2019, Ola was valued at about $6.2 billion.
ওলা ক্যাব ওলা ক্যাব (Λ হিসাবে শৈলীকৃত) হল "এএনআই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড" দ্বারা নির্মিত একটি ভারতীয় অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানী৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে ওলার মূল্যছিল প্রায় $৪ বিলিয়ন মার্কিন ডলার৷
It is a carnivorous fish, usually a bottom-feeder.
মাছটি মাংসাশী, সাধারণত তলভোজী (bottom-feeder)।
An Act made to provide for the establishment of private universities Whereas it is necessary to establish private universities in order to meet the increasing demand of, and to extend pervasively, higher education in the country, to facilitate the access of the general public to higher education and to create in this way a class of skilled persons; and whereas several well-wishing persons, associations, charitable funds and institutions of the country are eager to establish and manage private universities; and whereas it is expedient to provide for the establishment of private universities; Now, therefore, it is enacted as follows:-
বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানকল্পে প্রণীত আইন। যেহেতু দেশে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও ব্যাপক সম্প্রসারণ, সর্বসাধারণের জন্য উচ্চ শি - গা সুলভকরণ এবং তার মাধ্যমে দাতা জনগোষ্ঠী সৃষ্টির উদ্দেশ্যে বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণ অত্যাবশ্যক; এবং যেহেতু দেশের কতিপয় জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি-গোষ্ঠী, দাতব্য ট্রাষ্ট ও প্রতিষ্ঠান বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করতে আগ্রহী; এবং যেহেতু বেসরকারী পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকরণকল্পে বিধান করা প্রয়োজনীয় ও সমীচীন; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হল :-
Runoff Water all the water flowing from a drainage area. In other words that part of the precipitation which runs off the land surface into streams, in contrast to those parts which either soak into the ground or evaporate.
পৃষ্ঠগড়ানো পানি পৃষ্ঠগড়ানো পানি (Runoff Water) নিষ্কাশন এলাকা থেকে প্রবাহিত সকল পানি বা অন্যভাবে, বর্ষণের যে অংশ ভূমিতে শোষিত হয় বা বাস্পীভূত হয় তা বাদ দিয়ে ভূমির উপর দিয়ে গড়িয়ে পানিপ্রবাহের সঙ্গে মিশে যে পানি।
Twitter user confesses that it was her loneliness and longing for some sort of comfort from her isolation that eventually led her to embrace racist views against China and South Korea as part of Japan's online netto-uyoku (右翼) movement - Internet commenters who support and promote far-right and racist views.
টুইটার ব্যবহারকারী স্বীকারোক্তি করেছে যে তার একাকীত্ব, এবং তার বিচ্ছিন্নতা কাটাতে এক ধরনের আয়েস পাবার আকাঙ্খা থেকে আসলে সে একসময় জাপানের অনলাইন নেটো-ইউয়োকু (右翼) আন্দোলনের অংশ হিসেবে চায়না ও দক্ষিণ কোরিয়া সম্পর্কে বর্ণবাদমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বাধ্য করছে৷ নেটো-ইউয়োকু হলো ইন্টারনেট মন্তব্যকারী যারা অতি ডানপন্থী ও বর্ণবাদমূলক মতামতের সমর্থন ও প্রসার করে৷
Gewa wood (Excoecaria agallocha) with a mild chemical treatment before grinding is used.
গেওয়া কাঠ (Excoecaria agallocha) সামান্য রাসায়নিক শোধনের পর চূর্ণ কাজে ব্যবহূত হয়।
In course of time, the settlement expands and the land also evolves due to changes in hydro-geomorphological conditions of the area or changes in the course of the river.
সময়ের সঙ্গে সঙ্গে বসতি সম্প্রসারিত হতে থাকে এবং সংশ্লিষ্ট এলাকার জল-ভূরূপতাত্ত্বিক (hydro-geomorphological) অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির বিবর্তন সাধিত হয় কিংবা নদীর গতি পরিবর্তনের কারণেও অনেক সময় এলাকার পরিবর্তন ঘটে থাকে।
(b) the objects for which the Workers' Welfare Association has been formed ;
(খ) শ্রমিক কল্যাণ সমিতি গঠনের উদ্দেশ্যসমূহ;
(4) Notwithstanding anything contained in the Code of Criminal Procedure, 1898, any Judicial Magistrate of the first class, or a Metropolitan Magistrate may impose any fine provided for the offences in this Act upon the persons convicted.
(৪) Code of Criminal Procedure, 1898 এ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোন প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দোষী সাব্যস্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইনে অনুমোদিত যে কোন অর্থদন্ড আরোপ করতে পারবে।
Notable them were Pliny, the Elder of Greece (visited tamralipti in the first century), Ptolemy (Claudius Ptolemaeus) of Egypt (gangaridai or gauda, second century), fa-hien of China (Tamralipti, 5th century), hiuen-tsang of China (mahasthan, samatata, karnasuvarna and Tamralipti, 7th century), ibn battuta of Morocco (chittagong and sonargaon, 14th century), ma huan of China (Gauda, 15th century), fei hsin of China (Chittagong and Sonargaon, 15th century), duarte barbosa of Portugal (areas alongside the ganges, early 16th century), caeser frederick of Italy (Chittagong, late 17th century), ralph fitch of England (Chittagong, late 16th century), sebastien manrique of Portugal (Chittagong, early 16th century) niccolao manucci of Italy (dhaka, mid-17th century) and Jean Tavernier of France (Dhaka, mid 17th century).
অতীতে বাংলার বিভিন্ন এলাকায় আসা কয়েকজন পর্যটক হচ্ছেন গ্রিসের প্লিনি দ্য এল্ডার (এসেছিলেন তাম্রলিপ্তিতে, ১ম শতকে) মিসরের ক্লডিয়াস টলেমায়েস টলেমি (গঙ্গারিডাই বা গৌড়, ২য় শতক), চীনের ফা-হিয়েন (তাম্রলিপ্তি, ৫ম শতক) ও হিউয়েন-সাং (মহাস্থান, সমতট, কর্ণসুবর্ণ ও তাম্রলিপ্তি, ৭ম শতক), মরক্কোর ইবনে বতুতা (চট্টগ্রাম ও সোনারগাঁও, ১৪শ শতক), চীনের মা হুয়ান (গৌড়, ১৫শ শতক)) ও ফেই সিন (চট্টগ্রাম ও সোনারগাঁও, ১৫শ শতক), পর্তুগালের দুয়ার্তে বারবোসা (গঙ্গা অববাহিকা, ১৬শ শতক), ইতালির সিজার ফ্রেডেরিক (&চট্টগ্রাম, ১৭শ শতক), ইংল্যান্ডের র‌্যল্ফ ফিচ (চট্টগ্রাম, ১৬শ শতক), ইতালির নিকোলা মানুচি (ঢাকা, ১৭শ শতক) এবং ফ্রান্সের জে.বি টেভার্নিয়ার (ঢাকা, ১৭শ শতক)।
The Calendar of Persian Correspondence (CPC) had its origin in 1891 when the Government of India established the Imperial Record Department under the supervision of GW Forrest who found out that among the Records received from the Foreign Department there was a huge collection of Persian records.
ক্যালেন্ডার অব পার্সিয়ান করেস্পন্ডেন্স (সংক্ষেপে CPC-সি.পি.সি) প্রণীত হয় ১৮৯১ সালে যখন ভারত সরকার জি.ডব্লিউ ফরেস্টের তত্ত্বাবধানে সাম্রাজ্যের ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে। ফরেস্টের দৃষ্টিগোচর হয়, বৈদেশিক বিভাগ থেকে যে সকল নথি পাওয়া গেছে সেগুলির মধ্যে ফারসি ভাষায় লিখিত প্রচুর কাগজপত্রের সংগ্রহ বিদ্যমান।
26. Fund of the Trust.-
২৬। ট্রাস্টের তহবিল:-
Ferrolysis- Initial stage Under the reduced conditions that exist in floodplain topsoil when they are submerged by flood, ferrous iron is formed and displaces cations from the clay humus complex, from where they are removed in the floodwater.
ফেরোলাইসিস (ferrolysis) প্রাথমিক ধাপ পললভূমির পৃষ্ঠ মৃত্তিকাতে বিরাজমান বিজারিত অবস্থাধীনে যখন এসব মৃত্তিকা বন্যার পানি দ্বারা নিমজ্জিত হয়, তখন ফেরাস আয়রন তৈরি হয় এবং এ ফেরাস আয়ন এঁটেল ও হিউমাস কমপ্লেক্স থেকে ধনাত্মক আয়নসমূহকে অপসারণ করে বন্যার পানিতে প্রেরণ করে।
১৫৩
১৫৩
The Leopard-Cat, Fishing-Cat, Jungle Cat and small Indian Civet are still to be found.
বিভিন্ন প্রজাতির বনবিড়াল, গন্ধগোকুল (civet) প্রভৃতি প্রাণী এখনও মধুপুর বনে পাওয়া পাওয়া যায়।
University control of them was negligible, as the government had adopted a laissez faire policy.
সরকার অবাধ নীতি (Laissez-faire) গ্রহণ করায় এসকল শিক্ষা-প্রতিষ্ঠানের উপর বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছিল অতি সামান্য।
"(4) in the case of classification of imported or supplied goods for the purpose of levying and paying added value tax under this section, the classification of the said goods under the Customs Act shall be applicable.";
"(৪) এই ধারার অধীন মূল্য সংযোজন কর ধার্য ও প্রদানের উদ্দেশ্যে কোন আমদানিকৃত বা সরবরাহকৃত পণ্যের শ্রেণীবিন্যাস (Classification) এরক্ষত্রে Customs Act এর অধীন পণ্যের শ্রেণীবিন্যাস প্রযোজ্য হবে।";
Manipuri dance is characterised by its lashya (gentleness), tenderness, and devotion.
মণিপুরী নৃত্যকে বলা হয় লাস্য (Lashya) বা কোমল ধরনের নাচ।
Bird, William Wilberforce (1784-1857) arrived in Calcutta in 1807 as a member of the Covenanted Service of the east india company.
বার্ড, উইলিয়ম উইলবারফোর্স (১৭৮৪-১৮৫৭) ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তিকৃত (Covenanted) চাকরিতে যোগদানের জন্য ১৮০৭ সালে কলকাতায় আগমন করেন।
Pollution-related diseases diseases caused by contaminated air, water and soil with materials that affect human health and mostly created by human activity.
দূষণজনিত রোগ (pollution-related disease) মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর পদার্থসহ বায়ু, পানি ও মাটির দূষণজনিত ব্যাধিসমূহ।
The smallest one is the Speckled Cape Tortoise, Homopus signatus; shell length: 95 mm, weight: 140 g.
ক্ষুদ্রতমটি দাগফুটকি কাইট্টা (Speckled Cape Tortoise, Homopus signatus), খোলকের দৈর্ঘ্য ৯৫ মিমি, ওজন প্রায় ১৪০ গ্রাম।
Free living Free living protozoans may exist singly (Amoeba) or in colonies (Volvox).
মুক্তজীবী প্রোটোজোয়া মুক্তজীবী প্রোটোজোয়ারা নিঃসঙ্গ (Amoeba) বা দলবদ্ধভাবে (Volvox) বাস করে।
Tungro disease of rice, potato yellow dwarf, maize stunt and maize chlorotic dwarf virus, tobacco mosaic etc are transmitted by the leafhoppers.
বাংলাদেশে ধানের টুংরো (tungro) রোগ, আলুর ইয়োলো ডোয়ার্ফ (yellow dwarf), ভুট্টার স্টান্ট (maize stunt) ও ক্লোরোটিক ডোয়ার্ফ (chlorotic dwarf) এবং তামাক গাছের মোজাইক রোগগুলি পাতাফড়িং এর মাধ্যমেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে সংক্রামিত হয়।
Added together with these is an account relating to the history of Dhaka, which is entitled Some Account of the City of Dhaka.
এর সঙ্গে আছে সাম অ্যাকাউন্ট অব দি সিটি অব ঢাকা (Some Account of the City of Dhaka) নামে ঢাকার ইতিহাস সম্পর্কিত বিবরণ।
The station is equipped with 5 specialised laboratories, and one indoor and one outdoor cistern complex.
সেখানে আছে পাঁচটি বিশেষ ল্যাবরেটরি এবং একটি অভ্যন্তরীণ ও একটি বহিস্থ সিস্টার্ন কমপ্লেক্স (cistern complex)।
(4) For the purpose of determination of age under sub-section (3), the police officer shall record his age by finding out and verifying the birth- registration certificate or, in absence of such certificate, the relevant documents including the school certificate or the date of birth given at the time of school admission: Provided that where it appears to the police officer that the concerned person is a child but, despite all possible attempts, it is not possible to be confirmed through any documentary evidence, the said person shall in that case be considered as a child under the provisions of this Act.
(৪)উপ-ধারা (৩) এর অধীন বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ অথবা, উক্ত সনদের অবর্তমানে স্কুল সার্টিফিকেট বা স্কুলে ভর্তির সময় প্রদত্ত তারিখসহ প্রাসঙ্গিক দলিলাদি উদ্‌ঘাটনপূর্বক যাচাই-বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করবেন: তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি একজন শিশু কিন্তু সম্ভাব্য সকল চেষ্টা করিয়াও দালিলিক প্রমাণ দ্বারা তা নিশ্চিত হওয়া যায় না, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তিকে এই আইনের বিধান অনুযায়ী শিশু হিসাবে গণ্য করতে হবে।
110. Return of deposits.- In the winding up of an insurance company,otherwise than in a case to which section 109 applies, and in the insolvency of any other insurer the liquidator or assignee, as the case may be, may apply to the court for an order for the return of the deposit made by the company or the insurer, as the case may be, under section 23 or section 119 and the court shall on such application order a return of the deposit subject to such terms and conditions as it shall determine.
১১০। জামানত ফেরত:- কোন বীমা কোম্পানী অবসায়নকালে, যেইক্ষেত্রে ধারা ১০৯ প্রযোজ্য হয় তা ব্যতিরেকে এবং অপর কোন বীমাকারীর দেউলিয়াত্বের ক্ষেত্রে অবসায়ক কিংবা স্বত্ব নিয়োগী, যা প্রযোজ্য ধারা ২৩ কিংবা ধারা ১১৯ এর অধীন, ক্ষেত্রমত, কোম্পানী কিংবা বীমাকারী কর্তৃক জমাদানকৃত জমা ফেরত্‍ প্রদানের নিমিত্ত আদালতে দরখাস্ত করতে পারবেন এবং এইরূপ দরখাস্তের পরিপ্রেক্ষিতে আদালত, তদকর্তৃক নির্ধারিত শর্তসাপেক্ষে, জামানত ফেরত প্রদানের নির্দেশ প্রদান করবেন।
Subsequently, with the introduction of better and better word processor versions in the market by Microsoft Corporation, an interface 'Bijoy' was evolved in 1993 with a view to using Bangla font and Bangla keyboard with Microsoft Windows in IBM computer.
পরবর্তীতে মাইক্রোসফট কর্পোরেশন ক্রমাগত উন্নত থেকে উন্নততর সংস্করণের ওয়ার্ড প্রসেসর বাজারে ছাড়তে থাকলে ১৯৯৩ সালে বাংলা ফন্ট ও বাংলা কি-বোর্ডকে আই.বি.এম কম্পিউটারের আধুনিক অপারেটিং সিস্টেম 'মাইক্রোসফট উইন্ডোস' (Microsoft Windows)-এর সঙ্গে ব্যবহারের জন্য ইন্টারফেস 'বিজয়' উদ্ভাবিত হয়।
g) the Directors;
(ছ) পরিচালকগণ;
Sea level changes on a short time scale (several years) are associated with El Nino/ Southern oscillations.
স্বল্পকালীন সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের (কয়েক বছরব্যাপী) সঙ্গে এল নিনো বা দক্ষিণাঞ্চলীয় দোলনের (southern oscillations) সম্পর্ক রয়েছে।
(a) the recipient of such a supply is -
(ক) সরবরাহ গ্রহীতা―
Radcliffe Award
র‌্যাডক্লিফ রোয়েদাদ
Chittagong Medical College was established in 1957 by acquiring 79 acres of land at K. B. Fazlul Quader Road, Chittagong.
চট্টগ্রাম মেডিকেল কলেজ (Chittagong Medical College) তদানিন্তন পাকিস্ততান সরকার ১৯৫৭ সনে চট্টগ্রামের কে.বি. ফজলুল কাদের রোডে ৭৯ একর ভূমি অধিগ্রহন মারফৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে।
Bangladesh has 195 species of pteridophytes, which grow either as epiphytes, mesophytes, lithophytes or hydrophytes.
বাংলাদেশের মোট ২৫০ প্রজাতির টেরিডোফাইটার মধ্যে ফার্নের সংখ্যা ২৩০ এবং স্বভাবের দিক থেকে এগুলি একাধারে পরাশ্রয়ী উদ্ভিদ, সাধারণ উদ্ভিদ, শৈল-উদ্ভিদ (lithophyte) বা জলজ উদ্ভিদ।
Agrometeorology
কৃষি আবহাওয়া (Agrometeorology) কৃষির সঙ্গে সম্পৃক্ত আবহাওয়া বিজ্ঞানের বিশেষ এক শাখা।
It was discovered in 1969 by the national oil company (Oil and Gas Development Corporation of the then Pakistan).
১৯৬৯ সালে ন্যাশনাল অয়েল কোম্পানি (তৎকালীন পাকিস্তানের Oil and Gas Development Corporation) এটি আবিষ্কার করে।
Diagnostic Horizon a soil horizon having a set of quantitatively defined properties which are used in soil classification.
শনাক্তকারী ক্ষিতিজ (Diagnostic Horizon) মাটির শ্রেণীবিন্যাসে ব্যবহূত সংখ্যাগতভাবে নির্ধারিত গুণাবলি বিশিষ্ট মাটির স্তর।
বর্গ
বর্গ
G. arboreum, locally called Comilla Cotton, is grown in hilly regions of Chittagong, and the chittagong hill tracts.
অন্যদিকে কুমিল্লা-তুলা (Gossypium arboreum) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জন্মে।
Sevidol, a common granular insecticide used in Bangladesh is a mixture of Sevin and Lindane (gamma BHC).
আমাদের দেশে ব্যবহূত সাধারণ দানাদার কীটনাশক সেভিডল হলো সেভিন ও লিনডেনের (gamma BHC) মিশ্রণ।
Cyclone a tropical storm or atmospheric turbulence involving circular motion of winds, occurs in Bangladesh as a natural hazard.
ঘূর্ণিঝড় (Cyclone) ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমন্ডলী ঝড় বা বায়ুমন্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়।
(5) Where a licensee, or the certificate or permit holder does not pay the fine imposed under sub-section (1), such fine may be realized as public demand under the Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913).
(৫) কোন লাইসেন্সি, সার্টিফিটেকধারী বা পারমিটধারী উপ-ধার (১) এর অধীন আরোপিত জরিমানার অর্থ পরিশোধ না করলে তা Public Demands Recovery Act, 1913 (Act III of 1913) এর বিধান অনুযায়ী সরকারি দাবি হিসাবে আদায় করা যাবে।
(ii) except for the requirement of a legal proceedings of the Commission or a court or of a consequential proceeding, disclose any information about the sender or addressee or contents of a message which has come to his knowledge only by using or in connection with the use of a telecommunication apparatus or radio apparatus;
(আ)কমিশন বা আদালতের কোন আইনগত কার্যধারা (legal proceedings) বা তার অনুবর্তী (consequential) কার্যক্রমের প্রয়োজন ব্যতীত এমন বার্তার প্রেরক, প্রাপক বা বিষয়বস্তু সম্পর্কিত তথ্য প্রকাশ করবেন না যে বার্তাটি তিনি শুধুমাত্র টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বা ব্যবহারের সূত্রে জ্ঞাত হইয়াছে।
Early development of mottles On first ripening, the soil mass has a uniform olive or brown appearance.
প্রাথমিক পর্যায়ে কর্বুর (mottles) সৃষ্টি পরিপক্ককরণের প্রথম দিকে মৃত্তিকা বস্ত্ত সমরূপ জলপাই বা বাদামি রঙের থাকে।
The next stage is khanapuri, which literally means filling up of different columns of the khatiyan form.
জরিপের পরবর্তী পর্যায়ের নাম খানাপুরি। এর আক্ষরিক অর্থ খতিয়ান (ROR) ফরমের বিভিন্ন স্তম্ভ পূরণ।
The orbs are directed forward giving owls binocular vision; they are thus able to perceive the whereabouts of their prey in a three-dimensional manner.
অক্ষিগোলক সামনে অগ্রসর থাকায় পেঁচারা দ্বিনেত্র (binocular) দৃষ্টির অধিকারী।
Except diatoms, all the hosts are colourless.
একমাত্র ডায়াটোম ছাড়া অন্য সব পোষক (host) বর্ণহীন।
Once these garhlands were under dense Shal (Shorea robusta) forest, but now they are mostly degraded due to deforestation and encroachment.
একসময় এ গড় এলাকাগুলি ঘন নিবিড় শাল (Shorea robusta) বনে পূর্ণ ছিল, বর্তমানে বেশিরভাগ বনই অবৈধভাবে গাছ কাটার ফলে ধ্বংস হয়ে গেছে।
d) Prohibit any individual or entity from making any funds, financial assets or economic resources of financial or other related services available, directly or indirectly, for the benefit of individuals or entities listed by the respective Committee of UN Security Council, proscribed or listed under 1373 or requested by other country under UNSCR 1373, of entities owned or controlled, directly or indirectly, by such persons and of persons and entities acting on behalf of or at the direction of such persons;;
(গ) বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে কোন ব্যক্তি বা সত্তা কর্তৃক কোন তহবিল সন্ত্রাসী কার্যে ব্যবহারের অভিপ্রায়ে বা তা সন্ত্রাসী কার্যে ব্যবহৃত হবে এইরূপ জ্ঞাত থাকিয়া, স্বেচ্ছায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তহবিল গঠন বা সংগ্রহ করা হলে, তা নিষিদ্ধ করবে;