en
stringlengths
0
242k
bn
stringlengths
0
240k
Bangladesh Astronomical Association established on 5 May 1988, by a group of young astronomers with a view to spreading astronomical knowledge.
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন (Bagladesh Astronomical Association) ১৯৮৮ সালের ৫ মে জ্যোতির্বিজ্ঞান চর্চায় উৎসাহী একদল তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
The name of the group is derived from the placenta, a special organ by which the embryo is fed directly from the mother's blood supply and by which waste products are removed.
জরায়ুর উপস্থিতি (uterus) থেকেই এই দলের এমন নাম, আর এই জরায়ুর মাধ্যমে সরাসরি মায়ের রক্তসরবরাহ থেকে ভ্রূণকে খাদ্য যোগায় এবং বর্জ্য নিষ্কাশন করে। প্রজাতিভেদে মায়ের গর্ভধারণকালে যথেষ্ট পার্থক্য থাকে।
The four octagonal corner towers, all rising above the horizontal parapets and having kalasa bases, are topped by renovated solid kiosks with copulas and finally crowned with lotus and kalasa finials.
চার কোণের চারটি অষ্টভুজাকার কলস ভিত্তি শোভিত কর্ণার টাওয়ার অনুভূমিক প্যারাপেটকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। কর্ণার টাওয়ারগুলি নতুন করে নির্মিত ছোট গম্বুজসহ (cupola) বদ্ধ ছত্রী (kiosk) এবং পদ্ম ও কলস শোভিত শীর্ষচূড়া দ্বারা আচ্ছাদিত।
Bumblebees are colorful and one of the largest bees in the world, readily recognizable by their brilliant huge sight and humming sound.
বাম্বোল বী (Bee bumble) ভ্রমরদের মধ্যে বাম্বোল বী সবচেয়ে বড় এবং রঙের বৈচিত্র্যে আকর্ষণীয়। ওড়ার সময় এদের গুঞ্জন-ধ্বনি বৈশিষ্ট্যময়।
Corvus macrorhynchos
Corvus macrorhynchos
(39) "radiation source" means any material or an apparatus producing or capable of producing ionizing radiation in a particular installation or place;
(৩৯) ''বিকিরণ উৎস (radiation source) '' অর্থ কোন নির্দিষ্ট স্থাপনায় অথবা স্থানে আয়নায়নকারী বিকিরণ উৎপাদনকারী বা উৎপাদনে সক্ষম এইরূপ কোন পদার্থ বা যন্ত্রপাতি;
Fish farm management the act or manner of managing, handling and controlling waterbodies devoted to the raising of fish.
মৎস্যখামার ব্যবস্থাপনা (Fish-farm management) মৎস্যচাষে জলাশয়গুলিতে অধিক উৎপাদনশীলতার জন্য গৃহীত সামগ্রিক ব্যবস্থাদি।
In 1967 the novel was translated into English as Tree Without Roots.
১৯৬০ সালে পাকিস্তান লেখক সংঘ কর্তৃক করাচি থেকে উপন্যাসটির উর্দু অনুবাদ, একই বছর প্যারিস থেকে ফরাসি অনুবাদ এবং ১৯৬৭ সালে লন্ডন থেকে ইংরেজি অনুবাদ (Tree Without Roots) প্রকাশিত হয়।
Polio is primarily a disease of the infant caused by an enterovirus with disease manifestations that include destruction of motor neurons in the spinal cord causing flaccid paralysis.
ভাইরাসটির সংক্রমণে প্রধান স্নায়ুরজ্জুর (spinal cord) মোটর স্নায়ুকোষ (motor neurons) ক্ষতিগ্রস্ত হয়।
geological survey of bangladesh (GSB) earlier published ' A brief description of the litho-stratigraphic units in the geological literature of Bangladesh'.
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি (Geological Survey of Bangladesh-GSB) বাংলাদেশের শিলাস্তরীয় একক সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা মুদ্রিত করেছে।
মূল ও কন্দ
মূল ও কন্দ
Heckler & Koch, encouraged by the success of the G3 automatic rifle, developed a family of small arms consisting of four types of firearms all based on a common G3 design layout and operating principle. The first type was chambered for 7.62×51mm NATO, the second for the 7.62×39mm M43 round, the third for the intermediate 5.56×45mm NATO caliber, and the fourth type for the 9×19mm Parabellum pistol cartridge. The MP5 was created within the fourth group of firearms and was initially known as the HK54.
হেকলার এবং কস, জি৩ স্বয়ংক্রিয় রাইফেলের সাফল্যে উৎসাহিত হয়ে, জি৩ নকশা বিন্যাস এবং অপারেটিং নীতির উপর ভিত্তি করে চার ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে গঠিত ছোট অস্ত্রের একটি পরিবার গড়েছিল৷ প্রথম ধরন ৭.৬২ × ৫১মিমি ন্যাটো বুলেটের জন্য, ৭.৬২ × ৩৯ মিমি এম৪৩ রাউন্ডের জন্য দ্বিতীয়, মধ্যম ৫.৫৬ × ৪৫ মিমি ন্যাটো ক্যালিবারের জন্য তৃতীয় এবং ৯ × ১৯ মিমি প্যারাব্লুম পিস্তল কার্টিজের জন্য চতুর্থ প্রকার৷ এমপি৫ চতুর্থ গোষ্ঠীর আগ্নেয়াস্ত্রের মধ্যে তৈরি করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এটি এইচকে৫৪ নামে পরিচিত ছিল৷
The ancient Egyptians domesticated the Egyptian Grey Mongoose, or Ichneumon, H. ichneumon, which they considered sacred.
প্রাচীন মিশরীয়রা স্থানীয় ধূসর বেজি (Herpestes ichneumon) পুষত এবং এদের পবিত্র প্রাণী ভাবত।
Leachate water containing dissolved chemicals; applied particularly to fluids escaping from waste-disposal sites.
ক্ষালিত বস্ত্ত (Leachate) পয়ঃভান্ডার থেকে তরলের মাধ্যমে বিশেষ করে পানির সাহায্যে মুক্ত হওয়া দ্রবীভূত রাসায়নিক অপদ্রব্যসমূহ।
However, there are evidences that precious metal and base metal of Indian shield are also present.
তবে ভারতীয় সোপানের মূল্যবান ধাতু ও অবর ধাতুও (Base metal) এখানে বিদ্যমান থাকার প্রমাণ রয়েছে।
The size of particulate material transported as sediment-load by rivers ranges between fine clay and colloidal particles of less than 0.5 m in diameter to large boulders moved during peak flood stage.
নদীকর্তৃক পলিবোঝা হিসেবে পরিবাহিত বিভিন্ন বৈশিষ্ট্যের বস্ত্তর আকৃতি ০.৫ মাইক্রো মি এর চেয়েও কম ব্যাসার্ধের সূক্ষ্ম কর্দম কণা এবং আঠালো কণা (Colloidal particles) হতে প্রবল বন্যার সময় বাহিত বৃহদাকৃতির প্রস্তরখন্ড বা বোল্ডার পর্যন্ত হয়ে থাকে।
[Syed Azizul Haque] Rheumatic heart disease a condition resulting from the damage produced by recurrent attacks of rheumatic carditis.
অস্থিবাতগ্রস্ত হূদরোগ (rheumatic heart disease) বারবার অস্থিসন্ধি বাতগ্রস্ত হূদপ্রদাহ দ্বারা সৃষ্ট হূৎপিন্ডের একটি ক্ষতিকর অবস্থা।
An Act made to establish a Zila Parishad for the Rangamati Hill District Whereas the Rangamati Hill District is a special area inhabited by several backward tribes and it is, therefore, expedient to provide for the establishment of a Parishad for it for the purpose of its comprehensive development; Now, therefore, it is herewith enacted as follows:-
রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ স্থাপনকল্পে প্রণীত আইন। যেহেতু রাংগামাটি পার্বত্য জেলা বিভিন্ন অনগ্রসর উপজাতি অধ্যুষিত একটি বিশেষ এলাকা বিধায় তার সর্বাংগীন উন্নয়নকল্পে তার জন্য একটি পরিষদ স্থাপনের বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হল :-
The two wide transverse arches and the blocked arches over the mihrabs and doorways support the octagonal drums, which directly carry the thrust of the domes above.
প্রশস্ত আড়খিলানদুটি এবং মিহরাব ও প্রবেশপথগুলির উপর থেকে নির্মিত বন্ধ খিলান গম্বুজগুলির ভার অষ্টকোণাকৃতির ড্রাম (Drum) বহন করছে।
(5) In every establishment every window, door, or other exit affording means of escape in case of fire to every person employed therein.
(৫) প্রত্যেক প্রতিষ্ঠানে, তাতে কর্মরত প্রত্যেক শ্রমিককে অগ্নিকান্ডের বা বিপদের সময় তৎসম্পর্কে হুশিয়ার করার জন্য, স্পষ্টভাবে শ্রবণযোগ্য হুশিয়ারী সংকেতের ব্যবস্থা থাকতে হবে।
(11) for section 83 the following section 83 shall be substituted, namely:-
(১১) section 83 এর পরিবর্তে নিম্নরূপ section 83 প্রতিস্থাপিত হবে, যথা :-
j) Issue directions, from time to time, to the reporting agencies by Bangladesh Financial Intelligence Unit (BFIU) for proper implementation of this section;
(ঝ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তি এবং সত্তার সাথে সম্পর্কিত উক্ত রেজুলেশনে উল্লিখিত যেকোন কাজ নিষিদ্ধ এবং প্রতিরোধ করবে;
The audit directorates and training academy placed under C&AG are Commercial Audit; Local Audit; Works Audit; Foreign Aided Project Audit; Civil Audit; railway Audit; Post, Telephone and Telegraph Audit; Defense Audit; Mission Audit; Performance Audit and Financial Management Academy (FIMA).
সিঅ্যান্ডএজি-র অধীনে নিম্নলিখিত অডিট ডাইরেক্টরেট ও প্রশিক্ষণ একাডেমি ন্যস্ত করা হয়েছে: বাণিজ্যিক নিরীক্ষা, পূর্ত নিরীক্ষা, বৈদেশিক সাহায্যাধীন প্রকল্প নিরীক্ষা, বেসামরিক নিরীক্ষা, রেলওয়ে নিরীক্ষা, ডাক, তার ও টেলিফোন নিরীক্ষা, প্রতিরক্ষা নিরীক্ষা, বৈদেশিক মিশন নিরীক্ষা, কৃতি নিরীক্ষা (performance audit) এবং আর্থিক ব্যবস্থাপনা একাডেমি ( Financial Management Academy)।
Bhar Basin the very lowland in and around Atrai upazila having an area of about 3,120 sq km.
ভর অববাহিকা ভর অববাহিকা (Bhar Basin) আত্রাই উপজেলায় অবস্থিত অধিক নিচু ভূমি। 'ভর' শব্দের অর্থ নিচু ভূমি।
Carambola or starfruit and closely related bilimbi (A. bilimbi) are believed to have originated in Southeast Asia (Malay Peninsula to Indonesia).
কামরাঙা ও এর ঘনিষ্ঠ বিলিম্বি (A. bilimbi) সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়ায় (মালয় উপদ্বীপ থেকে ইন্দোনেশিয়া) উৎপন্ন।
The cultivar grown in Bangladesh is known as American Cotton (Gossypium hirsutum).
বাংলাদেশে উৎপন্ন তুলার জাত (cultivar) হলো আমেরিকান তুলা (Gossypium hirsutum)।
(1) "ICAO" means the International Civil Aviation Organization established under the Chicago Convention;
(১) ''আইসিএও'' অর্থ শিকাগো কনভেনশনের অধীন প্রতিষ্ঠিত International Civil Aviation Organization;
Commercially important shrimp and fish species include tiger shrimp, karuma shrimp, cat fish, Bombay duck, snapper, flounder, Indian salmon, crocker, seabream, jawfish, mullet, pomfret, ribbon fish, anchovy, hilsa, oil sardine, tuna, mackerel and skipjack. [Hossain Zamal]
বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চিংড়ি ও মাছের প্রজাতির মধ্যে রয়েছে বাগদা চিংড়ি (tiger shrimp), কারুমা চিংড়ি, গোংরা মাছ (cat fish), লতিয়া (Bombay duck), চৌকা (snapper), ফ্লাউন্ডার (flounder), লাক্কা (Indian salmon), পোয়া (crocker), রূপবান (seabream), লেইয়া পোয়া (jawfish), মিউলেট (mullet), চান্দা (pomfret), ছুরি (ribbon fish), ফাইস্যা (anchovy), ইলিশ (hilsa), অয়েল সারডিন (oil sardine), টুনা (tuna), চাম্পা (mackerel) এবং স্কিপ জ্যাক (skipjack)। [হোসেন জামাল]
(x) two representatives nominated by the Government from the consumersO food related organizations;
(ভ)সরকার কর্তৃক মনোনীত খাদ্য ভোক্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দুইজন মনোনীত প্রতিনিধি;
Horse hair blight
Horse hair blight
In 1938, the Indian Jute Research Institute was established at Dhaka and technological laboratory was set up at Tullyganj in Kolkata.
১৯৩৮ সালে ঢাকায় সর্বপ্রথম একটি স্বয়ং সম্পূর্ণ পাট গবেষণাগার (Indian Jute Research Institute) প্রতিষ্ঠিত হয় এবং প্রায় একই সময়ে কলকাতার টালিগঞ্জে একটি প্রযুক্তি গবেষণাগারও স্থাপিত হয়।
The minerals that occur in the sand and silt fractions are mostly primary minerals formed at elevated temperatures and inherited from the igneous and metamorphic rocks (sometimes through a sedimentary cycle).
মৃত্তিকার তিন প্রকার কণাতেই বিদ্যমান মণিকগুলো আগ্নেয় ও রূপান্তরিত শিলা (কখনো কখনো একটি পাললিক চক্রের মাধ্যমে) থেকে উত্তরাধিকার সূত্রে উৎপন্ন। এঁটেল অংশে বিদ্যমান মণিকগুলোকে অনুসম্ভূত (secondary) মণিক হিসেবে বিবেচনা করা হয়।
(1) The Conciliator shall, as soon as possible, call a meeting of the parties to the dispute for the purpose of settlement of the dispute through conciliation.
(১) মীমাংসাকারী, যত দ্রুত সম্ভব, মীমাংসার মাধ্যমে বিরোধের নিষ্পত্তির উদ্দেশ্যে বিরোধের পক্ষগণকে সভায় আহবান করবেন।
Formicidae
Formicidae
The most common congenital heart diseases are Ventriculur Septal Defect (VSD), Atrial Septal Defect (ASD), Parsistent Ductus Arteriosus (PDA), Coarctation of the Aorta, Pulmonary stenosis, Aortic stenosis, and Transposition of the Great Arteries (TGA).
হূৎপিন্ডের ত্রুটি, যেমন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত অলিন্দ পর্দার ত্রুটি (atrial septal defect/ASD) বিষয়ক কোন লক্ষণ ধরা পড়ে না, আবার কখনও আকস্মিকভাবে প্রথমবারের মতো ধরা পড়তেও পারে। হূৎপিন্ডের জন্মজাত নিলয় পর্দার ত্রুটি
Considering the complex accounting and tax treatment character of leasing and there being no leasing expert available in Bangladesh at that time, JD Lee, a Korean leasing expert, was appointed as the first CEO and Managing Director of IDLC who virtually laid the foundation of leasing business in Bangladesh.
লিজিং কোম্পানির জটিল হিসাবরক্ষণ পদ্ধতি, কর প্রদান সংক্রান্ত জটিল বৈশিষ্ট্য এবং বাংলাদেশে কোনো লিজিং বিশেষজ্ঞ না পাওয়ায় মি. জে.ডি.লি (J.D. Lee) নামক একজন কোরিয়ান লিজিং বিশেষজ্ঞকে আইডিএলসি'র প্রথম সিইও (CEO) এবং ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়।
Inland Water Resources Confluence of Rivers' Bangladesh lay on the confluence of three major rivers of Asia, named the Ganga, the Brahmaputra and the Meghna.
অভ্যন্তরীণ জল সম্পদ (Inland Water Resources) বাংলাদেশ এশিয়ার কয়েকটি বড় নদনদী, যথা ব্রহ্মপুত্র, গঙ্গা ও মেঘনা নদীর মিলনস্থল।
The largest crocodile (the saltwater crocodile, Crocodylus porosus, found also in the Sundarbans) may be 7 m in length, weighing about 1,500 kg.
সর্ববৃহৎ কুমির, সুন্দরবনের লোনাপানির কুমির (Crocodylus porosus) ৭ মিটার পর্যন্ত লম্বা, ওজন প্রায় ১৫০০ কিলোগ্রাম।
Responsibility for water supply and sanitation outside the two major cities lies with the Department of Public Health Engineering (DPHE), which has been implementing a long-term programme.
ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত অন্যান্য শহরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দায়িত্ব পালন করে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (Department of Public Health and Engineering)।
(a) to make any other sound recording embodying it;
(খ) ইতোপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হোক বা না হোক, শব্দ রেকর্ডিং এর কোন অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করার প্রস্তাব করা;
Banks normally do not feel at ease in financing segments not in a position to provide adequate cash margin in the form of equity and collateral to secure their loan whereas the leasing companies pay more emphasis on business potential and cash flow instead of collateral and equity.
সমাজের যেসব শ্রেণি সমমূলধন (equity) আকারে পর্যাপ্ত নগদ কিছু (cash mergin) ও ঋণ আদায়ের জন্য জামানত দিতে পারে না ব্যাংক সাধারণত তাদের আর্থিক সহায়তা দিতে স্বস্তিবোধ করে না, কারণ এসব ক্ষেত্রে তাদের ঋণ আদায়ের নিশ্চয়তা থাকে না।
For example: RS, RG or SP, GP etc. (s) The sign of a 'rest' and of a 'matra' are the same.
ফাঁক বা খালির চিহ্ন শূন্য (০), সমের জন্য যোগ (+) চিহ্ন বা এক সংখ্যার ওপর (১) লেখা হয়।
Tropical moist deciduous forest Commonly known as sal forest, sal (Shorea robusta) being the dominant species.
ক্রান্তীয় আর্দ্র-পত্রমোচী বন (Tropical moist deciduous forest) শাল (Shorea robusta) গাছের প্রাধান্য বিধায় সাধারণত শালবন নামে পরিচিত।
(d) procedures for determining physical inventories and losses ;
(ঘ) ফিজিক্যাল ইনভেনটরি (physical inventory) ও ক্ষয়ের পরিমাণ নির্ধারণের কার্যপ্রণালী;
(q) "petroleum products" means processed or unprocessed liquid or mixture of solid hydrocarbon and petroleum byproducts such as lubricant and petroleum solvent but shall not include natural gas;
(থ) "পেট্রোলিয়ামজাত পদার্থ" অর্থ প্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত তরল কিংবা কঠিন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং পেট্রোলিয়াম উপজাত যেমন: লুব্রিকেন্ট ও পেট্রোলিয়াম দ্রাবক (Solvent) তার অন্তর্ভুক্ত হবে, তবে প্রাকৃতিক গ্যাস তার অন্তর্ভুক্ত হবে না;
The cough syrup Phensidyl, a product of May and Baker (India), contains codeine which is an extraction from the poppy head.
মে অ্যান্ড বেকার (ভারত) কোম্পানি উৎপাদিত কফ সিরাপ ফেনসিডিলে রয়েছে কোডেইন (codeine), যা পপি থেকে নির্যাস হিসেবে সংগৃহীত হয়।
Some other bilingual dictionaries are Anglo-Bengali Dictionary, compiled by Radhanath Dey and published in 1850; An English and Bengalee Vocabulary, compiled by Mudhusudan Mullick, in 1852; A Dictionary of the English Language, by UC Addy, published in 1854; A Glossary of Judicial and Revenue Terms, by H. H. Wilson, published from London in 1855.
এ ছাড়া নিকটবর্তী সময়ে আরও কয়েকটি অভিধানের নাম: অ্যাংলো-বেঙ্গলি ডিকশনারি (Anglo-Bengali Dictionary) (রাধানাথ দে, ১৮৫০); অ্যান ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভোকাবুলারি (An English and Bengalee Vocabulary) (মধুসূদন মল্লিক, ১৮৫২); এ ডিকশনারি অব দি ইংলিশ লেঙ্গুয়েজ (A Dictionary of the English Language) (উদয়চাঁদ আঢ্ঢি, ১৮৫৪); এ গ্লোসারি অব জুডিশিয়াল অ্যান্ড রেভিনিউ টার্মস (A Glossary of Judicial and Revenue Terms) (এইচ. এইচ উইলসন/ HH Willson, লন্ডন, ১৮৫৫)।
Their integument or cuticle is composed of a substance called chitin and they grow in size through molting.
এদের খোলস কাইটিন (chitin) নামক পদার্থে গঠিত এবং তারা খোলস বদলে বাড়তে থাকে।
b) its time and demand liabilities in Bangladesh at the close of every Thursday during a month or if any Thursday is a public holiday under the Negotiable Instruments Act, 1881 (XXVI of 1881), at the close of the proceeding working day.
(খ)মাসের প্রতি বৃহস্পতিবারের সমাপ্তিতে এবং কোন বৃহস্পতিবার Negotiable Instruments Act, 1881 (XXVI of 1881) এর অধীনে সরকারী ছুটির দিন থাকলে, তার পূর্ববর্তী কার্যদিবসের সমাপ্তিতে, বাংলাদেশের অভ্যন্ত্মরে তার মেয়াদী ও চাহিবামাত্র দায়।
The region is characterised by a huge network of trellis and dendritic drainage consisting of some major rivers draining into the bay of bengal.
বঙ্গোপসাগরে নিপতিত কিছু গুরুত্বপূর্ণ নদী নিয়ে গঠিত জালিকা সদৃশ (Trellis) ও বৃক্ষসদৃশ (Dendritic) জলনিকাশ প্যাটার্নের এক অতি ব্যাপক নেটওয়ার্ক অঞ্চলটিকে বৈশিষ্ট্যমন্ডিত করে তুলেছে।
Civil courts while deciding any question regarding succession, inheritance, marriage or caste or any religious usage or institution apply the Muslim law in cases where the parties are Muslims and' Hindu law in cases where the parties are Hindus except so far as such law has been altered or abolished by any enactment made by the legislature.
দেওয়ানি আদালতগুলো উত্তরাধিকার, বিবাহ বা জাতপাত কিম্বা কোনো ধর্মীয় রীতিনীতি বা প্রতিষ্ঠান সম্পর্কিত যেকোন প্রশ্নের নিষ্পত্তিকালে পক্ষগুলো যেখানে মুসলমান সেক্ষেত্রে মুসলিম আইন আর হিন্দু হলে হিন্দু আইন প্রয়োগ করে থাকে। তবে আইনসভা প্রণীত কোনো অধিনিয়মের (Enactment) দ্বারা এ জাতীয় আইনের পরিবর্তন বা বিলোপ ঘটে থাকলে সেসব ক্ষেত্রেই এর ব্যত্যয় ঘটে।
In partnership with the Centre for Disability in Development (CDD), the Bangladesh office was opened in 2000 and began working with 5 local community development organisations.
সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সাথে যৌথ উদ্যোগে ২০০০ সালে এ সংস্থার বাংলাদেশ শাখার উদ্বোধন করা হয় এবং ৫টি স্থানীয় কমিউনিটি উন্নয়ন সংস্থার (Local Community Development Organizations) মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা শুরু করে।
S. zeamais
S. zeamais
In the outcropping Dupi Tila Formation in Rashidpur structure, flank reversal can be noticed to indicate extent of axial stretch. The Rashidpur structure is affected by a major north south trending longitudinal fault in the eastern flank with down thrown block to the east.
রশিদপুর ভূতাত্ত্বিক গঠনে প্রকটিত ডুপিটিলা স্তরসমষ্টির পার্শ্বীয় ওলটপালট (flank reversal) দেখা যায়।
In the late eighteenth and early nineteenth centuries, a class of Anglo-Indians came to be known as Nabobs (from nawab>nabab>nabob) in the British society.
আঠারো শতকের শেষ ও ঊনিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ সমাজে এক শ্রেণির অ্যাংলো-ইন্ডিয়ান নবব (nabob) (নওয়াব>নবাব>নবব) নামে পরিচিত হয়ে ওঠেন।
(3) No person or organization shall, without prior permission of the Department, establish any observatory or install any equipment as specified in sub-section (1) and (2) or conduct any activity for observation of earthquake, flood caused by earthquake, tidal surge or tsunami and for any research related thereto within the territorial limits of Bangladesh.
(৩) অধিদপ্তরের পূর্বানুমতি ব্যতীত, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসীমায় ভূমিকম্প ও ভূমিকম্পজনিত বন্যা, জলোচ্ছ্বাস বা সুনামি কার্যক্রম পর্যবেক্ষণ ও এতদ্‌সংক্রান্ত গবেষণার জন্য উপ-ধারা (১) ও (২) এ বর্ণিত অনুরূপ পর্যবেক্ষণাগার বা যন্ত্রপাতি স্থাপন ও কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।
They usually occur at latitudes greater than 5'N or 5'S. It is thought that the Inter-tropical Convergence Zone has something to do with the formation of a cyclone.
সাধারণত ৫° উত্তর থেকে ৩০° উত্তর অক্ষাংশ এবং ৫° দক্ষিণ অক্ষাংশ থেকে ৩০° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির উৎপত্তি ঘটে। ধারণা করা হয় যে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে আন্তঃক্রান্তীয় মিলন বলয় (Inter-tropical Convergence zone) - এর কিছু ভূমিকা রয়েছে।
Food Adulteration the act of adding or mixing something inferior, harmful, useless and unnecessary substance to food.
খাদ্যে ভেজাল (Food Adulteration) খাদ্যে নিম্নমানের, ক্ষতিকর, অকেজো ও অপ্রয়োজনীয় দ্রব্য মেশানো।
Labeo rohita
Labeo rohita
Bangladesh is divided into two major tectonic units: (i) Stable Precambrian Platform in the northwest, and (ii) Geosynclinal basin in the southeast.
হিঞ্জ অঞ্চল (Hinge zone) নামের একটি সংকীর্ণ উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম প্রবণ অঞ্চল নিয়ে গঠিত একটি তৃতীয় ইউনিট দেশের প্রায় মাঝ বরাবর উপরোক্ত দুটি ইউনিটকে বিভক্ত করে রেখেছে।
In eighties of last century incorporation of camera, monitor, video, shaver and other hi tech instruments occurred.
আশিরদশকে ক্যামেরা, মনিটর, ভিডিও, শেভার (shaver) ও আনুষঙ্গিক অন্যান্য অত্যাধুনিক জটিল যন্ত্রপাতি ও প্রযুক্তির সংযুক্তি ও সমন্বয় ঘটে।
Wilkins began publishing the research journal Asiatick Researches (est. 1788) on his own.
উইলকিন্স নিজ উদ্যোগে ১৭৮৮ খ্রি. থেকে গবেষণা পত্রিকা এশিয়াটিক রিসার্সেস ( Asiatick Researches) প্রকাশ করা শুরু করেন।
২০০০-২০০১
২০০০-২০০১
Neurological disorder disorders or malfunctioning of the nervous system.
স্নায়ুতন্ত্রের বৈকল্য (Neurological disorder) স্নায়ুতন্ত্রে সৃষ্ট ব্যাধি।
In the obituary columns of the Asiatic Society of Calcutta (CLXXIV-CLXXV 1926), Johan Van Manen, (General Secretary), stated his deep honour for his scholarly contributions and his extraordinary talent.
কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত তাঁর মৃত্যুর শোকসংবাদে (JASB, Obituary: CLXXIV-CLXXV, 1926) সোসাইটির সাধারণ সম্পাদক জোহান ভ্যান ম্যানেন ওয়ালি খান সাহেবের মেধা ও পান্ডিত্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
Explanation: To fulfill the objectives of this section, 'law and order protection forces' means Rapid Action Battalion (RAB), Bangladesh Police, Coast Guard, Border Guard Bangladesh, Ansar and Village Defence Police (VDP) and similar para-military and non-military forces. Chapter four Disaster Management Fund, Relief vault, etc
ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে ''আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী'' বলতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)সহ বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সহ অনুরূপ আধা-সামরিক ও অসামরিক বাহিনীকে বুঝাবে । চতুর্থ অধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল, ত্রাণভান্ডার, ইত্যাদি
The Home Minister, in reply to a question raised in the Jatiya Sangsad in the second half of January 2009, informed that so far there has been as many as 373 extra-judicial deaths.
২০০৯ সালের দ্বিতীয়ার্ধে এ প্রসঙ্গে জাতীয় সংসদে প্রশ্ন উত্থাপিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল, এ পর্যন্ত ৩৭৩ টি বিচার বর্হিভূত হত্যা র‌্যাবের মাধ্যমে ঘটেছে।
(7) The parties to the dispute shall appear before the conciliator in person or shall be represented before him by person nominated by them and authorized to negotiate and enter into an agreement binding on the parties.
(৭) বিরোধের পক্ষগণ স্বয়ং অথবা তাদের মনোনীত এবং উভয় পক্ষের মধ্যে অবশ্য পালনীয় চুক্তি সম্পাদন করতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে সালিস (Conciliator) এর নিকট তত্কর্তৃক নির্ধারিত তারিখে ও সময়ে হাজির হবেন।
Old Himalayan Piedmont Plain (4,008 sq km) this distinctive region is developed in an old Tista alluvial fan extending from the foot of the himalayas.
পুরানো হিমালয়ের পাদদেশীয় পললভূমি (৪,০০৮ বর্গ কিমি) হিমালয়ের পাদদেশ থেকে বহির্গত পুরানো তিস্তা উপ-বদ্বীপে (Tista alluvial fan) উদ্ভূত এটি একটি বিশিষ্ট অঞ্চল। এ অঞ্চলের ভূমিরূপের ধরন জটিল।
With the emergence of the Himalayas, a foredeep was also formed on its front.
হিমালয় পর্বতের উৎপত্তির সঙ্গে সঙ্গে এর সম্মুখে একটি সম্মুখ খাতেরও (Foredeep) উৎপত্তি হয়।
This thesis marked his entry into Astrophysics.
এই অভিসন্দর্ভের মধ্য দিয়ে তিনি নভোপদার্থবিদ্যার (Astrophysics) গবেষণা জগতে প্রবেশ করেন এবং তাঁর নতুন কর্মকান্ডের অধ্যায় সূচিত হয়।
During the last 200 years or so, the channels have been swinging between the main valley walls.
বিগত ২০০ বছর ধরে এ চ্যানেলগুলি প্রধান উপত্যকা প্রাচীরে (valley wall) আন্দোলিত হচ্ছে।
In London the British Prime Minister Robert Peel; President of board of control Lord Fitzgerald; Prince Albert, the Duchess of Kent, and Queen Victoria received him.
বিলেতে তাঁকে রাজকীয় সংবর্ধনা জ্ঞাপন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রবার্ট পীল, বোর্ড অব কন্ট্রোলএর প্রেসিডেন্ট লর্ড ফিটজার‌্যাল্ড, প্রিন্স এলবার্ট, কেন্ট-এর রাজকুমারী এবং রানী ভিক্টোরিয়া।
The secondary succession occurs due to Ceriops, Excoecaria, Bruguiera, Heritiera, Xylocarpus and Rhizophora.
দ্বিতীয় উদ্ভিদ পর্যায়ে আছে গরান (Ceriops), গেওয়া (Excoecaria), তুনশা (Bruguiera), সুন্দরী (Heritiera), পশুর (Xylocarpus), এবং ঝানা (Rhizophora)।
(6) While an order for freezing with respect to any person‟s bank account is in force, all money receivable by that person may be deposited into the frozen bank account, unless otherwise mentioned in the order.
(৬) কোন ব্যক্তির ব্যাংক একাউন্ট অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় উক্ত আদেশে ভিন্নরূপ উল্লেখ না থাকলে, উক্ত ব্যক্তি প্রাপ্য হয়েছে এইরূপ সমুদয় অর্থ তার অবরুদ্ধ ব্যাংক একাউন্টে জমা করা যাবে।
55. Transitional provisions.- Notwithstanding anything contained in any other law for the time being in force, the Universities of Dhaka, Rajshahi and Chittagong shall continue to have jurisdiction over the colleges under their respective jurisdiction until the University assumes the responsability of controling and supervising all degree colleges of the country. The Schedule (see section 45 (2)) The First Statutes of the University
৫৫। ক্রান্তিকালীন বিধান:- এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় দেশের সকল ডিগ্রী কলেজের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ না করে ততদিন পর্যন্ত ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখ্‌তিয়ারাধীন কলেজের উপর তাদের স্ব স্ব এখ্‌তিয়ার বহাল থাকবে।
c) the conditions subject to which appeals may be preferred and the manner in which appeals may be filed and heard;
(গ) আপীল দায়ের করবার জন্য পূরণীয় শর্ত, আপীল দায়ের করবার এবং শুনানীর পদ্ধতি;
Mitford, Robert (1782-1836) Collector of Dhaka District, Second Judge' of Provincial Court of Appeal and Circuit, Dhaka, and benefactor of the first important western medical institution- Mitford Hospital of Dhaka.
মিটফোর্ড, রবার্ট (১৭৮২-১৮৩৬) ঢাকা জেলার কালেক্টর, ঢাকা প্রাদেশিক আপিল ও সার্কিট আদালতের (Provincial Court of Appeal and Circuit Dhaka) দ্বিতীয় জজ বা বিচারক, বাংলাদেশের প্রথম গুরুত্বপূর্ণ পাশ্চাত্য চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এর দাতা।
Scirpophaga nivella
Scirpophaga nivella
The principal synthetic drugs manufactured clandestinely are the amphetamine type stimulants, whereas sedatives, another type of synthetic drug, which includes barbiturates and benzodiazepines, are diverted from licit channels.
গোপনভাবে উৎপাদিত কৃত্রিম রাসায়নিক মাদকের মধ্যে রয়েছে অ্যামফিটামাইন (amphetamine) ধরনের উদ্দীপক। অন্যদিকে নিদ্রাকর্ষক (sedatives) ধরনের কৃত্রিম মাদকের মধ্যে রয়েছে বারবিচুরেটস (barbiturates) এবং বেনজোডায়াজিপাইনস (benzodiazepines)।
Round this view, Bengal Muslims rallied and thus militancy in the Islamic fundamentalist movement in Bengal and beyond was abandoned.
এই মতবাদকে কেন্দ্র করে বাংলার মুসলিম সম্প্রদায় র‌্যালি বা মিছিল করে এবং এভাবে বাংলা ও বাংলার বাইরে ইসলামি মৌলবাদী আন্দোলনের জঙ্গিভাব পরিত্যক্ত হয়।
(u) "Electricity Act" means the Electricity Act, 1910 ( Act IX of 1910);
(প) "বিদ্যুত্ আইন" অর্থ Electricity Act, 1910 (IX of 1910);
In two pamphlets entitled 'Now or Never', written in 1933 and 1935, he demanded a separate national status for a new entity, and coined its name as 'Pakistan' (from Punjab, Afghan province, Kashmir, Sindh and Baluchistan).
১৯৩৩ এবং ১৯৩৫ সালে লিখিত 'এখনই সময়' (Now or Never) নামে দুটি প্রচার পুস্তিকায় তিনি জাতীয় মর্যাদা সম্পন্ন এক পৃথক নতুন রাষ্ট্রের দাবি করেন এবং এর নামকরণ করেন পাকিস্তান (পাঞ্জাব, আফগান প্রদেশ, কাশ্মীর, সিন্ধু ও বেলুচিস্তান)।
27. Collection and management of information on earthquake and tsunami.-The Department shall collect and preserve information and data on earthquake, flood caused by earthquake, tidal surge or tsunami; and shall publish the statistics of information related thereto, at such times as may be prescribed by rules. Chapter IX Miscellaneous
২৭। ভূমিকম্প ও সুনামি সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা:- ভূমিকম্প, ভূমিকম্পজনিত বন্যা, জলোচ্ছ্বাস বা সুনামি বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা করবে এবং বিধি দ্বারা নির্ধারিত সময়ে এতদ্‌সংক্রান্ত তথ্যের পরিসংখ্যান প্রকাশ করবে। নবম অধ্যায় বিবিধ
In the Barna, three types of keyboard could be used - Munir, Bijoy and Easy keyboard.
বর্ণ-তে তিন ধরণের কি-বোর্ড ব্যবহার করা যেতো মুনীর, বিজয় এবং ইজি কি-বোর্ড (easy keyboard)।
As a collateral effect of DDT spraying under the Malaria Eradication Programme (MEP), incidence of Kala-azar in Bangladesh almost disappeared at one point, because of high susceptibility of the vector sandfly to DDT.
ম্যালেরিয়া নির্মূল কার্যক্রমের (MEP) অধীনে কীটনাশক প্রয়োগের ফলে কালাজ্বর ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল, এমনকি প্রায় নির্মূল হয়েছিল, কেননা বাহক স্যান্ডফ্লাই কীটনাশকের প্রতি সংবেদনশীল।
Overpressure Under normal condition fluid pressure of a permeable rock at depth will be hydrostatic i.e. in equilibrium with the weight of a water column extending from the permeable rock level to surface.
অধিচাপ (Overpressure) ভূঅভ্যন্তরস্থ শিলাস্তর হতে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত তরল স্তম্ভ কর্তৃক শিলাস্তরের উপর প্রদত্ত স্বাভাবিক চাপের চেয়ে অধিক চাপ।
৩৮১২
৩৮১২
An Act to provide for the establishment of the Bangladesh Institute of Parliamentary Studies; WHEREAS in the present socio-economic reality, Parliament has to perform increasingly complicated functions and that in view of the rapid development in the field of Information Technology the need for mutual co-operation and exchange of experiences amongst Parliaments and the Parliamentarians of the world has increased, and as a result rapid parliamentary reforms are taking place; AND WHEREAS, it is expedient to promote parliamentary culture up to a certain important level through creation of better understanding and co-operation amongst the members of parliament to strengthen, enrich and stabilize parliamentary democracy; AND WHEREAS, it is necessary to create a forum outside Parliament for elevation to the politics of understanding; AND WHEREAS, it is necessary to enrich parliamentary system in the country and make the system more dynamic through conducting research on parliamentary system, procedure and management; AND WHEREAS, full time assistance of a group of experts on law and parliamentary affairs is required for providing research based data to the members of parliament in performing their functions effectively; AND WHEREAS, it is essential to arrange for training of the officers and members of staff of the government and of Parliament Secretariat for increasing their awareness, diligence and skill to create a skilled and efficient administration for development of parliamentary system; AND WHEREAS, it is proper and expedient to establish an Institute under the name and title of Bangladesh Institute of Parliamentary Studies to conduct such research, and arrange and conduct training; It is here by enacted as follows:
বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ স্থাপনকল্পে প্রণীত আইন। যেহেতু বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সংসদকে জটিল হতে জটিলতর দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে এবং তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বিশ্বের পার্লামেন্টসমূহ এবং পার্লামেন্টারিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় সংসদীয় সংস্কার দ্রুত প্রসার লাভ করছে; এবং যেহেতু সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী, সমৃদ্ধ ও স্থিতিশীল করার জন্য সংসদ সদস্যদের মধ্যে আরো বেশী সহযোগিতা ও সহমর্মিতা সৃষ্টি করে সংসদীয় সংস্কৃতিকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে উপনীত করা আবশ্যক; এবং যেহেতু সহমর্মিতার রাজনীতিতে উত্তরণের জন্য সংসদের বাহিরে ভিন্ন একটি ফোরাম সৃষ্টি করা প্রয়োজন; এবং যেহেতু সংসদীয় ব্যবস্থা, সংসদ ব্যবস্থাপনা ও সংসদ কাজ সম্পর্কিত বিষয়ে গবেষণা পরিচালনার মাধ্যমে দেশের সংসদীয় ব্যবস্থাকে আরো সমৃদ্ধ ও গতিশীল করা প্রয়োজন; এবং যেহেতু সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা পালনে গবেষণালব্ধ প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য আইন ও সংসদীয় বিষয়ে অভিজ্ঞ একটি বিশেষজ্ঞ দলের সার্বক্ষণিক সহায়তা প্রয়োজন; এবং যেহেতু সংসদীয় ব্যবস্থার উন্নয়নে দক্ষ জনপ্রশাসন সৃষ্টির লক্ষ্যে সরকার ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সচেতনতা, কর্মতত্পরতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যাবশ্যক; এবং যেহেতু উক্তরূপ গবেষণাকার্য এবং প্রশিক্ষণের আয়োজন ও পরিচালনার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী ষ্ট্যাডিজ নামে একটি ইনস্টিটিউট স্থাপন করা সমীচীন ও প্রয়োজন; সেহেতু এতদ্‌দ্বারা নিম্্নরূপ আইন করা হল:
Madhupur Tract a large upland area in the central part of Bangladesh.
মধুপুর গড় (Madhupur Tract) বাংলাদেশের কেন্দ্রভাগে অবস্থিত একটি বৃহৎ উত্থিত এলাকা।
58. Special schemes for tobacco and alcoholic goods.-
৫৮। তামাক এবং এ্যালকোহলযুক্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ পরিকল্প (special scheme):-
According to the 18th century documents of the east india company, a high official of the company was posted at Dhaka to buy two muslin varieties of mulmul khas and sarkar-i-ali.
আঠারো শতকের ইংরেজ কোম্পানির দলিলে দেখা যায় যে, মলমল খাস (mulmul khas) ও সরকার-ই-আলি নামক মসলিন সংগ্রহ করার জন্য ঢাকায় একজন উচ্চপদস্থ রাজকর্মচারী নিযুক্ত ছিলেন।
(3) The fine payable under sub-section (2) shall be recoverable as a public demand.
(৩) উপ-ধারা (২) এর অধীন প্রদেয় জরিমানার অর্থ সরকারী দাবী (Public demand) হিসাবে আদায়যোগ্য হবে।
The maximum wind speed estimated from NOAA-11 satellite picture obtained at 13:38 hours on 29 April was about 240 km/hr.
নোয়া-১১ (NOAA-11) উপগ্রহের ২৯ এপ্রিল ১৩ঃ ৩৮ ঘণ্টায় তোলা দূর অনুধাবন চিত্র অনুযায়ী ঘূর্ণিঝড়টির বাতাসের প্রাক্কলিত সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৪০ কিমি।
The problem of batta in the money market disappeared with the introduction of promissory bank notes first and then regular issue of guaranteed paper currency by the Reserve Bank of India under the India Act of 1893.
প্রথমে দর্শনী হুন্ডি (promissory bank notes) প্রবর্তন এবং পরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃক নিয়মিত কাগজি মুদ্রা চালু করার ফলে মুদ্রাবাজারে বাট্টা সমস্যার অবসান ঘটে।
Rafiuddin Ahmad), Dhaka 1983; Rahim M Abdur, Social and Cultural History of Bengal, vol. I, Karachi, 1963; Asim Ray, The Islamic Syncretistic Tradition in Bengal, 1983; Akbar Ali Khan, Discovery of Bangladesh: An Explorations into the Dynamics of a Hidden Nation, 1997.
Rafiuddin Ahmad), Dhaka 1983; Rahim M Abdur, Social and Cultural History of Bengal, vol. I, Karachi, 1963; Asim Ray, The Islamic Syncretistic Tradition in Bengal, 1983; Akbar Ali Khan, Discovery of Bangladesh: An Explorations into the Dynamics of a Hidden Nation, 1997.
(g) to make researches and investigations on various subjects relating to books and to publish informations etc. obtained through such researches and investigations;
(ছ) পুস্তক সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা এবং তথ্যানুসন্ধান করা এবং উক্তরূপ গবেষণা ও তথ্যানুসন্ধানলব্ধ তথ্যাদি প্রকাশ করা;
He appointed in 1792 a Mint Committee to enquire into the problems of coinage.
তিনি মুদ্রাব্যবস্থার সমস্যাসমূহ চিহ্নিত করার জন্য ১৭৯২ সালে একটি টাকশাল কমিটি (Mint Committee) গঠন করেন। এই কমিটি পর্যায়ক্রমে সনৎ মুদ্রা বাতিল করার সুপারিশ করে।
Biotechnology Biotechnology the application of biological systems and organisms to technical and industrial processes.
জীবপ্রযুক্তি জীবপ্রযুক্তি (Biotechnology) শিল্প প্রক্রিয়ায় জীবতাত্ত্বিক পদ্ধতি ও অণুজীব ব্যবহারের বিশেষ প্রযুক্তি।
24. Public servants.- Every member of a Parishad, Executive Committee, Zila Committee and Sub-Zila Committee and all its officers and employees shall be deemed public servants in the sense in which this expression is used in section 21 of the Penal Code (Act XLV of 1860).
২৪। জনসেবক:- পরিষদ, নির্বাহী কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির সকল সদস্য এবং তাদের সকল কর্মকর্তা ও কর্মচারী Penal Code (Act No. XLV of 1860) এর section 21 এ public servant (জনসেবক) কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সে অর্থে public servant (জনসেবক) বলে গণ্য হবে।